বার্লিন, 1 মার্চ : রাশিয়ার মঙ্গল অভিযানের কথা থাকলেও, তা বোধহয় হবে না ৷ আজ একথা জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ ৷ 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে পুতিন সরকার ৷ বিশ্বজুড়ে নানা ভাবে পুতিনকে শায়েস্তা করার চেষ্টা চলছে ৷ কিন্তু তিনি নাছোড় ৷ এর মধ্যে ইএসএ জানাল, ইউরোপ-রাশিয়া এক্সোমার্স রোভার মিশন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম (Europe-Russian Mars mission 2022 is now very unlikely, says European Space Agency) ৷
22 সদস্যের আধিকারিকরা বৈঠক করে রাশিয়ার রোসকসমল স্পেস এজেন্সির (Russia's Roscosmos space agency) সঙ্গে মঙ্গল অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ 2020-তে এক্সোমার্স রোভার মিশন হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের জন্য তা বন্ধ হয়ে যায় ৷ 2022-এর সেপ্টেম্বরে কাজাকাস্তানের বৈকানুর মহাকাশবন্দর (Baikonur spaceport in Kazakhstan) থেকে রাশিয়ান প্রোটোন রকেটের মাধ্যমে এই রোভারকে পাঠানোর কথা ছিল ৷
এটাই লালগ্রহে ইউরোপের প্রথম রোভার যান (Europe-Russia ExoMars rover mission) ৷ সেখানে প্রাণের অস্তিত্ব আছে কি না, তা নিশ্চিত করতেই অভিযানের সিদ্ধান্ত ৷ 2016 সালে পরীক্ষামূলক ভাবে একটি রোভার পাঠানো হলেও, তা মঙ্গল গ্রহে পৌঁছে ধ্বংস হয়ে যায় ৷
আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউরোপিয় ইউনিয়নের সদস্য ইউক্রেন ? আবদেনপত্রে সই জেলেনস্কির
-
We deplore the tragic events taking place in Ukraine, a crisis which escalated dramatically into war in recent days. Many difficult decisions are now being taken at ESA in consideration of the sanctions implemented by the governments of our Member States.https://t.co/nOg8orZr1n https://t.co/5Mr6WexY9I
— Josef Aschbacher (@AschbacherJosef) February 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We deplore the tragic events taking place in Ukraine, a crisis which escalated dramatically into war in recent days. Many difficult decisions are now being taken at ESA in consideration of the sanctions implemented by the governments of our Member States.https://t.co/nOg8orZr1n https://t.co/5Mr6WexY9I
— Josef Aschbacher (@AschbacherJosef) February 28, 2022We deplore the tragic events taking place in Ukraine, a crisis which escalated dramatically into war in recent days. Many difficult decisions are now being taken at ESA in consideration of the sanctions implemented by the governments of our Member States.https://t.co/nOg8orZr1n https://t.co/5Mr6WexY9I
— Josef Aschbacher (@AschbacherJosef) February 28, 2022
শনিবার রোসকসমস জানিয়েছে, ফ্রেঞ্চ গিনিয়ার কিউরোয় (Kourou) ইউরোপিরয়ান স্পেসপোর্ট থেকে তাদের বহু কর্মীদের ফিরিয়ে নিচ্ছে ৷ এর আগে রাশিয়ান রকেটের মাধ্য়মে বহু ইউরোপিয় স্যাটেলাইট মহাকাশে গিয়েছে এবং এবছরে আরও স্যাটেলাইট যাওয়ার কথা রয়েছে ৷
ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এ মাসের শুরুতেই ইঙ্গিত দিয়েছিলেন, ইউরোপের স্পেস নীতিকে জোরদার করতে হবে ৷ ইউরোপের নিজস্ব রকেট রয়েছে ৷ এর মাধ্যমে কক্ষপথে স্যাটেলাইট পাঠানো সম্ভব ৷ তাও মহাকাশচারীদের পাঠাতে ইউরোপ এখনও রাশিয়া এবং আমেরিকার অংশীদারি সংস্থাগুলোর উপর নির্ভর করে ৷
আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার (NASA Head) প্রধান জানিয়েছেন, তারা এখনও আগের মতোই রাশিয়ার সাহায্য নিয়েই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরিচালনা করছে ৷ আমেরিকা এবং রাশিয়া, স্পেস স্টেশনগুলির প্রধান পরিচালক দেশ ৷ দুই দেশের সঙ্গে পাঁচটি স্পেস এজেন্সি যুক্ত রয়েছে ৷ চারটি আমেরিকার, 2টি রাশিয়ার এবং একটি জার্মানের স্টেশন রয়েছে ৷
2011 সালে নাসার একাধিক শাটল অর্থাৎ মহাকাশে যাতায়াতের বাহন অবসরগ্রহণ করে ৷ 2020-তে স্পেসএক্স-এর প্রথম যাত্রীবাহী ফ্লাইট রওনা দেয় ৷ এছাড়া মহাকাশে যাওয়া এবং সেখান থেকে এই গ্রহে ফেরার একমাত্র উপায় রাশিয়ার ক্যাপসুল ৷
আরও পড়ুন : Vacuum Bomb in Russia Ukraine War : ইউক্রেনের যুদ্ধে সাংঘাতিক ভ্যাকুয়াম বোমা ছুড়ছে রাশিয়া