ETV Bharat / international

ফরাসি সেনাদের হাতে খতম আল-কায়দার উত্তর আফ্রিকার প্রধান - ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে

ফরাসি সেনাদের হাতে খতম উত্তর আফ্রিকার আল-কায়দা প্রধান আবদেলমালেক । ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী টুইট করে বিষয়টি জানান ।

al qaida
al qaida
author img

By

Published : Jun 6, 2020, 2:02 PM IST

বামাকো, 6জুন : আল-কায়দার উত্তর আফ্রিকার কমান্ডারকে নিকেশ করল ফরাসি সেনা । শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী আবদেলমালেক দ্রৌউকডেলের মৃত্যু ঘোষণা করেন । জানান, ফরাসি সেনাদের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে আবেদলমালেকের । দীর্ঘ বছর ধরে সাহেলের জিহাদিদের সঙ্গে লড়াই করছেন ফ্রান্সের সেনারা । এইটি আরও একটি জয় ।

আল কায়েদা ইন দ্য ইসলামিক মাঘরেবের (AQIM) তরফে প্রাথমিকভাবে আবদেল মালেকের মৃত্যু নিশ্চিত করা হয়নি । ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে টুইট করে আবদেলমালেকের মৃত্যুর খবর ঘোষণা করেন । তিনি টুইটে লেখেন, “উত্তর মালিতে ফারসি সেনাবাহীনি এবং তাঁদের সহায়কদের যৌথ অভিযানে খতম আবদেলমালেক এবং তার দলের আরও কয়েকজন ।”

ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ দেশের শীর্ষ নেতা এবং আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় জিহাদিদের বিরুদ্ধে লড়ার জন্য জানুয়ারিতে একটি পরিকল্পনা লঞ্চ করেছিলেন । সেই পরিকল্পনা মতোই একাধিক অভিযান চালায় ফরাসি সেনাবাহিনী ।

যদিও এই বিষয় স্পষ্ট নয় , ঠিক কতদিন মালিতে ছিল আবদেলমালেক । কিন্তু সে দীর্ঘ সময় ধরে উত্তর আফ্রিকার আল-কায়দার সদস্যদের নেতৃত্ব দিয়েছে । প্রশিক্ষণ দিয়েছে । গত দশকে উত্তর মালিতে তার অপরাশেনাল কেন্দ্র সরিয়ে নিয়ে আসা হয় । সেখান থেকেই হামলা চালাচ্ছিল তারা । ফরাসি সেনাদের উপর হামলার হুমকিও ছিল তাদের তরফে । পরিকল্পনা মতো অভিাযান চালায় সেনাবাহিনী এবং নিকেশ হয় আবদেলমালেক ।

বামাকো, 6জুন : আল-কায়দার উত্তর আফ্রিকার কমান্ডারকে নিকেশ করল ফরাসি সেনা । শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী আবদেলমালেক দ্রৌউকডেলের মৃত্যু ঘোষণা করেন । জানান, ফরাসি সেনাদের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে আবেদলমালেকের । দীর্ঘ বছর ধরে সাহেলের জিহাদিদের সঙ্গে লড়াই করছেন ফ্রান্সের সেনারা । এইটি আরও একটি জয় ।

আল কায়েদা ইন দ্য ইসলামিক মাঘরেবের (AQIM) তরফে প্রাথমিকভাবে আবদেল মালেকের মৃত্যু নিশ্চিত করা হয়নি । ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে টুইট করে আবদেলমালেকের মৃত্যুর খবর ঘোষণা করেন । তিনি টুইটে লেখেন, “উত্তর মালিতে ফারসি সেনাবাহীনি এবং তাঁদের সহায়কদের যৌথ অভিযানে খতম আবদেলমালেক এবং তার দলের আরও কয়েকজন ।”

ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ দেশের শীর্ষ নেতা এবং আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় জিহাদিদের বিরুদ্ধে লড়ার জন্য জানুয়ারিতে একটি পরিকল্পনা লঞ্চ করেছিলেন । সেই পরিকল্পনা মতোই একাধিক অভিযান চালায় ফরাসি সেনাবাহিনী ।

যদিও এই বিষয় স্পষ্ট নয় , ঠিক কতদিন মালিতে ছিল আবদেলমালেক । কিন্তু সে দীর্ঘ সময় ধরে উত্তর আফ্রিকার আল-কায়দার সদস্যদের নেতৃত্ব দিয়েছে । প্রশিক্ষণ দিয়েছে । গত দশকে উত্তর মালিতে তার অপরাশেনাল কেন্দ্র সরিয়ে নিয়ে আসা হয় । সেখান থেকেই হামলা চালাচ্ছিল তারা । ফরাসি সেনাদের উপর হামলার হুমকিও ছিল তাদের তরফে । পরিকল্পনা মতো অভিাযান চালায় সেনাবাহিনী এবং নিকেশ হয় আবদেলমালেক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.