খারকিভ, 26 ফেব্রুয়ারি : এখনও ইউক্রেনে আটকে এদেশের প্রায় 16,000 পড়ুয়া (Indian students in Kharkiv) ৷ ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে রাজধানী কিভ-সহ ইউক্রেনের একাধিক শহর ৷ ছবির মতো সুন্দর দেশের আকাশ বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ রুশ ক্ষেপনাস্ত্র, বোমারু হেলিকপ্টার, ঝাঁকে ঝাঁকে মিসাইলের শব্দে কান পাতা দায় সেখানে ৷ সেদেশের বাসিন্দাদের সঙ্গেই প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন ভারতীয়রাও ৷ ফলে তাঁদের এদেশে ফিরিয়ে আনা রীতিমতো কঠিন হচ্ছে ভারতীয় দূতাবাসের জন্য (Indians stuck in Kharkiv raise SOS as Ukraine crisis intensifies) ৷
ইউক্রেনের এমবিবিএস ছাত্র, কেরালার বাসিন্দা মোহাম্মদ আমীন বলেন, ‘‘উত্তর-পূর্বের খারকিভ শহরের পরিস্থিতি বেশ খারাপ । গত 48 ঘন্টা ধরে আমরা বাঙ্কারে লুকিয়ে আছি ৷ আমাদের বাইরে যাওয়ার কোনও উপায় নেই ৷’’ ভারত সরকার এবং বিদেশমন্ত্রক সক্রিয়ভাবে ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার চেষ্টা করছে ৷ যদিও খারকিভ এবং সেদেশের পূর্বাঞ্চলে যারা আটকে রয়েছে, তাঁদের সরিয়ে নেওয়া কঠিন হতে চলেছে (Indian students asking for immediate evacuation)।
আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রুশ হামলায় মৃত 198, ফেসবুক পোস্টে জানালেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী
আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়ার প্রথম ফ্লাইটটি আজ বিকেলে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে ৷ মোট 219 জন ভারতীয় নাগরিক রয়েছে সেই বিমানে ৷ এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান নাগরিকদের ফিরিয়ে আনতে ইতিমধ্যে বুখারেস্টে পৌঁছে গিয়েছে ৷ তাতে আরও 250 জনকে ফিরিয়ে আনা হবে বলে বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে ৷