ETV Bharat / international

মাঝ আকাশে গায়েব রাশিয়ার বিমান, পরে রক্ষা 19 যাত্রীর - রাশিয়ার বিমান

রাশিয়ার সিলা নামের একটি বিমান সংস্থার নিয়ন্ত্রনাধীন অন্তর্দেশীয় বিমানটি নিখোঁজ হয় যখন সেটি তমস্ক শহরের কেদরোভির উপর দিয়ে উড়ছিল ৷ বিমান নিখোঁজ হতেই উদ্ধারকারী দল নামায় স্থানীয় প্রশাসন ৷ শেষ অবধি একটি উদ্ধারকারী হেলিকপ্টার হদিশ পায় বিমানটির ৷

s
s
author img

By

Published : Jul 16, 2021, 8:27 PM IST

মস্কো, 16 জুলাই : মাঝ আকাশ থেকে গায়েব রাশিয়ার বিমান ৷ 19 যাত্রী নিয়ে ওড়া অন্তনভ এএন-28 সাইবেরিয়ার উপর দিয়ে যাওয়ার সময় আচমকা ব়্যাডার থেকে হারিয়ে যায় ৷ পরে অবশ্য যান্ত্রিক কারণে জরুরি অবতরণে বাধ্য হওয়া বিমানটির সমস্ত যাত্রীকে উদ্ধার করা গিয়েছে ৷

রাশিয়ার সিলা নামের একটি বিমান সংস্থার নিয়ন্ত্রনাধীন অন্তর্দেশীয় বিমানটি নিখোঁজ হয় যখন সেটি তমস্ক শহরের কেদরোভির উপর দিয়ে উড়ছিল ৷ বিমান নিখোঁজ হতেই উদ্ধারকারী দল নামায় স্থানীয় প্রশাসন ৷ শেষ অবধি একটি উদ্ধারকারী হেলিকপ্টার হদিশ পায় বিমানটির ৷ কোথায়, কীভাবে বিমানটিকে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি ৷ তবে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বিমানের 19 জন যাত্রীই জীবিত ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: ইউক্রেনে ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত 25

রাশিয়ার একই ধরনের ঘটনা ঘটে দু-সপ্তাহ আগে ৷ দৃশ্যমানতার অভাবে অন্তনভ এএন-26 ভেঙে পড়ে পূর্ব রাশিয়ার কামচটকা পেনিনসুলাতে ৷ ঘটনায় মৃত্যু হয় 28 জনের ৷

মস্কো, 16 জুলাই : মাঝ আকাশ থেকে গায়েব রাশিয়ার বিমান ৷ 19 যাত্রী নিয়ে ওড়া অন্তনভ এএন-28 সাইবেরিয়ার উপর দিয়ে যাওয়ার সময় আচমকা ব়্যাডার থেকে হারিয়ে যায় ৷ পরে অবশ্য যান্ত্রিক কারণে জরুরি অবতরণে বাধ্য হওয়া বিমানটির সমস্ত যাত্রীকে উদ্ধার করা গিয়েছে ৷

রাশিয়ার সিলা নামের একটি বিমান সংস্থার নিয়ন্ত্রনাধীন অন্তর্দেশীয় বিমানটি নিখোঁজ হয় যখন সেটি তমস্ক শহরের কেদরোভির উপর দিয়ে উড়ছিল ৷ বিমান নিখোঁজ হতেই উদ্ধারকারী দল নামায় স্থানীয় প্রশাসন ৷ শেষ অবধি একটি উদ্ধারকারী হেলিকপ্টার হদিশ পায় বিমানটির ৷ কোথায়, কীভাবে বিমানটিকে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি ৷ তবে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বিমানের 19 জন যাত্রীই জীবিত ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: ইউক্রেনে ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত 25

রাশিয়ার একই ধরনের ঘটনা ঘটে দু-সপ্তাহ আগে ৷ দৃশ্যমানতার অভাবে অন্তনভ এএন-26 ভেঙে পড়ে পূর্ব রাশিয়ার কামচটকা পেনিনসুলাতে ৷ ঘটনায় মৃত্যু হয় 28 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.