ETV Bharat / international

প্যারিসে পুলিশের সদর দপ্তরে হামলায় মৃত 4, পালটা গুলিতে মৃত হামলাকারী

author img

By

Published : Oct 3, 2019, 6:01 PM IST

Updated : Oct 3, 2019, 6:55 PM IST

প্যারিসে পুলিশের সদর দপ্তরে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি । ঘটনায় প্রাণ হারিয়েছেন 4 পুলিশকর্মী । পুলিশের গুলিতে মারা গেছে হামলাকারীও ।

প্যারিসে পুলিশের সদর দপ্তরে হামলা, পালটা গুলিতে মৃত হামলাকারী

প্যারিস, 3 অক্টোবর : প্যারিসে পুলিশের সদর দপ্তরে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি । এই ঘটনায় চার পুলিশ অফিসারের মৃত্য়ু হয়েছে । হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ । গুলিতে মারা যায় হামলাকারী । সূত্রের খবর, হামলাকারী নিজেও পুলিশকর্মী ।

প্যারিস পুলিশের আধিকারিক ইভেস লেফেভরে বলেন, "আজ দুপুর 1টা নাগাদ হামলা চালায় দুষ্কৃতী । আমাদের চার সহকর্মীর মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে দুজন মহিলা । হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।"

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ঘটনাস্থানে যাচ্ছেন বলে জানা গেছে । হামলার পর পুলিশের সদর দপ্তর ও পার্শ্ববর্তী নোতরদাম গির্জা সংলগ্ন এলাকাটি সিল করে দেওয়া হয়েছে । সতর্কতামূলক কারণে ঘটনাস্থানের পাশে মেট্রো স্টেশনটিও বন্ধ রাখা হয়েছে ।

উল্লেখ্য, গতকালই ফ্রান্সে পুলিশকর্মীরা ধর্মঘট করেছিলেন । দেশজুড়ে পুলিশকর্মীদের উপর হামলার ঘটনা বৃদ্ধির প্রতিবাদে তাঁরা ধর্মঘটে যান । ধর্মঘটের পরদিনই এই হামলার ঘটনায় জল্পনা ছড়িয়েছে । ধর্মঘটের সঙ্গে এই হামলার কোনও যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

প্যারিস, 3 অক্টোবর : প্যারিসে পুলিশের সদর দপ্তরে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি । এই ঘটনায় চার পুলিশ অফিসারের মৃত্য়ু হয়েছে । হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ । গুলিতে মারা যায় হামলাকারী । সূত্রের খবর, হামলাকারী নিজেও পুলিশকর্মী ।

প্যারিস পুলিশের আধিকারিক ইভেস লেফেভরে বলেন, "আজ দুপুর 1টা নাগাদ হামলা চালায় দুষ্কৃতী । আমাদের চার সহকর্মীর মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে দুজন মহিলা । হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।"

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ঘটনাস্থানে যাচ্ছেন বলে জানা গেছে । হামলার পর পুলিশের সদর দপ্তর ও পার্শ্ববর্তী নোতরদাম গির্জা সংলগ্ন এলাকাটি সিল করে দেওয়া হয়েছে । সতর্কতামূলক কারণে ঘটনাস্থানের পাশে মেট্রো স্টেশনটিও বন্ধ রাখা হয়েছে ।

উল্লেখ্য, গতকালই ফ্রান্সে পুলিশকর্মীরা ধর্মঘট করেছিলেন । দেশজুড়ে পুলিশকর্মীদের উপর হামলার ঘটনা বৃদ্ধির প্রতিবাদে তাঁরা ধর্মঘটে যান । ধর্মঘটের পরদিনই এই হামলার ঘটনায় জল্পনা ছড়িয়েছে । ধর্মঘটের সঙ্গে এই হামলার কোনও যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

Chhindwara (Madhya Pradesh), Oct 3 (ANI): At least two patients allegedly lost their eyesight after undergoing cataract surgery in a district hospital in Madhya Pradesh's Chhindwara. While speaking to ANI, Chhindwara DM Shrinivas Sharma said, "On Sep 25, 4 persons underwent surgery, 2 of them are unable to see. The matter will be investigated by a team of doctors."
Last Updated : Oct 3, 2019, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.