ETV Bharat / international

6 ফুট চওড়া পাঁচতলা বাড়ি, দাম 13 লাখ মার্কিন ডলার - বাড়ি বিক্রি

লন্ডন শহরের সবথেকে সরু বাড়ির দাম উঠল 13 লাখ মার্কিন ডলার৷ মাত্র ছ’ফুট চওড়া পাঁচতলা এই বাড়িটি কিনেছেন ফোটোগ্রাফার জার্জেন টেলার৷ 2006 থেকে 2008 সাল পর্যন্ত এই বাড়িতেই থাকতেন ‘প্রাইড অ্য়ান্ড প্রেজুডিস’ খ্যাত অভিনেতা সিমন উডস ৷

London's 'Thinnest' House Is Up For Sale For $1.3 Million
13 লাখ মার্কিন ডলারে বিকোল লন্ডনের সবথেকে সরু বাড়ি!
author img

By

Published : Feb 7, 2021, 10:47 PM IST

লন্ডন, 7 ফেব্রুয়ারি: চওড়ায় মাত্র ছ’ফুট৷ পাঁচতলা সরু বাড়িটায় সব মিলিয়ে জায়গা রয়েছে 1 হাজার 34 বর্গফুট৷ বিভিন্ন তথ্য ঘেঁটে মালিকপক্ষের দাবি, সম্ভবত এটাই লন্ডন শহরের সবথেকে সরু ভবন৷ শেফার্ড বুশ এলাকার নীলরঙা এই বাড়িটিরই দাম উঠেছে 13 লাখ মার্কিন ডলার!

স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ তবে আকারে সরু হলেও লন্ডন শহরের এই বাড়িটিতে প্রয়োজনের সব পরিকাঠামোই রয়েছে৷ রয়েছে দু’টি শোওয়ার ঘর, একটি পড়ার ঘর, একটি স্নানঘর, একটি ক্লজেট, একটি বাগান এবং একটি প্রমাণ সাইজ়ের ছাদ৷

আরও পড়ুন: নাসা-র চিফ অফ স্টাফ ভারতীয় বংশোদ্ভূত ভব্যা লাল

সূত্রের খবর, ইতিমধ্যেই বাড়িটি কিনে নিয়েছেন ফ্যাশন ফোটোগ্রাফার জার্জেন টেলার৷ আগে এই বাড়িতেই ছিল একটি টুপির দোকান৷ ন’এর দশকে সেটিকে বসবাসের উপযুক্ত করা হয়৷ ‘প্রাইড অ্য়ান্ড প্রেজুডিস’ খ্যাত অভিনেতা সিমন উডস এই বাড়িতে উঠে আসেন 2006 সালে৷ 2008 পর্যন্ত এখানেই থাকতেন তিনি৷ টেলার অবশ্য বাড়ির মালিকানা হাতে পেতেই সেটিকে নতুন করে সাজিয়ে-গুছিয়ে নিয়েছেন৷ তাঁর আগে এই বাড়িটি যিনি কিনেছিলেন, আপাতত বিদেশে পাড়ি দিতে হবে তাঁকে৷ সেই কারণেই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন তিনি৷

লন্ডন, 7 ফেব্রুয়ারি: চওড়ায় মাত্র ছ’ফুট৷ পাঁচতলা সরু বাড়িটায় সব মিলিয়ে জায়গা রয়েছে 1 হাজার 34 বর্গফুট৷ বিভিন্ন তথ্য ঘেঁটে মালিকপক্ষের দাবি, সম্ভবত এটাই লন্ডন শহরের সবথেকে সরু ভবন৷ শেফার্ড বুশ এলাকার নীলরঙা এই বাড়িটিরই দাম উঠেছে 13 লাখ মার্কিন ডলার!

স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ তবে আকারে সরু হলেও লন্ডন শহরের এই বাড়িটিতে প্রয়োজনের সব পরিকাঠামোই রয়েছে৷ রয়েছে দু’টি শোওয়ার ঘর, একটি পড়ার ঘর, একটি স্নানঘর, একটি ক্লজেট, একটি বাগান এবং একটি প্রমাণ সাইজ়ের ছাদ৷

আরও পড়ুন: নাসা-র চিফ অফ স্টাফ ভারতীয় বংশোদ্ভূত ভব্যা লাল

সূত্রের খবর, ইতিমধ্যেই বাড়িটি কিনে নিয়েছেন ফ্যাশন ফোটোগ্রাফার জার্জেন টেলার৷ আগে এই বাড়িতেই ছিল একটি টুপির দোকান৷ ন’এর দশকে সেটিকে বসবাসের উপযুক্ত করা হয়৷ ‘প্রাইড অ্য়ান্ড প্রেজুডিস’ খ্যাত অভিনেতা সিমন উডস এই বাড়িতে উঠে আসেন 2006 সালে৷ 2008 পর্যন্ত এখানেই থাকতেন তিনি৷ টেলার অবশ্য বাড়ির মালিকানা হাতে পেতেই সেটিকে নতুন করে সাজিয়ে-গুছিয়ে নিয়েছেন৷ তাঁর আগে এই বাড়িটি যিনি কিনেছিলেন, আপাতত বিদেশে পাড়ি দিতে হবে তাঁকে৷ সেই কারণেই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন তিনি৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.