ETV Bharat / international

লন্ডন ব্রিজে হামলাকারী সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য জেল খেটেছিল - সহকারী পুলিশ কমিশনার নীল বসু

গতকাল দুপুর 2টো নাগাদ লন্ডন ব্রিজে পথচারীদের উপর চাকু নিয়ে হামলা চালায় এক ব্যক্তি ৷ আজ তার পরিচয় সামনে এল ৷ পুলিশ সূত্রে খবর , ঘটনায় জড়িত উসমান খান আগেও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল ৷

london
london
author img

By

Published : Nov 30, 2019, 10:42 AM IST

Updated : Nov 30, 2019, 12:11 PM IST

লন্ডন , 30 নভেম্বর : লন্ডন ব্রিজে চাকু নিয়ে হামলায় অভিযু্ক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করল পুলিশ ৷ তার নাম উসমান খান (28) । তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবাদী কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছিল । অভিযোগ প্রমাণিত হওয়ায় তার কারাদণ্ডের সাজাও হয়েছিল ।

গতকাল দুপুর 2টো (লন্ডনের সময়) নাগাদ লন্ডন ব্রিজে পথচারীদের উপর চাকু নিয়ে হামলা চালায় উসমান ৷ হামলায় দু'জনের মৃত্যু হয় ৷ জখম হন তিনজন ৷ এরপর কয়েকজন পথচারী উসমানকে কাবু করে চাকু কেড়ে নেয় ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় এবং উসমানকে গুলি করে ৷ সেখানেই মৃত্যু হয় তার ৷ পুলিশ জানিয়েছে, এটি জঙ্গি হামলা ছিল ৷ ISIS মতাদর্শে অনুপ্রাণিত এই ধরনের হামলাকে জঙ্গিদের পরিভাষায় বলা হয় 'লোন উলফ অ্যাটাক' ।

usman
উসমান খান , অভিযুক্ত

লন্ডনের সহকারী পুলিশ কমিশনার নীল বসু বলেন , "2012 সালেও সন্ত্রাসমূলক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল উসমানকে ৷ 2018 সালে শর্তাধীনে জেল থেকে ছাড়া পায় সে ৷ প্রয়োজনে তাকে আবার জেলে ফিরিয়ে আনা হত ৷ সে কীভাবে এই হামলার পরিকল্পনা করল সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে ৷ " তিনি আরও বলেন , "আমরা সবেমাত্র তদন্ত শুরু করেছি ৷ এই ঘটনার সঙ্গে আরও কার যোগ রয়েছে কি না, তা এখনই বলা সম্ভব নয় ৷ তবে সাধারণ মানুষের আশঙ্কার কারণ নেই ৷ আমরা বিষয়টি খতিয়ে দেখছি ৷ "


আরও পড়ুন : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা, আহত একাধিক


উল্লেখ্য, এর আগেও লন্ডন ব্রিজে জঙ্গি হামলা হয়েছে ৷ 2017-র 3 জুন লন্ডন ব্রিজে তিন জঙ্গি ভ্যান চালিয়ে পিষে দিয়েছিল পথচারীদের । সেই হামলায় আট জন নিহত হয়েছিলেন ৷ সেবারও ঘটনায় জড়িত জঙ্গিরা পুলিশের গুলিতে নিহত হয় ৷

লন্ডন , 30 নভেম্বর : লন্ডন ব্রিজে চাকু নিয়ে হামলায় অভিযু্ক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করল পুলিশ ৷ তার নাম উসমান খান (28) । তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবাদী কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছিল । অভিযোগ প্রমাণিত হওয়ায় তার কারাদণ্ডের সাজাও হয়েছিল ।

গতকাল দুপুর 2টো (লন্ডনের সময়) নাগাদ লন্ডন ব্রিজে পথচারীদের উপর চাকু নিয়ে হামলা চালায় উসমান ৷ হামলায় দু'জনের মৃত্যু হয় ৷ জখম হন তিনজন ৷ এরপর কয়েকজন পথচারী উসমানকে কাবু করে চাকু কেড়ে নেয় ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় এবং উসমানকে গুলি করে ৷ সেখানেই মৃত্যু হয় তার ৷ পুলিশ জানিয়েছে, এটি জঙ্গি হামলা ছিল ৷ ISIS মতাদর্শে অনুপ্রাণিত এই ধরনের হামলাকে জঙ্গিদের পরিভাষায় বলা হয় 'লোন উলফ অ্যাটাক' ।

usman
উসমান খান , অভিযুক্ত

লন্ডনের সহকারী পুলিশ কমিশনার নীল বসু বলেন , "2012 সালেও সন্ত্রাসমূলক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল উসমানকে ৷ 2018 সালে শর্তাধীনে জেল থেকে ছাড়া পায় সে ৷ প্রয়োজনে তাকে আবার জেলে ফিরিয়ে আনা হত ৷ সে কীভাবে এই হামলার পরিকল্পনা করল সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে ৷ " তিনি আরও বলেন , "আমরা সবেমাত্র তদন্ত শুরু করেছি ৷ এই ঘটনার সঙ্গে আরও কার যোগ রয়েছে কি না, তা এখনই বলা সম্ভব নয় ৷ তবে সাধারণ মানুষের আশঙ্কার কারণ নেই ৷ আমরা বিষয়টি খতিয়ে দেখছি ৷ "


আরও পড়ুন : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা, আহত একাধিক


উল্লেখ্য, এর আগেও লন্ডন ব্রিজে জঙ্গি হামলা হয়েছে ৷ 2017-র 3 জুন লন্ডন ব্রিজে তিন জঙ্গি ভ্যান চালিয়ে পিষে দিয়েছিল পথচারীদের । সেই হামলায় আট জন নিহত হয়েছিলেন ৷ সেবারও ঘটনায় জড়িত জঙ্গিরা পুলিশের গুলিতে নিহত হয় ৷

New Delhi, Nov 30 (ANI): A layer of smog blankets Delhi on November 30. Additionally, the air quality of national capital also took a major hit due to a combination of firecracker emissions, stubble burning and unfavourable meteorological conditions in past one month. According to the Air Quality Index (AQI) data and System of Air Quality and Weather Forecasting and Research (SAFAR), major pollutants in Delhi's Lodhi Road area were PM 2.5 at 91 and PM 10 at 91 both in 'satisfactory' category. Higher value of AQI indicates greater level of air pollution and health concern. Residents are feeling better now but still hoping more improvement in respiratory problems, allergies and other health issues. On November 01, the Supreme Court-mandated Environment Pollution (Prevention and Control) Authority (EPCA) declared public health emergency in Delhi due to rising air pollution levels.
Air Quality Index (AQI) at 114 (moderate) around the airport and at 125 (moderate) around India Gate
Last Updated : Nov 30, 2019, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.