বার্লিন, 8 ডিসেম্বর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জার্মানির নবম চ্যান্সেলর হলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি-র ওলাফ স্কোলজ (Olaf Scholz) ৷ জার্মানির সংসদে তাঁকে নির্বাচিত করা হয়েছে ৷ সেই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশে এক নতুন যুগের সূচনা হল ৷ পাশাপাশি অ্যাঞ্জেলা মার্কেলের 16 বছরের শাসনকালের অবসান হল (Olaf Scholz Replace Angela Merkel as Chancellor) ৷
জার্মানির আধুনিকীকরণের উচ্চাকাঙ্খা নিয়ে স্কোলজ সরকার তাদের দায়িত্বভার গ্রহণ করেছে ৷ সেই সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে লড়াইয়ের বার্তাও দিয়েছেন জার্মানির নয়া চ্যান্সেলর ৷ তবে, একই সঙ্গে এই সময়ের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হবে ওলাফ স্কোলজের প্রশাসনকে ৷ যেখানে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্যও প্রস্তুত হতে হবে তাঁর সরকারকে ৷
আরও পড়ুন : Angela Merkel : হাড্ডাহাড্ডি লড়েও হার অ্যাঞ্জেলা মার্কেলের দলের, জার্মানিতে জয়ী সোশ্যাল ডেমোক্র্যাটরা
এদিন জার্মান সংসদে ওলাফ স্কোলজের (Social Democratic Party of Germany) সমর্থনে আইন প্রণেতাদের 395টি ভোট পড়ে ৷ স্কোলজের তিনটি রাজনৈতিক দলের জোট মোট 416টি ভোট পেয়েছেন ৷ জার্মান সংসদে মোট আসন সংখ্যা 736 ৷ ফলে একক সংখ্যাগরিষ্ঠতার সঙ্গেই অ্যাঞ্জেলা মার্কেলকে হারিয়ে জার্মানির চ্যান্সেলর হয়েছেন স্কোলজ ৷ পরে সরকারিভাবে জার্মানির প্রেসিডেন্ট স্কোলজের নাম নয়া চ্যান্সেলর হিসেবে ঘোষণা করা হয় ৷ এরপর জার্মান সংসদের অধ্যক্ষ তাঁকে চ্যান্সেলর পদে শপথবাক্য পাঠ করান ৷