ETV Bharat / international

Ukraine-Russia Conflict : পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর - explosions heard from several cities of Ukraine

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার পরই ইউক্রেনের বেশকিছু শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে (Explosions heard from several cities of Ukraine) ৷

Russia Ukraine Invasion
পুতিনের যুদ্ধ ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর
author img

By

Published : Feb 24, 2022, 11:47 AM IST

Updated : Feb 24, 2022, 1:18 PM IST

কিয়েভ, 24 ফেব্রুয়ারি : ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রাশিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin announces military operation in Ukraine) ৷ তাঁর এই ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর আসতে শুরু করেছে ৷ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের বেশকিছু শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানকার বেশকিছু বিস্ফোরণের ছবি ও ভিডিয়ো ৷

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইউক্রেনে বিস্ফোরণের ভিডিয়ো ৷ সেগুলির সত্যাসত্য জানা না গেলেও দেখা যাচ্ছে বিস্ফোরণের পরে ধোঁয়ার কুণ্ডলী কীভাবে পাকিয়ে উঠছে আকাশের দিকে ৷

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিমানমন্দরের কাছে বিস্ফোরণের খবর মিলেছে ৷ এছাড়াও খারকিভ, ওডেসা, মারিউপল শহরেও বিস্ফোরণ হয়েছে বলে খবর ৷ পুতিন এদিন মূলত পূর্ব ইউক্রেনের একটা অংশে সেনা অভিযানের কথা জানালেও, বিস্ফোরণের খবর এসেছে ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকেই ৷ রুশ সেনা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেই খবর ৷

আরও পড়ুন : রাশিয়াকে দায়ী করবে দুনিয়া, প্রতিক্রিয়া জো বাইডেনের

রাশিয়ার তরফে দাবি করা হয়েছে ইউক্রেনের একাধিক এয়ারবেসে হামলা চালানো হয়েছে ৷ ইউক্রেনের পাল্টা দাবি, রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমানকে তারা গুলি করে নামিয়েছে ৷

  • Putin has just launched a full-scale invasion of Ukraine. Peaceful Ukrainian cities are under strikes. This is a war of aggression. Ukraine will defend itself and will win. The world can and must stop Putin. The time to act is now.

    — Dmytro Kuleba (@DmytroKuleba) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রকের প্রতিমন্ত্রী আনতন গেরাস্চেমেঙ্কো দাবি করেছেন, রাশিয়া ক্ষেপনাস্ত্র হামলা করেছে বিমানবন্দর, সেনা কার্যালয়ে ৷ রাশিয়ার এই হামলার পরেই একাধিক টুইট করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী কুলেবা ৷ তাঁর অভিযোগ, "পুরদস্তুর হামলা চালিয়েছে পুতিন বাহিনী ৷ ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হচ্ছে ৷ এটা আগ্রাসনের যুদ্ধ ৷ ইউক্রেন নিজেকে রক্ষা করবে এবং জিতবে ৷ বিশ্ব পদক্ষেপ করুক, পুতিনকে থামাক ৷"

কিয়েভ, 24 ফেব্রুয়ারি : ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রাশিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin announces military operation in Ukraine) ৷ তাঁর এই ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর আসতে শুরু করেছে ৷ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের বেশকিছু শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানকার বেশকিছু বিস্ফোরণের ছবি ও ভিডিয়ো ৷

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইউক্রেনে বিস্ফোরণের ভিডিয়ো ৷ সেগুলির সত্যাসত্য জানা না গেলেও দেখা যাচ্ছে বিস্ফোরণের পরে ধোঁয়ার কুণ্ডলী কীভাবে পাকিয়ে উঠছে আকাশের দিকে ৷

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিমানমন্দরের কাছে বিস্ফোরণের খবর মিলেছে ৷ এছাড়াও খারকিভ, ওডেসা, মারিউপল শহরেও বিস্ফোরণ হয়েছে বলে খবর ৷ পুতিন এদিন মূলত পূর্ব ইউক্রেনের একটা অংশে সেনা অভিযানের কথা জানালেও, বিস্ফোরণের খবর এসেছে ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকেই ৷ রুশ সেনা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেই খবর ৷

আরও পড়ুন : রাশিয়াকে দায়ী করবে দুনিয়া, প্রতিক্রিয়া জো বাইডেনের

রাশিয়ার তরফে দাবি করা হয়েছে ইউক্রেনের একাধিক এয়ারবেসে হামলা চালানো হয়েছে ৷ ইউক্রেনের পাল্টা দাবি, রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমানকে তারা গুলি করে নামিয়েছে ৷

  • Putin has just launched a full-scale invasion of Ukraine. Peaceful Ukrainian cities are under strikes. This is a war of aggression. Ukraine will defend itself and will win. The world can and must stop Putin. The time to act is now.

    — Dmytro Kuleba (@DmytroKuleba) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রকের প্রতিমন্ত্রী আনতন গেরাস্চেমেঙ্কো দাবি করেছেন, রাশিয়া ক্ষেপনাস্ত্র হামলা করেছে বিমানবন্দর, সেনা কার্যালয়ে ৷ রাশিয়ার এই হামলার পরেই একাধিক টুইট করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী কুলেবা ৷ তাঁর অভিযোগ, "পুরদস্তুর হামলা চালিয়েছে পুতিন বাহিনী ৷ ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হচ্ছে ৷ এটা আগ্রাসনের যুদ্ধ ৷ ইউক্রেন নিজেকে রক্ষা করবে এবং জিতবে ৷ বিশ্ব পদক্ষেপ করুক, পুতিনকে থামাক ৷"

Last Updated : Feb 24, 2022, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.