ETV Bharat / international

ভিড়ে করোনা সংক্রমিতের উপস্থিতি শনাক্তকরণে নয়া প্রযুক্তি - কোভিড অ্যালার্ম

এবার ভিড়ে করোনা সংক্রমিতের উপস্থিতি নির্ণয়ে ভূমিকা নিতে চলেছে নয়া প্রযুক্তি । লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন(LSHTM) এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় দেখা গিয়েছে করোনা রোগীর বিশেষ গন্ধ ধরা পড়ছে সেন্সরে ।

New technology discover to detect the presence of corona infections in crowds
ভিড়ে করোনা সংক্রমিতের উপস্থিতি শনাক্তকরণে নয়া প্রযুক্তি
author img

By

Published : Jun 14, 2021, 11:55 AM IST

লন্ডন, 14 জুন : ভিড় এলাকায় করোনা আক্রান্তেরা উপস্থিত রয়েছেন কি না তা শীঘ্রই ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে জানা যাবে । লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন(LSHTM) এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে । তারা পরীক্ষা করে দেখেছেন, করোনা আক্রান্তদের থেকে এক বিশেষ গন্ধ বের হয় যা সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ধরা পড়ে । বিজ্ঞানীরা একে ‘কোভিড অ্যালার্ম’ নামে আখ্যা দিয়েছেন । তবে এই প্রযুক্তি করোনা রোগীর উপস্থিতি জানান দিলেও কে সংক্রামিত বলতে পারে না ।

এলএসএইচটিএম এবং রোবোসায়েন্টিফিক লিমিটেড বায়োটেক সংস্থা ডারহাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গবেষকরা অরগ্যানিক সেমিকন্ডাক্টর সেন্সরযুক্ত ডিভাইস দিয়ে পরীক্ষা করেন । দেখা গিয়েছে, মানবদেহে স্পর্শ না করেও আশ্চর্যজনকভাবে দ্রুত ও নির্ভুল ফলাফল দিচ্ছে এই প্রযুক্তি । তবে এর ব্যবহার নিশ্চিত করতে আরও পরীক্ষার প্রয়োজন আছে বলে জানান প্রফেসর জেমস লগান । তিনি এলএসএইচটিএম-এর ডিজ়িজ় কন্ট্রোল বিভাগের প্রধান । এই গবেষণার নেতৃত্বে রয়েছেন তিনি ।

তিনি বলেন, "ভিড় এলাকায় যদি এই প্রযুক্তি ব্যবহারে সফল হই তাহলে যন্ত্রটি ছোট করা হবে । যাতে কম দামে কিনতে পারেন মানুষ । এই প্রযুক্তি মার্কেটে এলে সংক্রমণ থেকে মানুষকে সজাগ রাখা যাবে । এই প্রযুক্তিতে যাতে অন্যান্য রোগ শনাক্তকরণ যোগ করা যায় সেই গবেষণাও চলছে ।"

আরও পড়ুন : মৃত্যু বাড়লেও 72 দিনে সর্বনিম্ন সংক্রমণ দেশে

ডারহাম বিশ্ববিদ্যালয়ের বায়োসায়েন্স বিভাগের প্রফেসর স্টিভ লিন্ডসে বলেন, "অধিকাংশ রোগের একটা নিজস্ব গন্ধ থাকে । তার উপর ভিত্তি করে আমরা 54 জনের মোজার গন্ধ নমুনা হিসেবে ব্যবহার করি । এর মধ্যে 27 জন করোনা আক্রান্ত ছিলেন । দু‘দিনের এই পরীক্ষায় দেখা গিয়েছে অন্যান্য উপলব্ধ ডায়াগনোস্টিক টেস্টগুলির থেকেও করোনা সংক্রমিত কি না তা নির্ভুল শনাক্ত করতে পারে । যা বিজ্ঞানের এক বড় সাফল্য । ভবিষ্যতে রোগ নির্ণয়ে এই গবেষণা সাহায্য করবে ।"

লন্ডন, 14 জুন : ভিড় এলাকায় করোনা আক্রান্তেরা উপস্থিত রয়েছেন কি না তা শীঘ্রই ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে জানা যাবে । লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন(LSHTM) এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে । তারা পরীক্ষা করে দেখেছেন, করোনা আক্রান্তদের থেকে এক বিশেষ গন্ধ বের হয় যা সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ধরা পড়ে । বিজ্ঞানীরা একে ‘কোভিড অ্যালার্ম’ নামে আখ্যা দিয়েছেন । তবে এই প্রযুক্তি করোনা রোগীর উপস্থিতি জানান দিলেও কে সংক্রামিত বলতে পারে না ।

এলএসএইচটিএম এবং রোবোসায়েন্টিফিক লিমিটেড বায়োটেক সংস্থা ডারহাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গবেষকরা অরগ্যানিক সেমিকন্ডাক্টর সেন্সরযুক্ত ডিভাইস দিয়ে পরীক্ষা করেন । দেখা গিয়েছে, মানবদেহে স্পর্শ না করেও আশ্চর্যজনকভাবে দ্রুত ও নির্ভুল ফলাফল দিচ্ছে এই প্রযুক্তি । তবে এর ব্যবহার নিশ্চিত করতে আরও পরীক্ষার প্রয়োজন আছে বলে জানান প্রফেসর জেমস লগান । তিনি এলএসএইচটিএম-এর ডিজ়িজ় কন্ট্রোল বিভাগের প্রধান । এই গবেষণার নেতৃত্বে রয়েছেন তিনি ।

তিনি বলেন, "ভিড় এলাকায় যদি এই প্রযুক্তি ব্যবহারে সফল হই তাহলে যন্ত্রটি ছোট করা হবে । যাতে কম দামে কিনতে পারেন মানুষ । এই প্রযুক্তি মার্কেটে এলে সংক্রমণ থেকে মানুষকে সজাগ রাখা যাবে । এই প্রযুক্তিতে যাতে অন্যান্য রোগ শনাক্তকরণ যোগ করা যায় সেই গবেষণাও চলছে ।"

আরও পড়ুন : মৃত্যু বাড়লেও 72 দিনে সর্বনিম্ন সংক্রমণ দেশে

ডারহাম বিশ্ববিদ্যালয়ের বায়োসায়েন্স বিভাগের প্রফেসর স্টিভ লিন্ডসে বলেন, "অধিকাংশ রোগের একটা নিজস্ব গন্ধ থাকে । তার উপর ভিত্তি করে আমরা 54 জনের মোজার গন্ধ নমুনা হিসেবে ব্যবহার করি । এর মধ্যে 27 জন করোনা আক্রান্ত ছিলেন । দু‘দিনের এই পরীক্ষায় দেখা গিয়েছে অন্যান্য উপলব্ধ ডায়াগনোস্টিক টেস্টগুলির থেকেও করোনা সংক্রমিত কি না তা নির্ভুল শনাক্ত করতে পারে । যা বিজ্ঞানের এক বড় সাফল্য । ভবিষ্যতে রোগ নির্ণয়ে এই গবেষণা সাহায্য করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.