লন্ডন, 24 অগস্ট : প্রয়াত প্রবাদপ্রতিম রক-অ্যান্ড-রোল আইকন দ্য রোলিং স্টোনস-এর ড্রামার চার্লি ওয়াটস (Charlie Watts) ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 80 ৷ ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত 10টা নাগাদ তাঁর লন্ডনের পাবলিশিস্ট বার্নার্ড ডোহার্টি জানান, লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চার্লি ৷
2004 সালে গলায় ক্যানসার ধরা পড়ে চার্লির ৷ চলতি মাসের প্রথমেই চার্লির পাবলিশিস্টের তরফে জানানো হয়, চিকিৎসার কারণে চার্লি দ্য রোলিং স্টোনস-এর যুক্তরাষ্ট্রের ট্যুরে থাকতে পারবেন না ৷
1941 সালে জন্ম চার্লির ৷ তারপর শৈশবে উত্তর-পশ্চিম লন্ডনের ওয়েম্বলিতে এবং পরে কিংসবেরিতে কেটেছে যৌবন ৷ প্রথম থেকেই জ়্যাজ়ের দিকে ঝোঁক ছিল ৷ জ়্যাজ় রেকর্ডের সঙ্গে ড্রামস বাজাতে দেখা যেত কিশোর চার্লিকে ৷ স্কুলে পড়তে পড়তেই প্রথম ড্রাং কিট হাতে পান ৷ পরে গ্রাফিক ডিজাইন নিয়ে পড়তে আর্ট স্কুলেও ভর্তি হন ৷ পাশাপাশি স্থানীয় ব্যান্ডে বাজাতেন চার্লি ৷ 1962-এ ব্লু ইনকর্পোরেট নামে একটি ব্যান্ড যোগ দেন ৷ তার পরের বছরই মিক জ্যাগারদের পাশে দ্য রোলিং স্টোনস-এর ড্রামার হিসাবে দেখা যায় চার্লিকে ৷ তারপর তো গোটাটাই রূপকথা ৷
আরও পড়ুন : Jeh's First Rakhi : জেহ-র প্রথম রাখির ছবি পোস্ট সোহার, আপ্লুত নেটিজেন