লন্ডন, 24 অগাস্ট : লন্ডনের রাস্তায় মার খেলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ৷ তাঁকে ডিম ছুড়ে মারার পাশাপাশি মারধরও করেন পাকিস্তান পিপলস পার্টির দুই আধিকারিক ৷ ওই দুই আধিকারিক হলেন আসিফ আলি খান ও সামহ নামাজ় ৷ পরে PPP-র ওই দুই আধিকারিক রেলমন্ত্রীকে ডিম ছুড়ে মারার কথা স্বীকার করেছেন ৷ লন্ডনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে হোটেল থেকে বেরোনোর সময় রেলমন্ত্রী রশিদের উপর হামলা করেন ওই দুই আধিরকারিক ৷
ঘটনার পর বিবৃতি দিয়ে PPP-র দুই আধিকারিক জানান, তাঁদের দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জ়ারদারি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্যই রেলমন্ত্রীকে ডিম ছোড়া হয় ৷ আসিফ আলি খান ও সামহ নামাজ়ের বক্তব্য পাকিস্তানের একটি সংবাদ চ্যানেল প্রকাশিত হয় ৷ সেখানে তাঁরা জানিয়েছেন, PPP-র চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সাক্ষাৎকারে উনি (রশিদ আহমেদ) আপত্তিজনক মন্তব্য করেছেন ৷ ওর কৃতজ্ঞ থাকা উচিত যে লন্ডনের রাস্তায় ওঁকে শুধুমাত্র ডিম ছুড়ে মারা হয়েছে ৷
আরও পড়ুন : সন্ত্রাসবাদে মদত ! কালো তালিকাভুক্ত হতে পারে পাকিস্তান
পাকিস্তানবাসীর মন জয়ের উদ্দেশে ভারতের বিরুদ্ধে আলটপকা বিবৃতি দেওয়ার জন্যই রেলমন্ত্রী রশিদ আহমেদ খ্যাত ৷ পুলওয়ামা হামলা প্রসঙ্গে একটি ভিডিয়ো বার্তায় বলেছিলেন, " ইমরান খান একটি স্পষ্টবার্তা পাঠিয়েছেন ৷ যদি কেউ পাকিস্তানের উপর কুদৃষ্টি দেয়, তবে তাদের চোখ উপড়ে ফেলা হবে ৷ না পাখি কলতান শোনা যাবে, না মন্দিরে ঘণ্টা বাজবে ৷" সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গেও মন্তব্য করেন পাকিস্তানের রেলমন্ত্রী ৷ তিনি বলেন, " পাকিস্তানের মোকাবিলা করতে ভারত অক্ষম ৷"
ব্রিটেনের আওয়ামি মুসলিম লিগের প্রেসিডেন্ট সালিম শেখ জানান, ঘটনার পর রশিদ আহমেদের সঙ্গে কথা বলেছি এবং পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন ৷