ETV Bharat / international

UK COVID Rules : ভ্যাকসিন সম্পূর্ণ হলেই ব্রিটেনে কোয়ারানটিনের প্রয়োজন নেই ভারতীয়দের - কোভিড ভ্যাকসিন

করোনা ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলেই ব্রিটেনে গিয়ে আর কোয়ারানটিনের প্রয়োজন পড়বে না ৷ ভারতীয়দের জন্য এই নতুন নিয়ম লাগু করল ব্রিটিশ সরকার ৷ 11 অক্টোবর থেকে চালু হচ্ছে এই নিয়ম ৷

UK COVID Rules
UK COVID Rules
author img

By

Published : Oct 8, 2021, 7:39 AM IST

লন্ডন, 8 অক্টোবর : কোভিশিল্ড অথবা ব্রিটিশ সরকার দ্বারা স্বীকৃত অন্য কোনও করোনা ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলেই ইউকেতে গিয়ে আর কোয়ারানটিনের প্রয়োজন পড়বে না ৷ এই নিয়ম চালু হচ্ছে 11 অক্টোবর থেকে ৷ ব্রিটেনের নয়া ট্রাভেল গাইড উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার অ্যালেক্স এলিস জানান একথা ৷ ভারত-সহ মোট 37টি দেশের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হচ্ছে ৷

ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, মোট 37টি দেশের জন্য এই নিয়ম চালু করছে বরিস জনসন সরকার ৷ ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ঘানা, হংকং, পাকিস্তান এবং তুরস্ত-ও এই তালিকাভুক্ত হয়েছে ৷ এইসব দেশের মানুষ যাঁরা রেড লিস্ট দেশগুলিতে গত 10 দিনের মধ্যে যাননি তাঁদের জন্য এই নিয়ম লাগু করা হচ্ছে ৷ এই 37টি দেশের মানুষ ছাড়া বাকিদের ইংল্যান্ডে 2 দিনের টেস্ট করা হবে ৷ ব্রিটিশ হাইকমিশনার জানিয়েছেন, ব্রিটেনে যাওয়া ভারতীয়দের কোভিশিল্ড অথবা করোনার অন্য কোনও ভ্যাকসিন নেওয়া থাকতে হবে, যা ব্রিটিশ সরকার দ্বারা স্বীকৃত ৷

  • No quarantine for Indian 🇮🇳 travellers to UK 🇬🇧 fully vaccinated with Covishield or another UK-approved vaccine from 11 October.

    Thanks to Indian government for close cooperation over last month. pic.twitter.com/cbI8Gqp0Qt

    — Alex Ellis (@AlexWEllis) October 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি ব্রিটেনের তরফে জানানো হয়েছিল, ভারতের কোভিশিল্ডকে স্বীকৃত টিকার তালিকাভুক্ত করছে না ৷ তাই ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলেও সেদেশে ভারতীয়দের জন্য 10 দিনের কোয়ারানটিন এবং আরটি-পিসিআর টেস্ট আবশ্যিক করা হয়েছিল ৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিষয়টিতে হস্তক্ষেপ করার পরও ব্রিটেন তার অবস্থান থেকে সরেনি ৷ এরপরই পাল্টা পদক্ষেপ করে নয়াদিল্লি ৷ 4 অক্টোবর সাফ জানিয়ে দেওয়া হয়, ব্রিটেন থেকে যাঁরা ভারতে আসবেন তাঁদের সকলের ক্ষেত্রেও 10 দিনের নিভৃতবাস বাধ্যতামূলক ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি টিকা নিলেও তা গ্রাহ্য করা হবে না ৷ এরপরই টনক নড়ে ব্রিটিশ সরকারের ৷ মনে করা হচ্ছে, বাধ্যতামূলক নিভৃতবাস নিয়ে ভারতের কঠোর মনোভাবেই সুর নরম করতে বাধ্য হয়েছে ব্রিটেন ৷

আরও পড়ুন : Malaria Vaccine : ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য ম্যালেরিয়ার টিকার সুপারিশ হু-র

লন্ডন, 8 অক্টোবর : কোভিশিল্ড অথবা ব্রিটিশ সরকার দ্বারা স্বীকৃত অন্য কোনও করোনা ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলেই ইউকেতে গিয়ে আর কোয়ারানটিনের প্রয়োজন পড়বে না ৷ এই নিয়ম চালু হচ্ছে 11 অক্টোবর থেকে ৷ ব্রিটেনের নয়া ট্রাভেল গাইড উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার অ্যালেক্স এলিস জানান একথা ৷ ভারত-সহ মোট 37টি দেশের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হচ্ছে ৷

ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, মোট 37টি দেশের জন্য এই নিয়ম চালু করছে বরিস জনসন সরকার ৷ ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ঘানা, হংকং, পাকিস্তান এবং তুরস্ত-ও এই তালিকাভুক্ত হয়েছে ৷ এইসব দেশের মানুষ যাঁরা রেড লিস্ট দেশগুলিতে গত 10 দিনের মধ্যে যাননি তাঁদের জন্য এই নিয়ম লাগু করা হচ্ছে ৷ এই 37টি দেশের মানুষ ছাড়া বাকিদের ইংল্যান্ডে 2 দিনের টেস্ট করা হবে ৷ ব্রিটিশ হাইকমিশনার জানিয়েছেন, ব্রিটেনে যাওয়া ভারতীয়দের কোভিশিল্ড অথবা করোনার অন্য কোনও ভ্যাকসিন নেওয়া থাকতে হবে, যা ব্রিটিশ সরকার দ্বারা স্বীকৃত ৷

  • No quarantine for Indian 🇮🇳 travellers to UK 🇬🇧 fully vaccinated with Covishield or another UK-approved vaccine from 11 October.

    Thanks to Indian government for close cooperation over last month. pic.twitter.com/cbI8Gqp0Qt

    — Alex Ellis (@AlexWEllis) October 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি ব্রিটেনের তরফে জানানো হয়েছিল, ভারতের কোভিশিল্ডকে স্বীকৃত টিকার তালিকাভুক্ত করছে না ৷ তাই ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলেও সেদেশে ভারতীয়দের জন্য 10 দিনের কোয়ারানটিন এবং আরটি-পিসিআর টেস্ট আবশ্যিক করা হয়েছিল ৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিষয়টিতে হস্তক্ষেপ করার পরও ব্রিটেন তার অবস্থান থেকে সরেনি ৷ এরপরই পাল্টা পদক্ষেপ করে নয়াদিল্লি ৷ 4 অক্টোবর সাফ জানিয়ে দেওয়া হয়, ব্রিটেন থেকে যাঁরা ভারতে আসবেন তাঁদের সকলের ক্ষেত্রেও 10 দিনের নিভৃতবাস বাধ্যতামূলক ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি টিকা নিলেও তা গ্রাহ্য করা হবে না ৷ এরপরই টনক নড়ে ব্রিটিশ সরকারের ৷ মনে করা হচ্ছে, বাধ্যতামূলক নিভৃতবাস নিয়ে ভারতের কঠোর মনোভাবেই সুর নরম করতে বাধ্য হয়েছে ব্রিটেন ৷

আরও পড়ুন : Malaria Vaccine : ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য ম্যালেরিয়ার টিকার সুপারিশ হু-র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.