ETV Bharat / international

Indian Embassy In Ukraine Advises : ক্রমেই ঘোরাল হচ্ছে পরিস্থিতি, ভারতীয়দের ইউক্রেন ছাড়ার নির্দেশ দূতাবাসের

পড়ুয়া এবং সাধারণ নাগরিকদের সঙ্গে দূতাবাস আধিকারিকদেরও দেশে ফেরার নির্দেশ দিয়েছে ভারত সরকার ৷ ইউক্রেনে রুশ আগ্রাসনের আশঙ্কায় ইতিমধ্যেই ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলিতে বাড়তি সেনা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র (US has already sent extra troops to support its allies in West Europe) ৷

Indian Embassy In Ukraine Advises
ঘোরাল হচ্ছে পরিস্থিতি, ভারতীয়দের ইউক্রেন ছাড়ার নির্দেশ দূতাবাসের
author img

By

Published : Feb 20, 2022, 10:36 PM IST

কিয়েভ, 20 ফেব্রুয়ারি : বিশেষ প্রয়োজন না থাকলে অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিল সেদেশের ভারতীয় দূতাবাস ৷ দেশে ফিরতে না পারলেও ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের সাময়িকভাবে পূর্ব ইউরোপের দেশগুলিতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ক্রমেই ঘোরাল হচ্ছে পরিস্থিতি ৷ রাশিয়ার ইউক্রেনে আক্রমণের সম্ভাবনা বাড়ছে বৈ কমছে না ৷ আর তা আঁচ করতে পেরেই এই পরামর্শ ভারতীয় দূতাবাসের ৷

এক বিবৃতিতে ইউক্রেনের ভারতীয় দূতাবাস জানিয়েছে, "ইউক্রেনের পরিস্থিতি উদ্বেগ এবং অনিশ্চয়তা বাড়াচ্ছে ক্রমশ ৷ তাই যে সকল ভারতীয় পড়ুয়া এবং নাগরিকদের এদেশে থাকা জরুরি নয়, তারা সাময়িকভাবে ইউক্রেন ছাড়ুক (Indian embassy in Ukraine advises Indians to leave if stay not essential) ৷" জরুরি ভিত্তিতে তাদের বিমান পরিষেবা পেতেও কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছে সেদেশের ভারতীয় দূতাবাস ৷

বিমানের নিয়মিত আপডেট পেতে পড়ুয়াদের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং টুইটারে চোখ রাখতে বলা হয়েছে ৷ 2020 সরকারি তথ্য অনুযায়ী ইউক্রেনে প্রায় 18 হাজার ভারতীয় পড়ুয়ার বাস ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পড়ুয়া এবং সাধারণ নাগরিকদের সঙ্গে দূতাবাস আধিকারিকদেরও দেশে ফেরার নির্দেশ দিয়েছে ভারত সরকার ৷

আরও পড়ুন : Biden to hold meeting on Ukraine : ইউক্রেন নিয়ে আজ জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বাইডেন

ইউক্রেনে রুশ আগ্রাসনের আশঙ্কায় ইতিমধ্যেই ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলিতে বাড়তি সেনা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র (US has already sent extra troops to support its allies in West Europe) ৷ এদিকে প্রায় অর্ধেক রুশ সেনা স্থলপথের পাশাপাশি জলপথেও ইউক্রেনকে ঘিরে রাখায় রাশিয়া-ইউক্রেন সীমান্তে যুদ্ধের গনগনে আঁচ ৷

কিয়েভ, 20 ফেব্রুয়ারি : বিশেষ প্রয়োজন না থাকলে অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিল সেদেশের ভারতীয় দূতাবাস ৷ দেশে ফিরতে না পারলেও ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের সাময়িকভাবে পূর্ব ইউরোপের দেশগুলিতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ক্রমেই ঘোরাল হচ্ছে পরিস্থিতি ৷ রাশিয়ার ইউক্রেনে আক্রমণের সম্ভাবনা বাড়ছে বৈ কমছে না ৷ আর তা আঁচ করতে পেরেই এই পরামর্শ ভারতীয় দূতাবাসের ৷

এক বিবৃতিতে ইউক্রেনের ভারতীয় দূতাবাস জানিয়েছে, "ইউক্রেনের পরিস্থিতি উদ্বেগ এবং অনিশ্চয়তা বাড়াচ্ছে ক্রমশ ৷ তাই যে সকল ভারতীয় পড়ুয়া এবং নাগরিকদের এদেশে থাকা জরুরি নয়, তারা সাময়িকভাবে ইউক্রেন ছাড়ুক (Indian embassy in Ukraine advises Indians to leave if stay not essential) ৷" জরুরি ভিত্তিতে তাদের বিমান পরিষেবা পেতেও কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছে সেদেশের ভারতীয় দূতাবাস ৷

বিমানের নিয়মিত আপডেট পেতে পড়ুয়াদের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং টুইটারে চোখ রাখতে বলা হয়েছে ৷ 2020 সরকারি তথ্য অনুযায়ী ইউক্রেনে প্রায় 18 হাজার ভারতীয় পড়ুয়ার বাস ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পড়ুয়া এবং সাধারণ নাগরিকদের সঙ্গে দূতাবাস আধিকারিকদেরও দেশে ফেরার নির্দেশ দিয়েছে ভারত সরকার ৷

আরও পড়ুন : Biden to hold meeting on Ukraine : ইউক্রেন নিয়ে আজ জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বাইডেন

ইউক্রেনে রুশ আগ্রাসনের আশঙ্কায় ইতিমধ্যেই ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলিতে বাড়তি সেনা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র (US has already sent extra troops to support its allies in West Europe) ৷ এদিকে প্রায় অর্ধেক রুশ সেনা স্থলপথের পাশাপাশি জলপথেও ইউক্রেনকে ঘিরে রাখায় রাশিয়া-ইউক্রেন সীমান্তে যুদ্ধের গনগনে আঁচ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.