মস্কো, 24 ফেব্রুয়ারি : একদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া ৷ অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কূটনৈতিক বৈঠক সারছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে (Khan-Putin meeting) ৷ ক্রেমলিনে পৌঁছে রীতিমতো উত্তেজিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷
ইমরান খান বুধবার রাশিয়ায় পৌঁছন (Imran Khan in Moscow) ৷ সেই সময়ের একটি ভিডিয়ো পাকিস্তান সরকারের তরফে প্রকাশ করা হয়েছে ৷ সেখানে ইমরানকে বলতে দেখা গিয়েছে, ‘‘কী এক সময়ে এসেছি, এত উত্তেজনা !’’ স্বাভাবিকভাবেই এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ কারণ, রাশিয়া ও ইউক্রেনের সংকট নিয়ে রীতিমতো চিন্তিত গোটা বিশ্ব ৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকও চলছে ৷ সেই পরিস্থিতিতে কেন, একজন রাষ্ট্রপ্রধান এমন মন্তব্য করলেন, সেই নিয়েই উঠছে প্রশ্ন ৷
ইমরানের এই সফরে দুই পক্ষের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা ৷ বর্তমান পরিস্থিতিতে সফরসূচিতে কোনও কাটছাঁট করা হবে না বলেও পাকিস্তান জানিয়ে দিয়েছে ৷
-
Prime Minister @ImranKhanPTI holds one-on-one meeting with Russian President Vladimir Putin @KremlinRussia_E #PMIKinRussia pic.twitter.com/lzeG7ZWr6y
— Prime Minister's Office, Pakistan (@PakPMO) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Prime Minister @ImranKhanPTI holds one-on-one meeting with Russian President Vladimir Putin @KremlinRussia_E #PMIKinRussia pic.twitter.com/lzeG7ZWr6y
— Prime Minister's Office, Pakistan (@PakPMO) February 24, 2022Prime Minister @ImranKhanPTI holds one-on-one meeting with Russian President Vladimir Putin @KremlinRussia_E #PMIKinRussia pic.twitter.com/lzeG7ZWr6y
— Prime Minister's Office, Pakistan (@PakPMO) February 24, 2022
নওয়াজ শরিফ ছিলেন পাকিস্তানের শেষ প্রধানমন্ত্রী, যিনি রাশিয়া সফর করেছিলেন ৷ সেটা ছিল 1999 সাল ৷ তার 23 বছর প্রথম কোনও পাক প্রধানমন্ত্রী মস্কোয় গেলেন ৷ সেখানে গিয়ে উত্তেজনা অনুভব করলেও স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান (Khan amidst Ukraine conflict) ৷
আরও পড়ুন : Ukraine envoy's appeal to Modi: 'মোদিজি যদি পুতিনের সঙ্গে কথা বলতেন...', দরবার ইউক্রেনের রাষ্ট্রদূতের