ETV Bharat / international

লন্ডনে আক্রান্ত পাকিস্তানের রেলমন্ত্রী, ছোড়া হল ডিম - পাকিস্তানের রেলমন্ত্রীকে ছোড়া হল ডিম

লন্ডনের রাস্তায় মার খেলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ৷ তাঁকে ডিম ছুড়ে মারার পাশাপাশি মারধরও করেন পাকিস্তান পিপলস পার্টির দুই আধিকারিক ৷ ওই দুই আধিকারিক হলেন আসিফ আলি খান ও সামহ নামাজ় ৷

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ
author img

By

Published : Aug 24, 2019, 9:06 AM IST

লন্ডন, 24 অগাস্ট : লন্ডনের রাস্তায় মার খেলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ৷ তাঁকে ডিম ছুড়ে মারার পাশাপাশি মারধরও করেন পাকিস্তান পিপলস পার্টির দুই আধিকারিক ৷ ওই দুই আধিকারিক হলেন আসিফ আলি খান ও সামহ নামাজ় ৷ পরে PPP-র ওই দুই আধিকারিক রেলমন্ত্রীকে ডিম ছুড়ে মারার কথা স্বীকার করেছেন ৷ লন্ডনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে হোটেল থেকে বেরোনোর সময় রেলমন্ত্রী রশিদের উপর হামলা করেন ওই দুই আধিরকারিক ৷

ঘটনার পর বিবৃতি দিয়ে PPP-র দুই আধিকারিক জানান, তাঁদের দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জ়ারদারি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্যই রেলমন্ত্রীকে ডিম ছোড়া হয় ৷ আসিফ আলি খান ও সামহ নামাজ়ের বক্তব্য পাকিস্তানের একটি সংবাদ চ্যানেল প্রকাশিত হয় ৷ সেখানে তাঁরা জানিয়েছেন, PPP-র চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সাক্ষাৎকারে উনি (রশিদ আহমেদ) আপত্তিজনক মন্তব্য করেছেন ৷ ওর কৃতজ্ঞ থাকা উচিত যে লন্ডনের রাস্তায় ওঁকে শুধুমাত্র ডিম ছুড়ে মারা হয়েছে ৷

আরও পড়ুন : সন্ত্রাসবাদে মদত ! কালো তালিকাভুক্ত হতে পারে পাকিস্তান

পাকিস্তানবাসীর মন জয়ের উদ্দেশে ভারতের বিরুদ্ধে আলটপকা বিবৃতি দেওয়ার জন্যই রেলমন্ত্রী রশিদ আহমেদ খ্যাত ৷ পুলওয়ামা হামলা প্রসঙ্গে একটি ভিডিয়ো বার্তায় বলেছিলেন, " ইমরান খান একটি স্পষ্টবার্তা পাঠিয়েছেন ৷ যদি কেউ পাকিস্তানের উপর কুদৃষ্টি দেয়, তবে তাদের চোখ উপড়ে ফেলা হবে ৷ না পাখি কলতান শোনা যাবে, না মন্দিরে ঘণ্টা বাজবে ৷" সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গেও মন্তব্য করেন পাকিস্তানের রেলমন্ত্রী ৷ তিনি বলেন, " পাকিস্তানের মোকাবিলা করতে ভারত অক্ষম ৷"

ব্রিটেনের আওয়ামি মুসলিম লিগের প্রেসিডেন্ট সালিম শেখ জানান, ঘটনার পর রশিদ আহমেদের সঙ্গে কথা বলেছি এবং পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন ৷

লন্ডন, 24 অগাস্ট : লন্ডনের রাস্তায় মার খেলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ৷ তাঁকে ডিম ছুড়ে মারার পাশাপাশি মারধরও করেন পাকিস্তান পিপলস পার্টির দুই আধিকারিক ৷ ওই দুই আধিকারিক হলেন আসিফ আলি খান ও সামহ নামাজ় ৷ পরে PPP-র ওই দুই আধিকারিক রেলমন্ত্রীকে ডিম ছুড়ে মারার কথা স্বীকার করেছেন ৷ লন্ডনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে হোটেল থেকে বেরোনোর সময় রেলমন্ত্রী রশিদের উপর হামলা করেন ওই দুই আধিরকারিক ৷

ঘটনার পর বিবৃতি দিয়ে PPP-র দুই আধিকারিক জানান, তাঁদের দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জ়ারদারি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্যই রেলমন্ত্রীকে ডিম ছোড়া হয় ৷ আসিফ আলি খান ও সামহ নামাজ়ের বক্তব্য পাকিস্তানের একটি সংবাদ চ্যানেল প্রকাশিত হয় ৷ সেখানে তাঁরা জানিয়েছেন, PPP-র চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সাক্ষাৎকারে উনি (রশিদ আহমেদ) আপত্তিজনক মন্তব্য করেছেন ৷ ওর কৃতজ্ঞ থাকা উচিত যে লন্ডনের রাস্তায় ওঁকে শুধুমাত্র ডিম ছুড়ে মারা হয়েছে ৷

আরও পড়ুন : সন্ত্রাসবাদে মদত ! কালো তালিকাভুক্ত হতে পারে পাকিস্তান

পাকিস্তানবাসীর মন জয়ের উদ্দেশে ভারতের বিরুদ্ধে আলটপকা বিবৃতি দেওয়ার জন্যই রেলমন্ত্রী রশিদ আহমেদ খ্যাত ৷ পুলওয়ামা হামলা প্রসঙ্গে একটি ভিডিয়ো বার্তায় বলেছিলেন, " ইমরান খান একটি স্পষ্টবার্তা পাঠিয়েছেন ৷ যদি কেউ পাকিস্তানের উপর কুদৃষ্টি দেয়, তবে তাদের চোখ উপড়ে ফেলা হবে ৷ না পাখি কলতান শোনা যাবে, না মন্দিরে ঘণ্টা বাজবে ৷" সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গেও মন্তব্য করেন পাকিস্তানের রেলমন্ত্রী ৷ তিনি বলেন, " পাকিস্তানের মোকাবিলা করতে ভারত অক্ষম ৷"

ব্রিটেনের আওয়ামি মুসলিম লিগের প্রেসিডেন্ট সালিম শেখ জানান, ঘটনার পর রশিদ আহমেদের সঙ্গে কথা বলেছি এবং পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন ৷

Mumbai, Aug 24 (ANI): Any 'Krishna Janmashtami' celebration is incomplete without fun of Dahi Handi in India. Krishna Janmashtami celebrates the birth of Lord Krishna, the eighth avatar of Lord Vishnu. Several 'Govindas' celebrated Dahi Handi in Mumbai on the occasion. The event took place in Mumbai's Worli area on August 23. Janmashtami is an important Hindu festival, which is celebrated all over India with major celebrations taking place in Mathura and Vrindavan, the two places intricately associated with the birth and youth of Lord Krishna. It is observed on the eighth day of the Krishna Paksh of the Bhadrapada month of the Hindu calendar.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.