ETV Bharat / international

Joe Biden Warns : সাইবার হামলার ছক কষছে রাশিয়া, মার্কিন সংস্থাগুলিকে সতর্কতা বাইডেনের

মার্কিন এবং মার্কিনজাত সংস্থাগুলিকে সতর্ক করার পাশাপাশি ডিজিটালি সমস্ত সংস্থার প্রবেশদ্বারে বজ্র আঁটুনির নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট (Biden warns US companies of potential Russian cyberattacks) ৷

Russian cyberattacks
সাইবার হামলার ছক কষছে রাশিয়া, মার্কিন সংস্থাগুলিকে সতর্কতা বাইডেনের
author img

By

Published : Mar 22, 2022, 2:51 PM IST

ক্যালিফোর্নিয়া, 22 মার্চ : মিসাইল রকেট, ভ্যাকুম বম্ব, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনকে ঝাঁঝরা করে দেওয়ার পাশাপাশি সেদেশে সাইবার হামলাও জারি রেখেছে রাশিয়া ৷ ধ্বংস হয়ে যাচ্ছে সেদেশের বিভিন্ন সংস্থার একের পর এক সুরক্ষিত নথি ৷ ইউক্রেনে হামলার আবহেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও বড়সড় সাইবার হানার ছক কষছে হ্যাকিংয়ের পাওয়ার হাউস রাশিয়া ৷ যা উসকে দিতে পারে 2017 'নোটপেত্যা' ব়্যানসামওয়্যারের স্মৃতি ৷ তাই মার্কিন এবং মার্কিনজাত সংস্থাগুলিকে সতর্ক করলেন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden warns US companies of potential Russian cyberattacks) ৷ পাশাপাশি ডিজিটালি সমস্ত সংস্থার প্রবেশদ্বারে বজ্র আঁটুনির নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

ইউক্রেনের পাশাপাশি সাইবার হ্যাকিংয়ের পাওয়ারহাউস রাশিয়া প্রস্তুত হচ্ছে মার্কিন মুলুকে সাইবার হামলা চালানোর জন্যও ৷ গুপ্তচর বৃত্ত সংস্থাগুলোর থেকে এমন রিপোর্ট পেয়ে স্বভাবতই উদ্বিগ্ন বাইডেন ৷ মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ সাইবার নিরাপত্তা সহায়ক আনে নেউবার্গার হোয়াইট হাউস থেকে এ বিষয়ে সংবাদমাধ্যমকে একটি বিবৃতি প্রদান করেছেন সম্প্রতি ৷

সেখানে তিনিও বাইডেনের সুরেই আশঙ্কা প্রকাশ করেছেন ৷ তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে রাশিয়ার সাইবার হামলার কোনও গোয়েন্দা সতর্কতা নেই বলে জানিয়েছেন নেউবার্গার ৷ যদিও সফটওয়্যার সমস্যা সমাধানের জন্য বারংবার সতর্ক করা সত্ত্বেও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো তাতে কর্ণপাত না-করায় হতাশা গোপন করেননি তিনি ৷

আরও পড়ুন : পুতিনের সঙ্গে আলোচনায় রাজি, তা ব্যর্থ হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

তবে এ ঘটনা নতুন কিছু নয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কয়েকমাস আগেই জারি হয়েছিল এমন সতর্কতা ৷ যদিও বাইডেনের ঘোষণায় তা বাড়তি গুরুত্ব পাচ্ছে বলাই বাহুল্য ৷ 2017 'নোটপেত্যা' ব়্যানসামওয়্যারের কারণে 1 হাজার কোটি ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ৷

ক্যালিফোর্নিয়া, 22 মার্চ : মিসাইল রকেট, ভ্যাকুম বম্ব, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনকে ঝাঁঝরা করে দেওয়ার পাশাপাশি সেদেশে সাইবার হামলাও জারি রেখেছে রাশিয়া ৷ ধ্বংস হয়ে যাচ্ছে সেদেশের বিভিন্ন সংস্থার একের পর এক সুরক্ষিত নথি ৷ ইউক্রেনে হামলার আবহেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও বড়সড় সাইবার হানার ছক কষছে হ্যাকিংয়ের পাওয়ার হাউস রাশিয়া ৷ যা উসকে দিতে পারে 2017 'নোটপেত্যা' ব়্যানসামওয়্যারের স্মৃতি ৷ তাই মার্কিন এবং মার্কিনজাত সংস্থাগুলিকে সতর্ক করলেন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden warns US companies of potential Russian cyberattacks) ৷ পাশাপাশি ডিজিটালি সমস্ত সংস্থার প্রবেশদ্বারে বজ্র আঁটুনির নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

ইউক্রেনের পাশাপাশি সাইবার হ্যাকিংয়ের পাওয়ারহাউস রাশিয়া প্রস্তুত হচ্ছে মার্কিন মুলুকে সাইবার হামলা চালানোর জন্যও ৷ গুপ্তচর বৃত্ত সংস্থাগুলোর থেকে এমন রিপোর্ট পেয়ে স্বভাবতই উদ্বিগ্ন বাইডেন ৷ মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ সাইবার নিরাপত্তা সহায়ক আনে নেউবার্গার হোয়াইট হাউস থেকে এ বিষয়ে সংবাদমাধ্যমকে একটি বিবৃতি প্রদান করেছেন সম্প্রতি ৷

সেখানে তিনিও বাইডেনের সুরেই আশঙ্কা প্রকাশ করেছেন ৷ তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে রাশিয়ার সাইবার হামলার কোনও গোয়েন্দা সতর্কতা নেই বলে জানিয়েছেন নেউবার্গার ৷ যদিও সফটওয়্যার সমস্যা সমাধানের জন্য বারংবার সতর্ক করা সত্ত্বেও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো তাতে কর্ণপাত না-করায় হতাশা গোপন করেননি তিনি ৷

আরও পড়ুন : পুতিনের সঙ্গে আলোচনায় রাজি, তা ব্যর্থ হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

তবে এ ঘটনা নতুন কিছু নয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কয়েকমাস আগেই জারি হয়েছিল এমন সতর্কতা ৷ যদিও বাইডেনের ঘোষণায় তা বাড়তি গুরুত্ব পাচ্ছে বলাই বাহুল্য ৷ 2017 'নোটপেত্যা' ব়্যানসামওয়্যারের কারণে 1 হাজার কোটি ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.