প্যারিস, 10 জুলাই : গত বছর বিধ্বংসী আগুন লাগার আগে ঠিক যেভাবে দাঁড়িয়েছিল, সে'ভাবেই তৈরি হবে নত্রদাম ক্যাথিড্রাল । এই মধ্যযুগীয় প্যারিস মনুমেন্টের ছাদে কোনও সুইমিং পুল, জৈব উদ্যান বা অন্য কোনও আধুনিকতার ছোঁয়া থাকবে না । বিশ্বের অন্যতম মূল্যবান এই স্থাপত্যের পুনর্নির্মাণের জন্য ক্যাথিড্রালের বর্তমান স্থপতি এবং পুনর্নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্তদের এই নির্দেশ দিয়েছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ।
প্রথমদিকে ক্যাথিড্রালের উপর একটি সমসাময়িক আধুনিকতার ছোঁয়া রাখার প্রস্তাব দিয়েছিলেন ম্যাক্রঁ । তবে এই ক্যাথিড্রালের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা তিনি মত বদলান । দেন নির্দেশিকা ।
নয়া পরিকল্পনা মতো, এই প্রকল্পটি গথিক শিল্পের এই মাস্টারপিসের সত্যতা, সম্প্রীতি এবং সংহতি নিশ্চিত করতে মূল উপকরণগুলির প্রতিলিপি তৈরি করবে ।
গত বছর এপ্রিলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় । 850 বছরের পুরোনো এই ক্যাথিড্রাল যেখানে দুই বিশ্বযুদ্ধকালেও থেমে ছিল না বড়দিনের উৎসব, সেখানে গতবার বন্ধ রাখা হয় বড়দিনের প্রার্থনা।