বেলজিয়াম, 24 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে প্রসঙ্গে পুতিন সরকারের স্পর্ধার তীব্র নিন্দা করল ন্যাটো-র জেনারেল সেক্রেটারি ৷ এই পদক্ষেপ ইউরো-আটলান্টিক অঞ্চলে নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুতর হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন ৷ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নাগরিকদের সুরক্ষিত রেখে সেনা অভিযানের কথা ঘোষণা করেন (NATO General Secretary says attack on Ukraine is a breach of international law) ৷
ন্যাটোর জেনারেল সেক্রেটারি জেন স্টোলটেনবার্গ (NATO Secretary-General Jen Stoltenberg) বলেন, "এতে অগণিত সাধারণ মানুষের জীবন বিপন্ন ৷ বারে বারে সতর্ক করা হয়েছে রাশিয়াকে ৷ কূটনৈতিক পথে এই সমস্যা সমাধানের অক্লান্ত চেষ্টা চালানোর পরেও রাশিয়া একটি সার্বভৌম এবং স্বাধীন দেশের বিরুদ্ধে আগ্রাসনের রাস্তা বেছে নিল ৷"
-
I strongly condemn #Russia’s reckless attack on #Ukraine, which puts at risk countless civilian lives. This is a grave breach of international law & a serious threat to Euro-Atlantic security. #NATO Allies will meet to address Russia’s renewed aggression. https://t.co/FPpyuzmUXD
— Jens Stoltenberg (@jensstoltenberg) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I strongly condemn #Russia’s reckless attack on #Ukraine, which puts at risk countless civilian lives. This is a grave breach of international law & a serious threat to Euro-Atlantic security. #NATO Allies will meet to address Russia’s renewed aggression. https://t.co/FPpyuzmUXD
— Jens Stoltenberg (@jensstoltenberg) February 24, 2022I strongly condemn #Russia’s reckless attack on #Ukraine, which puts at risk countless civilian lives. This is a grave breach of international law & a serious threat to Euro-Atlantic security. #NATO Allies will meet to address Russia’s renewed aggression. https://t.co/FPpyuzmUXD
— Jens Stoltenberg (@jensstoltenberg) February 24, 2022
আরও পড়ুন : Ukraine-Russia Conflict : রাশিয়াকে দায়ী করবে দুনিয়া, প্রতিক্রিয়া জো বাইডেনের
তিনি রাশিয়াকে এখুনি সামরিক অভিযান বন্ধ করার বার্তা দিয়েছেন ৷ ন্যাটোর জেনারেল সেক্রেটারি এই সঙ্কটের দিনে ইউক্রেনের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন ৷ তিনি বলেন, "ন্যাটো তার বন্ধু দেশকে রক্ষা করতে যা যা দরকার, সেই সবকিছু করবে ৷"
ইতিমধ্য়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও (US President Biden) ন্যাটো এবং তার অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে সহযোগিতা করার কথা জানিয়েছেন ৷ এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন, কোনও দেশ যদি এবিষয়ে নাক গলায় তার পরিণতি এমন হবে, যা সেই দেশ কোনও দিন দেখেনি ৷
পুতিনের ঘোষণার সামান্য পরেই কিয়েভ, খারকিভ এবং ওডেসা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় ৷ এর ফলে বহু মানুষের মৃত্যু হতে পারে, অনেকের জখম হওয়ার আশঙ্কা রয়েছে ৷ আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এর জন্য রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ তিনি বলেছেন, "এই আক্রমণ কোনও প্ররোচনার ফলে হয়নি ৷ এটা অনৈতিক ৷ পুতিন আগে থেকেই এই হামলার ছক কষে রেখেছিল ৷"