ETV Bharat / international

Russia-Ukraine Crisis : রাশিয়ার আক্রমণের প্রথম দিনে মৃত 137 ইউক্রেনবাসী, জখম 300 - Russia Ukraine Crisis

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) জানালেন, রাশিয়ার আক্রমণের প্রথম দিনে মৃত্যু হয়েছে 137 জন ইউক্রেনবাসীর (Russian Invasion of Ukraine) ৷

2022 Russian Invasion of Ukraine
রাশিয়ার আক্রমণের প্রথম দিনে মৃত 137 ইউক্রেনবাসী, জখম 300
author img

By

Published : Feb 25, 2022, 9:39 AM IST

কিয়েভ (ইউক্রেন), 25 ফেব্রয়ারি : রাশিয়ার আক্রমণের (Russia Invades Ukraine) প্রথম দিনে প্রাণ গিয়েছে 137 জন ইউক্রেনবাসীর (137 Ukranians killed) ৷ জখম হয়েছেন 316 জন ৷ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ৷ বৃহস্পতিবার তিনি একটি ডিক্রিতে সই করেছেন ৷ তাতে আপাতত আগামী 90 দিনের জন্য জেনারেল মোবিলাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছে ৷ যুদ্ধ বা কোনও জরুরি পরিস্থিতিতে দেশের সব শক্তিকে একত্র করার প্রক্রিয়াই হল জেনারেল মোবিলাইজেশন ৷

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে রাশিয়ার সামরিক অভিযানের (2022 Russian Invasion) তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ রাশিয়ার উপর নতুন করে কড়া আর্থিক বিধিনিষেধ জারি করার কথাও ঘোষণা করেছেন তিনি ৷ আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপগুলি করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, বিশ্ব অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনের উপর ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়ার ক্ষমতাকে সীমিত করা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর সম্প্রসারণে অর্থযোগান বন্ধ করা হয়েছে, একুশ শতকের হাইটেক অর্থনীতির সঙ্গে রাশিয়ার প্রতিযোগিতা করার ক্ষমতা খর্ব করা হয়েছে ৷

আরও পড়ুন: Strong Sanctions on Russia : "পুতিনের সঙ্গে আর কথা নয়, রাশিয়াকে ফল ভুগতে হবে", আর্থিক নিষেধাজ্ঞা জারি করে ঘোষণা বাইডেনের

জো বাইডেন এই নিষেধাজ্ঞাকে 'সত্যিকারের ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা' হিসেবে উল্লেখ করেছেন ৷ তিনি বলেন, "ইউক্রেনের উপর রাশিয়ার এই হামলা হল তাদের নগ্ন আগ্রাসন ৷ পুতিন যুদ্ধ বেছে নিয়েছেন ৷ এবার তার মূল্য চোকাতে হবে পুতিন ও তাঁর দেশকে ৷"

অপরদিকে, বৃহস্পতিবার বিশ্ব ব্যাংক একটি বিবৃতিতে জানিয়েছে, বর্তমান সংকটের সময়ে ইউক্রেনকে অবিলম্বে আর্থিক সাহায্য করার জন্য তারা প্রস্তুত রয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, "ইউক্রেনকে অবিলম্বে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত রয়েছি ৷ দ্রুত অর্থসাহায্য পাঠানোর ব্যবস্থা করা ও অন্যান্য সব বিকল্প তৈরি রাখা হচ্ছে ৷ দ্রুত সাড়া দেওয়ার জন্য ডেভলপমেন্ট পার্টনারদের সঙ্গে নিয়ে বিশ্ব ব্যাংক গ্রুপ সব অর্থনৈতিক ও প্রযুক্তিগত সাপোর্ট টুলকে ব্যবহার করবে ৷"

আরও পড়ুন : ‘...এত উত্তেজনা !’ রাশিয়া পৌঁছে মন্তব্য পাক প্রধানমন্ত্রী ইমরানের

কিয়েভ (ইউক্রেন), 25 ফেব্রয়ারি : রাশিয়ার আক্রমণের (Russia Invades Ukraine) প্রথম দিনে প্রাণ গিয়েছে 137 জন ইউক্রেনবাসীর (137 Ukranians killed) ৷ জখম হয়েছেন 316 জন ৷ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ৷ বৃহস্পতিবার তিনি একটি ডিক্রিতে সই করেছেন ৷ তাতে আপাতত আগামী 90 দিনের জন্য জেনারেল মোবিলাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছে ৷ যুদ্ধ বা কোনও জরুরি পরিস্থিতিতে দেশের সব শক্তিকে একত্র করার প্রক্রিয়াই হল জেনারেল মোবিলাইজেশন ৷

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে রাশিয়ার সামরিক অভিযানের (2022 Russian Invasion) তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ রাশিয়ার উপর নতুন করে কড়া আর্থিক বিধিনিষেধ জারি করার কথাও ঘোষণা করেছেন তিনি ৷ আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপগুলি করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, বিশ্ব অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনের উপর ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়ার ক্ষমতাকে সীমিত করা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর সম্প্রসারণে অর্থযোগান বন্ধ করা হয়েছে, একুশ শতকের হাইটেক অর্থনীতির সঙ্গে রাশিয়ার প্রতিযোগিতা করার ক্ষমতা খর্ব করা হয়েছে ৷

আরও পড়ুন: Strong Sanctions on Russia : "পুতিনের সঙ্গে আর কথা নয়, রাশিয়াকে ফল ভুগতে হবে", আর্থিক নিষেধাজ্ঞা জারি করে ঘোষণা বাইডেনের

জো বাইডেন এই নিষেধাজ্ঞাকে 'সত্যিকারের ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা' হিসেবে উল্লেখ করেছেন ৷ তিনি বলেন, "ইউক্রেনের উপর রাশিয়ার এই হামলা হল তাদের নগ্ন আগ্রাসন ৷ পুতিন যুদ্ধ বেছে নিয়েছেন ৷ এবার তার মূল্য চোকাতে হবে পুতিন ও তাঁর দেশকে ৷"

অপরদিকে, বৃহস্পতিবার বিশ্ব ব্যাংক একটি বিবৃতিতে জানিয়েছে, বর্তমান সংকটের সময়ে ইউক্রেনকে অবিলম্বে আর্থিক সাহায্য করার জন্য তারা প্রস্তুত রয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, "ইউক্রেনকে অবিলম্বে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত রয়েছি ৷ দ্রুত অর্থসাহায্য পাঠানোর ব্যবস্থা করা ও অন্যান্য সব বিকল্প তৈরি রাখা হচ্ছে ৷ দ্রুত সাড়া দেওয়ার জন্য ডেভলপমেন্ট পার্টনারদের সঙ্গে নিয়ে বিশ্ব ব্যাংক গ্রুপ সব অর্থনৈতিক ও প্রযুক্তিগত সাপোর্ট টুলকে ব্যবহার করবে ৷"

আরও পড়ুন : ‘...এত উত্তেজনা !’ রাশিয়া পৌঁছে মন্তব্য পাক প্রধানমন্ত্রী ইমরানের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.