ETV Bharat / international

India abstains on UNSC Resolution : রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, দূরে রইলেন মোদি - রাশিয়া নিন্দা প্রস্তাবে ভেটো প্রয়োগ করে

রাশিয়ার ইউক্রেন আক্রমণ চলছে ৷ পরিস্থিতি সামলাতে শনিবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ নিন্দাপ্রস্তাব আনে (India abstains on UNSC Resolution) ৷

Russia Ukraine Conflict
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাব
author img

By

Published : Feb 26, 2022, 8:27 AM IST

Updated : Feb 26, 2022, 2:30 PM IST

নিউ ইয়র্ক, 26 ফেব্রুয়ারি : ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত ৷ ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে একটি নিন্দা প্রস্তাব আনে ৷ সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার বিরুদ্ধে গেল না মোদি সরকার (India abstains on UNSC resolution that 'deplores' Russian aggression against Ukraine) ৷ এদিন সবার নজর ছিল ভারতের দিকে ৷ কারণ নিউদিল্লি আর মস্কোর মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক যথেষ্ট পোক্ত ৷ তাই নরেন্দ্র মোদি কোন পক্ষে যাবেন, তা নিয়ে কৌতূহল ছিল বাকি রাষ্ট্রগুলির ৷ যদিও রাশিয়া ভেটো প্রয়োগে প্রস্তাব খারিজ হয়ে যায় ৷

এনিয়ে উচ্ছ্বসিত টুইট করে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলিদিমির জেলেনস্কি জানিয়েছেন, "আমি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলির কাছে কৃতজ্ঞ ৷ যাঁরা এই আক্রমণ বন্ধের জন্য ভোট দিয়েছেন ৷" রাশিয়ার ভেটোকে তিনি নিরাপত্তা পরিষদ, ইউরোপের মানচিত্রে "রক্তাক্ত ক্ষত" বলে উল্লেখ করেন ৷ অনুরোধ করেন, যেন যুদ্ধ-বিরোধী গোষ্ঠী শীঘ্র পদক্ষেপ করে ৷ আরেকটি টুইট করে তিনি লেখেন, "নিরাপত্তা পরিষদের যে সাড়া মিলেছে, তাতে প্রমাণিত যে দুনিয়া আমাদের সঙ্গে, সত্য আমাদের সঙ্গে ৷ আমাদেরই জয় হবে ৷"

  • As 🇷🇺 continues to attack Kyiv, the draft resolution is co-sponsored by an unprecedented number of 🇺🇳 Member States. This proves: the world is with us, the truth is with us, the victory will be ours 🇺🇦!

    — Володимир Зеленський (@ZelenskyyUa) February 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) আনা ভেটো খারিজ হয়ে গিয়েছে ৷ এই পরিষদে 15টি সদস্য রাষ্ট্র রয়েছে, যার মধ্যে অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে ৷ ভারত, চিন আর আরব আমিরশাহী ভোট দেয়নি ৷ বাকি 11টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৷

  • Grateful to all members of the UN Security Council 🇦🇱 🇧🇷 🇫🇷 🇬🇦 🇬🇭 🇮🇪 🇰🇪 🇲🇽 🇳🇴 🇬🇧 🇺🇸 who voted to stop 🇷🇺 treacherous attack on 🇺🇦 & 🇺🇳 Charter. The veto of 🇷🇺 is a bloodstain on its plaque in the Security Council, the map of Europe & 🌎. Anti-war coalition must act immediately!

    — Володимир Зеленський (@ZelenskyyUa) February 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, পুতিনকে আলোচনায় বসার আর্জি ইউক্রেন প্রেসিডেন্টের

কাউন্সিলে ভারতের ভোট না দেওয়া প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় প্রতিনিধি টিএস ত্রিমূর্তি (India's Permanent Representative to the UN Ambassador T S Tirumurti) একটি ব্যাখ্যা দেন ৷ তিনি বলেন, "ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত গভীর দুশ্চিন্তার মধ্যে রয়েছে ৷ আমরা আর্জি জানাচ্ছি, এখনই হিংসা এবং শত্রুতা বন্ধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হোক ৷" তিনি আরও জানান, এই মুহূর্তে আলোচনায় বসার মতো অবস্থা না থাকলেও, সেটাই একমাত্র সমাধান ৷ কূটনৈতিক পথে ফেরা উচিত ৷ এই সবদিক ভেবে ভারত এই নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে দূরে রইল ৷

আমেরিকা এবং আলবানিয়া এই নিন্দাপ্রস্তাব আনে ৷ এছাড়া অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, জার্মানি, ইতালি, লিউচটেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নিউ জিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া এবং ব্রিটেন এই প্রস্তাবের সহযোগী রাষ্ট্র ৷ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ - রাশিয়া, চিন, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স ৷ রাশিয়া নিন্দা প্রস্তাবে ভেটো প্রয়োগ করায় তা খারিজ হয়ে যায় ৷

নিউ ইয়র্ক, 26 ফেব্রুয়ারি : ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত ৷ ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে একটি নিন্দা প্রস্তাব আনে ৷ সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার বিরুদ্ধে গেল না মোদি সরকার (India abstains on UNSC resolution that 'deplores' Russian aggression against Ukraine) ৷ এদিন সবার নজর ছিল ভারতের দিকে ৷ কারণ নিউদিল্লি আর মস্কোর মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক যথেষ্ট পোক্ত ৷ তাই নরেন্দ্র মোদি কোন পক্ষে যাবেন, তা নিয়ে কৌতূহল ছিল বাকি রাষ্ট্রগুলির ৷ যদিও রাশিয়া ভেটো প্রয়োগে প্রস্তাব খারিজ হয়ে যায় ৷

এনিয়ে উচ্ছ্বসিত টুইট করে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলিদিমির জেলেনস্কি জানিয়েছেন, "আমি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলির কাছে কৃতজ্ঞ ৷ যাঁরা এই আক্রমণ বন্ধের জন্য ভোট দিয়েছেন ৷" রাশিয়ার ভেটোকে তিনি নিরাপত্তা পরিষদ, ইউরোপের মানচিত্রে "রক্তাক্ত ক্ষত" বলে উল্লেখ করেন ৷ অনুরোধ করেন, যেন যুদ্ধ-বিরোধী গোষ্ঠী শীঘ্র পদক্ষেপ করে ৷ আরেকটি টুইট করে তিনি লেখেন, "নিরাপত্তা পরিষদের যে সাড়া মিলেছে, তাতে প্রমাণিত যে দুনিয়া আমাদের সঙ্গে, সত্য আমাদের সঙ্গে ৷ আমাদেরই জয় হবে ৷"

  • As 🇷🇺 continues to attack Kyiv, the draft resolution is co-sponsored by an unprecedented number of 🇺🇳 Member States. This proves: the world is with us, the truth is with us, the victory will be ours 🇺🇦!

    — Володимир Зеленський (@ZelenskyyUa) February 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) আনা ভেটো খারিজ হয়ে গিয়েছে ৷ এই পরিষদে 15টি সদস্য রাষ্ট্র রয়েছে, যার মধ্যে অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে ৷ ভারত, চিন আর আরব আমিরশাহী ভোট দেয়নি ৷ বাকি 11টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৷

  • Grateful to all members of the UN Security Council 🇦🇱 🇧🇷 🇫🇷 🇬🇦 🇬🇭 🇮🇪 🇰🇪 🇲🇽 🇳🇴 🇬🇧 🇺🇸 who voted to stop 🇷🇺 treacherous attack on 🇺🇦 & 🇺🇳 Charter. The veto of 🇷🇺 is a bloodstain on its plaque in the Security Council, the map of Europe & 🌎. Anti-war coalition must act immediately!

    — Володимир Зеленський (@ZelenskyyUa) February 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, পুতিনকে আলোচনায় বসার আর্জি ইউক্রেন প্রেসিডেন্টের

কাউন্সিলে ভারতের ভোট না দেওয়া প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় প্রতিনিধি টিএস ত্রিমূর্তি (India's Permanent Representative to the UN Ambassador T S Tirumurti) একটি ব্যাখ্যা দেন ৷ তিনি বলেন, "ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত গভীর দুশ্চিন্তার মধ্যে রয়েছে ৷ আমরা আর্জি জানাচ্ছি, এখনই হিংসা এবং শত্রুতা বন্ধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হোক ৷" তিনি আরও জানান, এই মুহূর্তে আলোচনায় বসার মতো অবস্থা না থাকলেও, সেটাই একমাত্র সমাধান ৷ কূটনৈতিক পথে ফেরা উচিত ৷ এই সবদিক ভেবে ভারত এই নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে দূরে রইল ৷

আমেরিকা এবং আলবানিয়া এই নিন্দাপ্রস্তাব আনে ৷ এছাড়া অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, জার্মানি, ইতালি, লিউচটেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নিউ জিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া এবং ব্রিটেন এই প্রস্তাবের সহযোগী রাষ্ট্র ৷ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ - রাশিয়া, চিন, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স ৷ রাশিয়া নিন্দা প্রস্তাবে ভেটো প্রয়োগ করায় তা খারিজ হয়ে যায় ৷

Last Updated : Feb 26, 2022, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.