ETV Bharat / international

"ঘরে থাকুন, সুস্থ থাকুন", ব্রিটেন থেকে বার্তা দুর্গাপুরের দম্পতির - Couple send message for Indians from Great Britain

লকডাউনে সব দেশের ছবিটা কিছুটা হলেও একই ৷ বন্ধ করে দেওয়া হয়েছে জরুরি পরিষেবা ছাড়া সব কিছু ৷ দুর্গাপুরের জয়জিৎ মিশ্র বর্তমানে পরিবার নিয়ে গ্রেট ব্রিটেনে থাকেন ৷ সেখান থেকে দেশের মানুষের জন্য বার্তা পাঠালেন তিনি ৷ সঙ্গে বাড়িতে থাকার আবেদনও করলেন ৷

সস্ত্রীক জয়জিৎ মিশ্র
সস্ত্রীক জয়জিৎ মিশ্র
author img

By

Published : Mar 29, 2020, 1:03 PM IST

Updated : Mar 29, 2020, 1:15 PM IST

দুর্গাপুর, 29 মার্চ : বাড়ি দুর্গাপুরে হলেও কর্মসূত্রে ব্রিটেনের সারে প্রদেশে থাকেন জয়জিৎ মিশ্র ৷ কোরোনার জেরে বিভিন্ন দেশে চলছে লকডাউন ৷ সেখানকার বর্তমান অবস্থা কী রকম ? তারই ছবি শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে ৷ স্ত্রী মিনি মিশ্রর সঙ্গে দেশবাসীর জন্য বার্তাও পাঠালেন জয়জিৎ ৷ বললেন, "ঘরে থাকুন, সুস্থ থাকুন ৷"

জয়জিৎ প্রায় 13 বছর আগে কর্মসূত্রে ব্রিটেনে চলে যান ৷ একটি বেসরকারি সংস্থায় প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেন ৷ বর্তমানে পরিবার নিয়ে সেন্ট্রাল লন্ডন থেকে মাত্র 60 কিলোমিটার দূরে সারে প্রদেশে রয়েছেন ৷ স্ত্রী মিনি মিশ্র একজন শিক্ষাবিদ ৷ বর্তমানে সেখানেও লকডাউন ৷ ফাঁকা রাস্তাঘাট ৷ প্রতিদিন মাত্র দু'ঘণ্টা বাজার করতে দেওয়ার জন্য ছাড় দেওয়া হয়েছে ৷

ইংল্যান্ড
খাবারের পরিমাণও সীমিত করে দেওয়া হয়েছে শপিং মলগুলিতে

শুধু সে দেশের ছবিই নয়, একটি ভিডিয়ো বার্তাও পাঠিয়েছেন এই দম্পতি ৷ তাতে তাঁরা বলেন, "যেভাবে কোরোনা ভাইরাসের প্রকোপ ছড়াচ্ছে, তা বিশ্বের কাছে আতঙ্কের কারণ ৷ শনিবার পর্যন্ত কোরোনা ভাইরাসে আক্রান্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ব্রিটেনে ৷ প্রশাসনিক আধিকারিকরা বলছেন, দেশ ও জাতিকে মুক্ত রাখতে লকডাউনকে মানতেই হবে ।"

ব্রিটেন থাকা বার্তা দম্পতির

এদেশে থাকা আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবদের উদ্দেশ্যে তাঁরা বলেন, "সাবধানে ও সুস্থ থাকতে ঘরের ভিতরে থাকুন । কিন্তু আমাদের রাজ্যের শিল্পনগরী দুর্গাপুরে দেখা যাচ্ছে, খাদ্য সামগ্রী কেনার নামে, ওষুধ কেনার অছিলায় যেভাবে হাজার হাজার মানুষ গিয়ে গাদাগাদি করে এখনও জিনিসপত্র কিনছেন, তাতে বাস্তবিকভাবে লকডাউন কি খুব বেশি কার্যকরী হবে এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ে? কারণ এখনও কিন্তু আমরা বিপদসীমার মধ্যে ঢুকিনি । এমন কথা বারবার বলা হচ্ছে ৷ তারপরও দেখা যাচ্ছে মানুষের ভিড় ।" তাই দেশের সকলের কাছে এই দম্পতির আবেদন, "খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না । দয়া করে আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন ।"

দুর্গাপুর
লকডাউনে সুনসান গ্রেট ব্রিটেনের রাস্তা ঘাট

দুর্গাপুর, 29 মার্চ : বাড়ি দুর্গাপুরে হলেও কর্মসূত্রে ব্রিটেনের সারে প্রদেশে থাকেন জয়জিৎ মিশ্র ৷ কোরোনার জেরে বিভিন্ন দেশে চলছে লকডাউন ৷ সেখানকার বর্তমান অবস্থা কী রকম ? তারই ছবি শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে ৷ স্ত্রী মিনি মিশ্রর সঙ্গে দেশবাসীর জন্য বার্তাও পাঠালেন জয়জিৎ ৷ বললেন, "ঘরে থাকুন, সুস্থ থাকুন ৷"

জয়জিৎ প্রায় 13 বছর আগে কর্মসূত্রে ব্রিটেনে চলে যান ৷ একটি বেসরকারি সংস্থায় প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেন ৷ বর্তমানে পরিবার নিয়ে সেন্ট্রাল লন্ডন থেকে মাত্র 60 কিলোমিটার দূরে সারে প্রদেশে রয়েছেন ৷ স্ত্রী মিনি মিশ্র একজন শিক্ষাবিদ ৷ বর্তমানে সেখানেও লকডাউন ৷ ফাঁকা রাস্তাঘাট ৷ প্রতিদিন মাত্র দু'ঘণ্টা বাজার করতে দেওয়ার জন্য ছাড় দেওয়া হয়েছে ৷

ইংল্যান্ড
খাবারের পরিমাণও সীমিত করে দেওয়া হয়েছে শপিং মলগুলিতে

শুধু সে দেশের ছবিই নয়, একটি ভিডিয়ো বার্তাও পাঠিয়েছেন এই দম্পতি ৷ তাতে তাঁরা বলেন, "যেভাবে কোরোনা ভাইরাসের প্রকোপ ছড়াচ্ছে, তা বিশ্বের কাছে আতঙ্কের কারণ ৷ শনিবার পর্যন্ত কোরোনা ভাইরাসে আক্রান্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ব্রিটেনে ৷ প্রশাসনিক আধিকারিকরা বলছেন, দেশ ও জাতিকে মুক্ত রাখতে লকডাউনকে মানতেই হবে ।"

ব্রিটেন থাকা বার্তা দম্পতির

এদেশে থাকা আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবদের উদ্দেশ্যে তাঁরা বলেন, "সাবধানে ও সুস্থ থাকতে ঘরের ভিতরে থাকুন । কিন্তু আমাদের রাজ্যের শিল্পনগরী দুর্গাপুরে দেখা যাচ্ছে, খাদ্য সামগ্রী কেনার নামে, ওষুধ কেনার অছিলায় যেভাবে হাজার হাজার মানুষ গিয়ে গাদাগাদি করে এখনও জিনিসপত্র কিনছেন, তাতে বাস্তবিকভাবে লকডাউন কি খুব বেশি কার্যকরী হবে এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ে? কারণ এখনও কিন্তু আমরা বিপদসীমার মধ্যে ঢুকিনি । এমন কথা বারবার বলা হচ্ছে ৷ তারপরও দেখা যাচ্ছে মানুষের ভিড় ।" তাই দেশের সকলের কাছে এই দম্পতির আবেদন, "খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না । দয়া করে আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন ।"

দুর্গাপুর
লকডাউনে সুনসান গ্রেট ব্রিটেনের রাস্তা ঘাট
Last Updated : Mar 29, 2020, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.