লন্ডন, 9 সেপ্টেম্বর : শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবী আচমকা অসুস্থ হয়ে পড়েছেন । তাই কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত রাখল ইংল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি UK-র ওষুধ প্রস্তুতকারক এই সংস্থা COVID-19 ভ্যাকসিন তৈরির দৌড়ে বিশ্বে সামনের সারিতে রয়েছে ।
অ্যাস্ট্রাজ়েনেকা-র এক মুখপাত্র জানিয়েছেন, একটি স্বাধীন কমিটি ভ্যাকসিনের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখছে। তাই ভ্যাকসিনেশনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। ট্রায়ালের সময় যখনই কোনও স্বেচ্ছাসেবক শারীরিক সমস্যার কথা জানাবেন তখনই এই রুটিন পদক্ষেপ নিতে হবে। বড় ধরনের ট্রায়ালে এরকম অসুস্থতার খবর মাঝেমধ্যে আসতে পারে। কিন্তু, সেগুলি পরীক্ষা করে দেখতেও হবে।
ওই স্বেচ্ছাসেবীর অসুস্থতার প্রকৃতি এবং তীব্রতা এখনও স্পষ্ট নয় । ক্লিনিক্যাল ট্রায়াল চলাকালীন এই ধরনের সমস্যা অস্বাভাবিক নয়। তবে, COVID-19 ভ্যাকসিন পরীক্ষার ক্ষেত্রে এই প্রথম কেউ অসুস্থ হলেন ।
কো-ভ্যাকসিন পরীক্ষার ফেজ়-3 ট্রায়ালে যে ন'টি সংস্থা রয়েছে, তাদের মধ্যে একটি অ্যাস্ট্রাজ়েনেকা । অ্যামেরিকায়, এই কম্পানি 31 অগাস্ট থেকে বেশকিছু জায়গায় 30,000 স্বেচ্ছাসেবীর নাম তালিকাভুক্ত করেছে । AZD 1222 নামে পরিচিত এই ভ্যাকসিনটি। এই টিকা দেওয়ার পরে মানবদেহে এক ধরনের প্রোটিন তৈরি হয়। যা পরে কোরোনা ভাইরাস সংক্রমণ হলে রোগীর শরীরের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে ।