ETV Bharat / international

স্ত্রীর সঙ্গে অশান্তি, 6 সন্তানকে বন্দি করে খুনের হুমকি এক ব্য়ক্তির - সেন্ট পিটার্সবার্গ

প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্য়ক্তি নিজেকে ফ্ল্য়াটের মধ্য়ে বন্দি করে ফেলেছে এবং হুমকি দিয়েছে, তার স্ত্রী ফ্ল্য়াটে প্রবেশ করলে বাচ্চাদের মেরে ফেলবে ৷ ফলে পুলিশের তরফেও খুব সাবধানে বিষয়টিকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ৷ জানা গিয়েছে, ওই মহিলার সবচেয়ে ছোটো সন্তানের বয়স মাত্র 3 বছর এবং সবচেয়ে বড় সন্তানের বয়স 15 বছর ৷

armed-man-takes-six-children-hostage-in-russias-st-petersburg
স্ত্রীর সঙ্গে অশান্তি, 6 সন্তানকে বন্দি করে খুনের হুমকি এক ব্য়ক্তির
author img

By

Published : Nov 24, 2020, 8:18 PM IST

সেন্ট পিটার্সবার্গ, 24 নভেম্বর : স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে নিজের 6 সন্তানকে বন্দি করলো এক ব্য়ক্তি ৷ তাদের প্রাণে মারার হুমকিও দিয়েছে সে ৷ মঙ্গলবার স্থানীয় সময় বেলা 12টা নাগাদ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই ঘটনাটি ঘটেছে ৷ কলপিনো পুলিশের কাছে ফোন করে এই ঘটনার কথা জানান অভিযুক্তের স্ত্রী ৷ তিনি পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর স্বামী তাঁকে ফ্ল্য়াট থেকে মারধর করে বের করে দিয়েছে ৷ আর তাঁদের 6 সন্তানকে বন্দি করে রেখেছে ৷ খবরটি পুলিশের তরফে সুনিশ্চিত করা হয়েছে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্য়ক্তি নিজেকে ফ্ল্য়াটের মধ্য়ে বন্দি করে ফেলেছে এবং হুমকি দিয়েছে, তার স্ত্রী ফ্ল্য়াটে প্রবেশ করলে বাচ্চাদের মেরে ফেলবে ৷ ফলে পুলিশের তরফেও খুব সাবধানে বিষয়টিকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ৷ জানা গিয়েছে, ওই মহিলার সবচেয়ে ছোটো সন্তানের বয়স মাত্র 3 বছর এবং সবচেয়ে বড় সন্তানের বয়স 15 বছর ৷ পুলিশের তরফে ইতিমধ্য়েই ওই অ্য়াপার্টমেন্টের বাইরে বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ অভিযুক্তের আগে কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি ৷

সেন্ট পিটার্সবার্গ, 24 নভেম্বর : স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে নিজের 6 সন্তানকে বন্দি করলো এক ব্য়ক্তি ৷ তাদের প্রাণে মারার হুমকিও দিয়েছে সে ৷ মঙ্গলবার স্থানীয় সময় বেলা 12টা নাগাদ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই ঘটনাটি ঘটেছে ৷ কলপিনো পুলিশের কাছে ফোন করে এই ঘটনার কথা জানান অভিযুক্তের স্ত্রী ৷ তিনি পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর স্বামী তাঁকে ফ্ল্য়াট থেকে মারধর করে বের করে দিয়েছে ৷ আর তাঁদের 6 সন্তানকে বন্দি করে রেখেছে ৷ খবরটি পুলিশের তরফে সুনিশ্চিত করা হয়েছে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্য়ক্তি নিজেকে ফ্ল্য়াটের মধ্য়ে বন্দি করে ফেলেছে এবং হুমকি দিয়েছে, তার স্ত্রী ফ্ল্য়াটে প্রবেশ করলে বাচ্চাদের মেরে ফেলবে ৷ ফলে পুলিশের তরফেও খুব সাবধানে বিষয়টিকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ৷ জানা গিয়েছে, ওই মহিলার সবচেয়ে ছোটো সন্তানের বয়স মাত্র 3 বছর এবং সবচেয়ে বড় সন্তানের বয়স 15 বছর ৷ পুলিশের তরফে ইতিমধ্য়েই ওই অ্য়াপার্টমেন্টের বাইরে বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ অভিযুক্তের আগে কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.