লন্ডন, 31 অগাস্ট : প্যানডেমিকের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশা জাগাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীরা ৷ তাঁরা একটি নতুন ভ্যাকসিন তৈরি এবং পরীক্ষার খুব কাছাকাছি রয়েছেন, যা মাত্র ছয় সপ্তাহের মধ্যে প্রস্তুত হতে পারে । এমনই জানিয়েছে ব্রিটেনের একটি সংবাদমাধ্যম । ওই সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে এটিকে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে “গেম চেঞ্জার” হিসেবেও দাবি করা হয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, “ছয় সপ্তাহের মধ্যেই একটি ভ্যাকসিন তৈরি এবং পরীক্ষার চেষ্টা চলছে । আশা করা যায়, এই ভাইরাসের বিরুদ্ধে এটি বিশ্বের গেম-চেঞ্জার হয়ে উঠবে ।" প্রতিবেদনে আরও বলা হয়েছে, “যেহেতু কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেন একটি জটিল পর্যায়ে প্রবেশ করেছে, এই ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ নিয়ে ভয় ক্রমেই বাড়ছে ।” ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান কেট বিঙ্গহাম বলেছেন, কোনও ভ্যাকসিন সম্পর্কে সতর্কতার সঙ্গেই আশাবাদী তিনি । ভ্যাকসিন তৈরির দিকে কাজ চালিয়ে যাওয়ার কথা বললেও এখনই সাফল্য উদযাপনে রাজি নন তিনি ।
জানা গেছে, পুরোপুরি লাইসেন্স পাওয়ার আগে কোনও কার্যকর কো-ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য তার কিছু আইন সংশোধনের প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন । তবে এক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা এবং গুণগত মান পূরণ করতে হবে ।
শুক্রবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজ়ারভেটিভ সরকার বলেছে, সে'দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা যাতে COVID-19 ভ্যাকসিনকে অস্থায়ী অনুমোদন দিতে পারে, সেজন্য পদক্ষেপ করা হচ্ছে । প্রস্তাবিত শর্ত পূরণ হলে লাইসেন্সিং প্রক্রিয়া শেষ হওয়ার পর ভ্যাকসিনগুলির অনুমতি দেওয়া হবে । ব্রিটেনের ভাইস-চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান-ট্যাম এক বিবৃতিতে বলেন, “যদি আমরা কার্যকর ভ্যাকসিন তৈরি করতে পারি, তবে যত তাড়াতাড়ি সম্ভব তা আক্রান্তদের কাছে পৌঁছে দেওয়া হবে । তার আগে ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে নিশ্চিত হতে হবে ৷”
ব্রিটেন বলেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অন্য স্টেকহোল্ডারদের পরামর্শ নিতে সরকার তিন সপ্তাহের সময়সীমা দিয়েছে । অক্টোবরের প্রথম দিকে এই ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ।