ETV Bharat / international

Indian Student Death in Ukraine : রুশ মিসাইল হানায় ইউক্রেনে ভারতীয় পড়ুয়া হত - Indian Student Death in Ukraine

খারকিভে রাশিয়ার মিসাইল হানায় মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের । বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আজ সকালে মিসাইল হানায় ওই ছাত্রের মৃত্যু হয়েছে । বিদেশ মন্ত্রক থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে (Indian student lost his life in Kharkiv) ।

Indian Student
খারকিভে বিস্ফোরণে ভারতীয় ছাত্রের মৃত্যু
author img

By

Published : Mar 1, 2022, 3:15 PM IST

Updated : Mar 1, 2022, 5:43 PM IST

খারকিভ, 1 মার্চ : খারকিভে রাশিয়ার হানায় মৃত্যু হল এক ভারতীয় ডাক্তারি পড়ুয়ার । বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আজ সকালে রুশ মিসাইল হানায় কর্নাটকের বাসিন্দা নবীন গাঙ্গোদা নামে ওই ছাত্রের মৃত্যু হয়েছে । বিদেশ মন্ত্রক থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে (Indian student lost his life in Kharkiv) ।

বিদেশ মন্ত্রকের তরফ থেকে তাঁর মৃত্যুর খবরের পাশাপাশি জানানো হয়েছে, ইউক্রেনে ভারতীয় নাগরিকরা এখনও নিরাপদ । রাশিয়া ও ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূতরা তাঁদের সুরক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন ।

ইউক্রেনে ভারতীয় পড়ুয়া হত

আরও পড়ুন : আজই কিভ ছাড়ার বার্তা বিদেশ মন্ত্রকের, ভারতীয়দের ফেরাতে ইউক্রেন যাচ্ছে বায়ুসেনা

কর্নাটকের হাভেরি জেলার চেলাগেরি গ্রামের বাসিন্দা নবীন ইউক্রেনের একটি মেডিক্যাল কলেজে চতুর্থ বর্ষের ছাত্র । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর । তিনি টুইটারে লিখেছেন, "ভয়াবহ ট্র্যাজেডি । আমার প্রার্থনা তাঁর পরিবার এবং ইউক্রেনে আটকে থাকা প্রত্যেক ছাত্রের পরিবারের সঙ্গে রয়েছে ।"

  • This is an awful tragedy. My heart goes out to the family of the victim and the anxious families of all those still stuck in Ukraine. We must do everything possible to get them home. https://t.co/nmwAu9jL6F

    — Shashi Tharoor (@ShashiTharoor) March 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

খারকিভ, 1 মার্চ : খারকিভে রাশিয়ার হানায় মৃত্যু হল এক ভারতীয় ডাক্তারি পড়ুয়ার । বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আজ সকালে রুশ মিসাইল হানায় কর্নাটকের বাসিন্দা নবীন গাঙ্গোদা নামে ওই ছাত্রের মৃত্যু হয়েছে । বিদেশ মন্ত্রক থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে (Indian student lost his life in Kharkiv) ।

বিদেশ মন্ত্রকের তরফ থেকে তাঁর মৃত্যুর খবরের পাশাপাশি জানানো হয়েছে, ইউক্রেনে ভারতীয় নাগরিকরা এখনও নিরাপদ । রাশিয়া ও ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূতরা তাঁদের সুরক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন ।

ইউক্রেনে ভারতীয় পড়ুয়া হত

আরও পড়ুন : আজই কিভ ছাড়ার বার্তা বিদেশ মন্ত্রকের, ভারতীয়দের ফেরাতে ইউক্রেন যাচ্ছে বায়ুসেনা

কর্নাটকের হাভেরি জেলার চেলাগেরি গ্রামের বাসিন্দা নবীন ইউক্রেনের একটি মেডিক্যাল কলেজে চতুর্থ বর্ষের ছাত্র । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর । তিনি টুইটারে লিখেছেন, "ভয়াবহ ট্র্যাজেডি । আমার প্রার্থনা তাঁর পরিবার এবং ইউক্রেনে আটকে থাকা প্রত্যেক ছাত্রের পরিবারের সঙ্গে রয়েছে ।"

  • This is an awful tragedy. My heart goes out to the family of the victim and the anxious families of all those still stuck in Ukraine. We must do everything possible to get them home. https://t.co/nmwAu9jL6F

    — Shashi Tharoor (@ShashiTharoor) March 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Mar 1, 2022, 5:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.