ETV Bharat / international

অ্যাসেজ়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের খবর ব্রিটেনের প্রধানমন্ত্রীকে দেন মোদি

গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যসেজ়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের খবরটি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে মোদিই প্রথম জানান ।

অ্যাসেজ়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের খবর ব্রিটেনের প্রধানমন্ত্রীকে দেন মোদি
author img

By

Published : Aug 26, 2019, 5:07 PM IST

প্যারিস, 26 অগাস্ট : খেলাতেও সমান আগ্রহ তাঁর । গতকাল প্রথম ভারতীয় হিসাবে পি ভি সিন্ধু ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই টুইট করে তাঁকে অভিনন্দন বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তা ছাড়াও ক্রীড়াক্ষেত্রে ভারতের যেকোনও কৃতিত্বের উপরই তিনি নজর রাখেন । তবে শুধু ভারতীয়দের খেলাধূলার উপরই নজর রাখেন না মোদি । গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যসেজ়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের খবরটি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে মোদিই প্রথম জানান ।

ফ্রান্সে অনুষ্ঠিত G-7-এর সম্মেলনে সাক্ষাৎ হচ্ছে বিশ্বের তাবড় নেতাদের । আলোচনা হচ্ছে বিশ্ব বাণিজ্য, নিরাপত্তা ও পরিবেশ নিয়ে । এরই মাঝে হালকা মেজাজে উঠে এসেছে ক্রিকেটের আলোচনাও । মোদির থেকে ইংল্যান্ডের জয়ের খবর পেয়ে এই বিষয়ে খুনসুটিতে মাতেন বরিস । G-7-এর বৈঠকের মাঝেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসকে এই নিয়ে খোঁচাও দেন বরিস জনসন ।

গতকাল অ্যাসেজ়ের তৃতীয় টেস্ট ম্যাচে বেন স্টোকসের অতিমানবিক ইনিংসে এক উইকেটে জয় পায় থ্রি লায়নসরা । জয়ের জন্য শেষ ইনিংসে ইংল্যান্ডের দরকার ছিল 359 রান ৷ সেই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড তাদের নবম উইকেট হারায় 286 রানে । সেখান থেকে শেষ উইকেটের জুটিতে 76 রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেন স্টেকস একাই । 11টি চার ও 8টি ছক্কার সাহায্যে 219 বলে 135 রান করে অপরাজিত থাকেন স্টোকস । সেই ইনিংস এখন G-7-এর বৈঠকেরও চর্চার বিষয় ।

প্যারিস, 26 অগাস্ট : খেলাতেও সমান আগ্রহ তাঁর । গতকাল প্রথম ভারতীয় হিসাবে পি ভি সিন্ধু ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই টুইট করে তাঁকে অভিনন্দন বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তা ছাড়াও ক্রীড়াক্ষেত্রে ভারতের যেকোনও কৃতিত্বের উপরই তিনি নজর রাখেন । তবে শুধু ভারতীয়দের খেলাধূলার উপরই নজর রাখেন না মোদি । গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যসেজ়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের খবরটি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে মোদিই প্রথম জানান ।

ফ্রান্সে অনুষ্ঠিত G-7-এর সম্মেলনে সাক্ষাৎ হচ্ছে বিশ্বের তাবড় নেতাদের । আলোচনা হচ্ছে বিশ্ব বাণিজ্য, নিরাপত্তা ও পরিবেশ নিয়ে । এরই মাঝে হালকা মেজাজে উঠে এসেছে ক্রিকেটের আলোচনাও । মোদির থেকে ইংল্যান্ডের জয়ের খবর পেয়ে এই বিষয়ে খুনসুটিতে মাতেন বরিস । G-7-এর বৈঠকের মাঝেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসকে এই নিয়ে খোঁচাও দেন বরিস জনসন ।

গতকাল অ্যাসেজ়ের তৃতীয় টেস্ট ম্যাচে বেন স্টোকসের অতিমানবিক ইনিংসে এক উইকেটে জয় পায় থ্রি লায়নসরা । জয়ের জন্য শেষ ইনিংসে ইংল্যান্ডের দরকার ছিল 359 রান ৷ সেই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড তাদের নবম উইকেট হারায় 286 রানে । সেখান থেকে শেষ উইকেটের জুটিতে 76 রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেন স্টেকস একাই । 11টি চার ও 8টি ছক্কার সাহায্যে 219 বলে 135 রান করে অপরাজিত থাকেন স্টোকস । সেই ইনিংস এখন G-7-এর বৈঠকেরও চর্চার বিষয় ।

Bhopal (Madhya Pradesh), Aug 26 (ANI): Bharatiya Janata Party (BJP) Member of Parliament (MP) Pragya Thakur blamed Opposition for demise of party's senior leaders. While addressing the media in Madhya Pradesh's Bhopal on August 25, Pragya Thakur said, "Once a Maharaj ji told me that bad times are upon us and Opposition is up to something, using some 'marak shakti' against the Bharatiya Janata Party (BJP)." "I later forgot what he said, but now when I see our top leaders leaving us one by one, I am forced to think, wasn't Maharaj ji right?," she added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.