ETV Bharat / international

Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব চিনের - রাশিয়া-ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব চিনের

সোমবার রাশিয়া ও ইউক্ররেনের প্রেসিডেন্টদের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন দ্বাদশতম দিনে পড়েছে এই দুই দেশের যুদ্ধ (Russia Ukraine Conflict ) ৷

Russia Ukraine Crisis
রাশিয়া-ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব চিনের
author img

By

Published : Mar 7, 2022, 6:15 PM IST

বেজিং, 7 মার্চ : সোমবার দ্বাদশতম দিনে পড়েছে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ (Russia Ukraine Conflict) ৷ দুই দেশের এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এবার বার্তা পাঠল চিন ৷ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা এই যুদ্ধ থামাতে চিন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি বলে জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ৷

এদিন এক সাংবাদিক বৈঠকে চিনা বিদেশমন্ত্রী বলেন, "চিন এই দুই দেশের সংঘাত থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি ৷ চিন সবসময় চায় গঠনমূলক আলোচনার মাধ্যমে যেকোনও আন্তর্জাতিক সমস্যার সমাধান হোক ৷ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আলোচনা চালিয়ে যাওয়া উচিত বলেই মত আমাদের ৷" আলোচনায় বসে দর কষাকষির মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা উচিত বলেও এদিন মন্তব্য করেছেন ওয়াং ই ৷

আরও পড়ুন : ফের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এবং মস্কোর উপর চাপানো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে চিনের সঙ্গে রাশিয়ার সম্পর্কে কোনও প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেছেন চিনের বিদেশমন্ত্রী ৷ বলেছেন, "চিন ও রাশিয়ার সম্পর্ক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ৷ আন্তর্জাতিক পরিস্থিতি যতই কঠিন হোক না কেন এই দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় থাকবে, আমরা নিজেদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব ও বোঝাপড়া বাড়াব ৷"

যত দ্রুত সম্ভব চিন রেডক্রস সোসাইটির মাধ্যমে ইউক্রেনে মানবিক সাহায্য পাঠাবে বলেও এদিন ঘোষণা করেছেন চিনের বিদেশমন্ত্রী ৷

বেজিং, 7 মার্চ : সোমবার দ্বাদশতম দিনে পড়েছে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ (Russia Ukraine Conflict) ৷ দুই দেশের এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এবার বার্তা পাঠল চিন ৷ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা এই যুদ্ধ থামাতে চিন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি বলে জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ৷

এদিন এক সাংবাদিক বৈঠকে চিনা বিদেশমন্ত্রী বলেন, "চিন এই দুই দেশের সংঘাত থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি ৷ চিন সবসময় চায় গঠনমূলক আলোচনার মাধ্যমে যেকোনও আন্তর্জাতিক সমস্যার সমাধান হোক ৷ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আলোচনা চালিয়ে যাওয়া উচিত বলেই মত আমাদের ৷" আলোচনায় বসে দর কষাকষির মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা উচিত বলেও এদিন মন্তব্য করেছেন ওয়াং ই ৷

আরও পড়ুন : ফের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এবং মস্কোর উপর চাপানো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে চিনের সঙ্গে রাশিয়ার সম্পর্কে কোনও প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেছেন চিনের বিদেশমন্ত্রী ৷ বলেছেন, "চিন ও রাশিয়ার সম্পর্ক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ৷ আন্তর্জাতিক পরিস্থিতি যতই কঠিন হোক না কেন এই দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় থাকবে, আমরা নিজেদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব ও বোঝাপড়া বাড়াব ৷"

যত দ্রুত সম্ভব চিন রেডক্রস সোসাইটির মাধ্যমে ইউক্রেনে মানবিক সাহায্য পাঠাবে বলেও এদিন ঘোষণা করেছেন চিনের বিদেশমন্ত্রী ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.