ETV Bharat / international

শ্রীলঙ্কার হোটেলে বিস্ফোরণ : খতম চরমপন্থী মৌলবি

কলম্বোর হোটেলে হানায় মৃত্যু হয়েছে চরমপন্থী মৌলবি জ়াহরান হাশিমের । একাধিক মহলের বক্তব্য, শ্রীলঙ্কার চার্চে বিস্ফোরণের ঘটনায় যুক্ত ছিলেন জ়াহরান ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 26, 2019, 10:57 AM IST

Updated : Apr 26, 2019, 11:55 AM IST

কলম্বো, 26 এপ্রিল : কলম্বোর হোটেলে বিস্ফোরণের মূলচক্রী চরমপন্থী মৌলবি জ়াহরান হাশিমের মৃত্যু হয়েছে । আজ একথা জানালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈথ্রীপালা সিরিসেনা । তিনি বলেন, "গোয়েন্দা বিভাগ জানিয়েছে শাংরি-লাতেই মৃত্যু হয়েছে জ়াহরানের । সে স্থানীয় চরমপন্থী সংগঠনের নেতা ছিল ।" রবিবার বিস্ফোরণ হয় এই শাংরি লাতেই ।

23 এপ্রিল কলম্বোর ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করার পর একটি ভিডিয়ো প্রকাশ করে ISIS । যেখানে হাশিমকে ISIS প্রধান আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে সাতজনের একটি গ্রুপের নেতৃত্ব দিতে দেখা যায় । ভিডিয়োয় তাকে দেখা গেলেও হোটেলে হামলার পর এই আত্মঘাতী বোমারু কোথায় ছিল তা জানা যায়নি । এদিকে আজ শ্রীলঙ্কার তরফ থেকে হামলায় হাশিমের ভূমিকা নিয়েও নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি ।

বিস্ফোরণের পর থেকেই হাশিমকে হন্যে হয়ে খুঁজছিলেন তদন্তকারীরা । দা ন্যাশনাল থৌহিথ জামাত নামে একটি জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিত সে । প্রাথমিকভাবে সন্দেহ ছিল, ওই জঙ্গি সংগঠনই হামলার সঙ্গে জড়িত । আজ অবশ্য প্রেসিডেন্ট জানান, শাংরি লাতেই মৃত্যু হয়েছে হাশিমের ।

কলম্বো, 26 এপ্রিল : কলম্বোর হোটেলে বিস্ফোরণের মূলচক্রী চরমপন্থী মৌলবি জ়াহরান হাশিমের মৃত্যু হয়েছে । আজ একথা জানালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈথ্রীপালা সিরিসেনা । তিনি বলেন, "গোয়েন্দা বিভাগ জানিয়েছে শাংরি-লাতেই মৃত্যু হয়েছে জ়াহরানের । সে স্থানীয় চরমপন্থী সংগঠনের নেতা ছিল ।" রবিবার বিস্ফোরণ হয় এই শাংরি লাতেই ।

23 এপ্রিল কলম্বোর ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করার পর একটি ভিডিয়ো প্রকাশ করে ISIS । যেখানে হাশিমকে ISIS প্রধান আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে সাতজনের একটি গ্রুপের নেতৃত্ব দিতে দেখা যায় । ভিডিয়োয় তাকে দেখা গেলেও হোটেলে হামলার পর এই আত্মঘাতী বোমারু কোথায় ছিল তা জানা যায়নি । এদিকে আজ শ্রীলঙ্কার তরফ থেকে হামলায় হাশিমের ভূমিকা নিয়েও নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি ।

বিস্ফোরণের পর থেকেই হাশিমকে হন্যে হয়ে খুঁজছিলেন তদন্তকারীরা । দা ন্যাশনাল থৌহিথ জামাত নামে একটি জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিত সে । প্রাথমিকভাবে সন্দেহ ছিল, ওই জঙ্গি সংগঠনই হামলার সঙ্গে জড়িত । আজ অবশ্য প্রেসিডেন্ট জানান, শাংরি লাতেই মৃত্যু হয়েছে হাশিমের ।

Toyama (Japan), Apr 04 (ANI): JFE Engineering, a leading engineering company in Japan has constructed a Liquefied natural gas (LNG) terminal for Hokuriku Electric Power Company. LNG has low carbon dioxide and nitrogen oxide emissions as compared to other fossil fuels. LNG energy has small environmental load that does not emit sulphur oxides. Demand for LNG has been increasing worldwide due to the recent environmental initiatives and economic growth and it is also expected to increase in the future, especially in the developing countries in Asia. One of JFE Engineering's flagship businesses "LNG plant business" has a wealth of construction experience since the construction of LNG storage tank facility in 1978. The construction of LNG terminal was completed in minimal time and no accidents were reported despite the fact that the construction site was near residential area with several restrictions. JFE Engineering continues to provide product and service based on advanced technological capability and contributes to the development of infrastructure.
Last Updated : Apr 26, 2019, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.