ETV Bharat / international

বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2 লাখ, পুনরায় সংক্রমণের আশঙ্কা প্রকাশ WHO-র

author img

By

Published : Apr 26, 2020, 9:41 AM IST

কোরোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যাটা 2 লাখ ছাড়িয়েছে । এই পরিস্থিতিতে পুনরায় সংক্রমিত হওয়ার বিষয়ে সতর্কবার্তা দিচ্ছে WHO ।

ছবি
ছবি

জেনিভা, 26 এপ্রিল : কোরোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব । যত দিন যাচ্ছে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । আতঙ্কে গৃহবন্দী অধিকাংশ । প্রায় প্রতিটি দেশ লকডাউনের পথে হাঁটছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এরপরও বিশ্বে মৃত্যুর সংখ্যাটা 2 লাখ ছাড়িয়েছে । এই পরিস্থিতিতে বন্ধ সমস্ত ধর্মীয় অনুষ্ঠান । রমজান থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ডের শহিদ স্মরণ অনুষ্ঠান । সবটাই ঘরে বসে পালন করছেন মানুষ ।

WHO-র তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে বিশ্বে আক্রান্তের সংখ্যাটা প্রায় 29 লাখ । 10 এপ্রিলের পর থেকে যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এক্ষেত্রে দ্বিতীয়বার কোরোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাও অনেক । অর্থাৎ কেউ একজন একবার কোরোনা থেকে সুস্থ হয়ে উঠলেই যে ফের কোরোনায় সংক্রমিত হবেন না তার কোনও মানে নেই । বারবার পুনরায় সংক্রমিত হওয়ার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে । দিনকয়েক আগে রাষ্ট্রসংঘের তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, এমন বলা যায় না যে যাঁরা কোরোনা থেকে সুস্থ হয়েছেন, তাঁদের শরীরে অ্যান্টিবডি আছে বলেই তাঁরা আর কোরোনায় আক্রান্ত হবেন না । তাঁদেরও প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত ।

কোরোনায় জর্জরিত ইউরোপ । এখানে মৃতের সংখ্যাটা প্রায় 1 লাখ 22 হাজার 171 । একক দেশ হিসেবে সবচেয়ে বেশি মৃতদেহ গুনে চলেছে অ্যামেরিকা । এখানে মৃত্যুর সংখ্যা 53 হাজার 70 জন । এরপরই রয়েছে ইট্যালি । এখানে মৃতের সংখ্যা 26 হাজার 384 । স্পেনে মৃত্যু হয়েছে 22 হাজার 902 জনের । ফ্রান্সে 22 হাজার 614 । এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের নানা প্রান্তে সমস্ত উৎসব ও অনুষ্ঠান কার্যত স্তব্ধ । সমগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায় অধিকাংশ ক্ষেত্রেই কোনওরকম ভিড়, জমায়েত এড়িয়ে রমজানের দ্বিতীয়দিনে পা রেখেছে । অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডে অ্যানজ়্যাক ডে (অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের শহিদ দিবস)-র অনুষ্ঠানও তার আড়ম্বর হারিয়েছে । মানুষজন কেউ বাড়িতে বসে, কেউবা বাড়ির সামনে দাঁড়িয়ে শহিদদের স্মরণ করছেন ।

তবে, ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে আংশিক লকডাউন তুলে কেনা-বেচা, যাতায়াত কিছুটা সচল করা হয়েছে । শ্রীলঙ্কা থেকে বেলজিয়াম, অ্যামেরিকাও এই পথে চলেছে । বিশেষজ্ঞরা বলছেন, এর জেরে ফের সংক্রমণ বাড়তে পারে । যেমন- ফ্রান্সে 11 মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন । মানুষজন ঘরবন্দী । কিন্তু তাও দিন দিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা । ফলে আংশিক লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকে ।

আপাতত কোরোনার বিরুদ্ধে একজোটে লড়ছে পুরো বিশ্ব । কোরোনা জয়ের অপেক্ষায় প্রতিটি দেশ ।

জেনিভা, 26 এপ্রিল : কোরোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব । যত দিন যাচ্ছে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । আতঙ্কে গৃহবন্দী অধিকাংশ । প্রায় প্রতিটি দেশ লকডাউনের পথে হাঁটছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এরপরও বিশ্বে মৃত্যুর সংখ্যাটা 2 লাখ ছাড়িয়েছে । এই পরিস্থিতিতে বন্ধ সমস্ত ধর্মীয় অনুষ্ঠান । রমজান থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ডের শহিদ স্মরণ অনুষ্ঠান । সবটাই ঘরে বসে পালন করছেন মানুষ ।

WHO-র তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে বিশ্বে আক্রান্তের সংখ্যাটা প্রায় 29 লাখ । 10 এপ্রিলের পর থেকে যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এক্ষেত্রে দ্বিতীয়বার কোরোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাও অনেক । অর্থাৎ কেউ একজন একবার কোরোনা থেকে সুস্থ হয়ে উঠলেই যে ফের কোরোনায় সংক্রমিত হবেন না তার কোনও মানে নেই । বারবার পুনরায় সংক্রমিত হওয়ার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে । দিনকয়েক আগে রাষ্ট্রসংঘের তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, এমন বলা যায় না যে যাঁরা কোরোনা থেকে সুস্থ হয়েছেন, তাঁদের শরীরে অ্যান্টিবডি আছে বলেই তাঁরা আর কোরোনায় আক্রান্ত হবেন না । তাঁদেরও প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত ।

কোরোনায় জর্জরিত ইউরোপ । এখানে মৃতের সংখ্যাটা প্রায় 1 লাখ 22 হাজার 171 । একক দেশ হিসেবে সবচেয়ে বেশি মৃতদেহ গুনে চলেছে অ্যামেরিকা । এখানে মৃত্যুর সংখ্যা 53 হাজার 70 জন । এরপরই রয়েছে ইট্যালি । এখানে মৃতের সংখ্যা 26 হাজার 384 । স্পেনে মৃত্যু হয়েছে 22 হাজার 902 জনের । ফ্রান্সে 22 হাজার 614 । এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের নানা প্রান্তে সমস্ত উৎসব ও অনুষ্ঠান কার্যত স্তব্ধ । সমগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায় অধিকাংশ ক্ষেত্রেই কোনওরকম ভিড়, জমায়েত এড়িয়ে রমজানের দ্বিতীয়দিনে পা রেখেছে । অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডে অ্যানজ়্যাক ডে (অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের শহিদ দিবস)-র অনুষ্ঠানও তার আড়ম্বর হারিয়েছে । মানুষজন কেউ বাড়িতে বসে, কেউবা বাড়ির সামনে দাঁড়িয়ে শহিদদের স্মরণ করছেন ।

তবে, ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে আংশিক লকডাউন তুলে কেনা-বেচা, যাতায়াত কিছুটা সচল করা হয়েছে । শ্রীলঙ্কা থেকে বেলজিয়াম, অ্যামেরিকাও এই পথে চলেছে । বিশেষজ্ঞরা বলছেন, এর জেরে ফের সংক্রমণ বাড়তে পারে । যেমন- ফ্রান্সে 11 মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন । মানুষজন ঘরবন্দী । কিন্তু তাও দিন দিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা । ফলে আংশিক লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকে ।

আপাতত কোরোনার বিরুদ্ধে একজোটে লড়ছে পুরো বিশ্ব । কোরোনা জয়ের অপেক্ষায় প্রতিটি দেশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.