স্টকহোম, 8 অক্টোবর : 2021-এর নোবেল শান্তি সম্মানে সম্মানিত হলেন দুই সাংবাদিক ৷ মত প্রকাশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফিলিপিন্সের মারিয়া রেস্সা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ এই সম্মান পেলেন বলে শুক্রবার নোবেল কমিটির তরফে ঘোষণা করা হয়েছে ৷
নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন জানিয়েছেন, শান্তি ও গণতন্ত্র বজায় রাখার পূর্ব শর্তই হল মত প্রকাশের স্বাধীনতা ৷ এই দুই সাংবাদিক মত প্রকাশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ৷ তিনি জানান, বর্তমানে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি বহু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যেসকল সাংবাদিক এগুলি রক্ষার জন্য লড়ছেন তাঁদের প্রতিনিধি হিসেবে এই সম্মান পাচ্ছেন মারিয়া রেস্সা ও দিমিত্রি মুরাতভ ৷
আরও পড়ুন : Nobel 2021 : উদ্বাস্তু সমস্য়ার কথা লিখে সাহিত্যে নোবেল পেলেন আবদুলরজক গুরনা
তদন্তমূলক সাংবাদিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম 58 বছর বয়সী মারিয়া রেস্সা ৷ একটি ডিজিটাল সংবাদমাধ্যমের সহ-প্রতিষ্ঠাতা তিনি ৷ অন্যদিকে, 59 বছর বয়সী রাশিয়ার দিমিত্রি মুরাতভ কঠিন পরিস্থিতির মধ্য়েও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য সে দেশে লড়াই চালিয়ে আসছেন ৷ রুশ সংবাদপত্র 'নোভায়া গেজেটা' এর সহ-প্রতিষ্ঠাতা তিনি ৷ মূলত প্রতিষ্ঠান বিরোধী বলেই পরিচিত এই সংবাদপত্রটি ৷