বেজিং, 7 মার্চ : সোমবার দ্বাদশতম দিনে পড়েছে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ (Russia Ukraine Conflict) ৷ দুই দেশের এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এবার বার্তা পাঠল চিন ৷ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা এই যুদ্ধ থামাতে চিন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি বলে জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ৷
এদিন এক সাংবাদিক বৈঠকে চিনা বিদেশমন্ত্রী বলেন, "চিন এই দুই দেশের সংঘাত থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি ৷ চিন সবসময় চায় গঠনমূলক আলোচনার মাধ্যমে যেকোনও আন্তর্জাতিক সমস্যার সমাধান হোক ৷ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আলোচনা চালিয়ে যাওয়া উচিত বলেই মত আমাদের ৷" আলোচনায় বসে দর কষাকষির মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা উচিত বলেও এদিন মন্তব্য করেছেন ওয়াং ই ৷
-
China's Red Cross will provide humanitarian aid to Ukraine ‘as soon as possible,’ Foreign Minister Wang Yi said, as he praised his country's friendship with Russia as ‘rock solid.’ https://t.co/ipmK1N2raw pic.twitter.com/uXon1WkBKH
— Reuters (@Reuters) March 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">China's Red Cross will provide humanitarian aid to Ukraine ‘as soon as possible,’ Foreign Minister Wang Yi said, as he praised his country's friendship with Russia as ‘rock solid.’ https://t.co/ipmK1N2raw pic.twitter.com/uXon1WkBKH
— Reuters (@Reuters) March 7, 2022China's Red Cross will provide humanitarian aid to Ukraine ‘as soon as possible,’ Foreign Minister Wang Yi said, as he praised his country's friendship with Russia as ‘rock solid.’ https://t.co/ipmK1N2raw pic.twitter.com/uXon1WkBKH
— Reuters (@Reuters) March 7, 2022
আরও পড়ুন : ফের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এবং মস্কোর উপর চাপানো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে চিনের সঙ্গে রাশিয়ার সম্পর্কে কোনও প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেছেন চিনের বিদেশমন্ত্রী ৷ বলেছেন, "চিন ও রাশিয়ার সম্পর্ক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ৷ আন্তর্জাতিক পরিস্থিতি যতই কঠিন হোক না কেন এই দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় থাকবে, আমরা নিজেদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব ও বোঝাপড়া বাড়াব ৷"
যত দ্রুত সম্ভব চিন রেডক্রস সোসাইটির মাধ্যমে ইউক্রেনে মানবিক সাহায্য পাঠাবে বলেও এদিন ঘোষণা করেছেন চিনের বিদেশমন্ত্রী ৷