ETV Bharat / international

রসায়নে নোবেল জয় দুই মহিলা গবেষকের

জিনোম এডিটিং হল কোনও কোষ বা জীবের DNA-তে নির্দিষ্ট পরিবর্তন করার একটি উপায় ।

রসায়নে নোবেল জয় দুই মহিলা বিজ্ঞানীর
রসায়নে নোবেল জয় দুই মহিলা বিজ্ঞানীর
author img

By

Published : Oct 7, 2020, 4:42 PM IST

Updated : Oct 7, 2020, 6:59 PM IST

স্টকহোম, 7 অক্টোবর : 2020 সালে রসায়নে নোবেল পেলেন দুই মহিলা গবেষক ৷ তাঁরা হলেন অ্যামেরিকার বায়োকেমিস্ট জেনিফার এ ডোউডনা ও ফ্রান্সের ইমানুয়েল মারি চারপেন্টিয়ার ৷ তাঁরা যৌথভাবে যে প্রযুক্তি আবিষ্কার করেছেন তা জিনের পরিবর্তন ঘটাতে পারে ৷ ফলে ক্যানসার সারানো থেকে বিভিন্ন রোগের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে ৷

পদ্ধতিটির নাম জিনোম এডিটিং ৷ এর জন্যই এবছর নোবেল পুরস্কার পাচ্ছেন দুই মহিলা গবেষক ৷ নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান আজ স্টকহোমে তাঁদের নাম ঘোষণা করেন । জিনোম এডিটিং হল কোনও কোষ বা জীবের DNA-তে নির্দিষ্ট পরিবর্তন করার একটি উপায় । নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, "জিন প্রযুক্তির অন্যতম সেরা প্রযুক্তি "CRISPR/ক্যাস 9 জেনেটিক সিজ়র" আবিষ্কার করেছেন ইমানুয়েল চারপেন্টিয়ার এবং জেনিফার ডোউডনা । যা উদ্ভিদের বংশবিস্তারের ক্ষেত্রে নয়া সুযোগ নিয়ে এসেছে । এছাড়া ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।" ইমানুয়েল চারপেন্টার বর্তমানে জার্মানির বার্লিনের ম্যাক্স প্ল্যাঙ্ক বিশ্ববিদ্যালয়ের প্যাথোজেন শাখার ডিরেক্টর । জেনিফার এ ডোউডনা অ্যামেরিকার বার্কলের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় কর্মরত ।

জেনিফার অ্যান ডোউন্ডা  ও  ইমানুয়েল মারি চারপেন্টিয়ার
জেনিফার অ্যান ডোউডনা ও ইমানুয়েল মারি চারপেন্টিয়ার

সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষিত হয় । এবছর যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান হারভে জে অলটার, মাইকেল হাউটন ও চার্লস এম রাইস । হেপাটাইটিস সি ভাইরাসের সন্ধান দেওয়ার জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয় । অন্যদিকে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছেন রজার পেনরোজ়, রেইনহার্ড গেনজ়েল ও অ্যানড্রেয়া । ব্ল্যাক হোল সংক্রান্ত গবেষণার জন্য তাঁদের নোবেল সম্মান দেওয়া হয়েছে ।

স্টকহোম, 7 অক্টোবর : 2020 সালে রসায়নে নোবেল পেলেন দুই মহিলা গবেষক ৷ তাঁরা হলেন অ্যামেরিকার বায়োকেমিস্ট জেনিফার এ ডোউডনা ও ফ্রান্সের ইমানুয়েল মারি চারপেন্টিয়ার ৷ তাঁরা যৌথভাবে যে প্রযুক্তি আবিষ্কার করেছেন তা জিনের পরিবর্তন ঘটাতে পারে ৷ ফলে ক্যানসার সারানো থেকে বিভিন্ন রোগের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে ৷

পদ্ধতিটির নাম জিনোম এডিটিং ৷ এর জন্যই এবছর নোবেল পুরস্কার পাচ্ছেন দুই মহিলা গবেষক ৷ নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান আজ স্টকহোমে তাঁদের নাম ঘোষণা করেন । জিনোম এডিটিং হল কোনও কোষ বা জীবের DNA-তে নির্দিষ্ট পরিবর্তন করার একটি উপায় । নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, "জিন প্রযুক্তির অন্যতম সেরা প্রযুক্তি "CRISPR/ক্যাস 9 জেনেটিক সিজ়র" আবিষ্কার করেছেন ইমানুয়েল চারপেন্টিয়ার এবং জেনিফার ডোউডনা । যা উদ্ভিদের বংশবিস্তারের ক্ষেত্রে নয়া সুযোগ নিয়ে এসেছে । এছাড়া ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।" ইমানুয়েল চারপেন্টার বর্তমানে জার্মানির বার্লিনের ম্যাক্স প্ল্যাঙ্ক বিশ্ববিদ্যালয়ের প্যাথোজেন শাখার ডিরেক্টর । জেনিফার এ ডোউডনা অ্যামেরিকার বার্কলের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় কর্মরত ।

জেনিফার অ্যান ডোউন্ডা  ও  ইমানুয়েল মারি চারপেন্টিয়ার
জেনিফার অ্যান ডোউডনা ও ইমানুয়েল মারি চারপেন্টিয়ার

সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষিত হয় । এবছর যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান হারভে জে অলটার, মাইকেল হাউটন ও চার্লস এম রাইস । হেপাটাইটিস সি ভাইরাসের সন্ধান দেওয়ার জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয় । অন্যদিকে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছেন রজার পেনরোজ়, রেইনহার্ড গেনজ়েল ও অ্যানড্রেয়া । ব্ল্যাক হোল সংক্রান্ত গবেষণার জন্য তাঁদের নোবেল সম্মান দেওয়া হয়েছে ।

Last Updated : Oct 7, 2020, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.