ETV Bharat / international

সুইডেনে বিমান দুর্ঘটনায় মৃত 9

author img

By

Published : Jul 15, 2019, 10:37 AM IST

স্কাইডাইভিংয়ের সময় উত্তর সুইডেনের উমেয়ার কাছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল 9 জনের ।

উমেয়া নদীর কাছে ভেঙে পড়া বিমান

স্টকহোম, 15 জুলাই: বিমান দুর্ঘটনায় মৃত্যু হল 9 জনের । স্কাইডাইভিংয়ের সময় উত্তর সুইডেনের উমেয়ার কাছে রবিবার এই দুর্ঘটনা ঘটে ।

পুলিশের মুখপাত্র পেডার জনসন জানিয়েছেন, উমেয়া বিমানবন্দর থেকে ছাড়ার পরই বিমানটি উমেয়া নদীর উপরে থাকা একটি দ্বীপে ভেঙে পড়ে । বিমানটি প্যারাট্রুপারদের বহন করে নিয়ে যাচ্ছিল । এই দুর্ঘটনায় মৃত সকলেই সুইডিশ ।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন বলেন, "সরকার গোটা ঘটনার তদন্তের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ।" সুইডেনের ষোড়শ রাজা চার্ল গুসতাফ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ।

স্টকহোম, 15 জুলাই: বিমান দুর্ঘটনায় মৃত্যু হল 9 জনের । স্কাইডাইভিংয়ের সময় উত্তর সুইডেনের উমেয়ার কাছে রবিবার এই দুর্ঘটনা ঘটে ।

পুলিশের মুখপাত্র পেডার জনসন জানিয়েছেন, উমেয়া বিমানবন্দর থেকে ছাড়ার পরই বিমানটি উমেয়া নদীর উপরে থাকা একটি দ্বীপে ভেঙে পড়ে । বিমানটি প্যারাট্রুপারদের বহন করে নিয়ে যাচ্ছিল । এই দুর্ঘটনায় মৃত সকলেই সুইডিশ ।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন বলেন, "সরকার গোটা ঘটনার তদন্তের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ।" সুইডেনের ষোড়শ রাজা চার্ল গুসতাফ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ।

Etawah (UP), July 06 (ANI): Bharatiya Janata Party's Member of Parliament Ramshankar Katheriya defended his security guard on Agra's toll plaza incident. He said that the security guard only fired in self defence. He further added, "My security did not attack toll plaza employees, they first attacked my people. Toll employees did not know other cars were part of my convoy, they thought some other car is slipping through behind mine." Katheriya is Member of Parliament from UP's Etawah constituency and Chairman of National Commission for Scheduled Castes.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.