ETV Bharat / international

দ্রুত ভারত থেকে ফিরে আসুন, মার্কিন নাগরিকদের পরামর্শ বাইডেন সরকারের - ভারত ছেড়ে চলে আসুন

ভারতে সংক্রমণের হার বেড়েই চলেছে ৷ বিগত বেশ কিছু দিন ধরেই নানা দেশ থেকে ভারতে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আমেরিকাও ভারতে বসবাসকারী তাদের নাগরিকদের ফিরে আসতে পরামর্শ দিয়েছে ৷

চলছে ভারতে করোনা সংকট
চলছে ভারতে করোনা সংকট
author img

By

Published : Apr 29, 2021, 1:57 PM IST

Updated : Apr 29, 2021, 2:51 PM IST

নিউ দিল্লি, 29 এপ্রিল: যত দ্রুত সম্ভব ভারত ছেড়ে চলে আসতে পরামর্শ দিয়েছে আমেরিকা সরকার ৷ ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতিতে এদেশে বসবাসকারী আমেরিকার নাগরিকদের দেশে ফিরে আসতে এই বার্তা দিয়েছে বাইডেন সরকার ৷

আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেটের জারি করা চারটি স্তরের পরামর্শের মধ্যে সবচেয়ে বেশি বার বলা হয়েছে, ভারতে যাবেন না অথবা ভারত ছেড়ে চলে আসুন যত তাড়াতাড়ি সম্ভব ৷ এই দপ্তর জানিয়েছে, ভারত আর আমেরিকার মধ্যে সরাসরি 14টি বিমান চালু আছে, আর অন্য ভাবে গোটা ইউরোপের মাধ্যমে পৌঁছানো যাবে আমেরিকায় ৷

আরও পড়ুন: মনে হচ্ছে আপনারা চাইছেন মানুষ মারা যাক, কেন্দ্রকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

সরকারি হিসেব অনুযায়ী, বুধবার করোনা সংক্রমণ বেড়ে হয়েছে 3,60,960 ৷ এর সঙ্গে মারা গিয়েছেন 3293 জন ৷ এই দুটো সংখ্যাই রেকর্ড ৷ বর্তমানে ভারতের সংক্রমণের হার বিশ্বের সব দেশের থেকে বেশি ৷

দেশে ফিরতে পরামর্শ আমেরিকা সরকারের
দেশে ফিরতে পরামর্শ আমেরিকা সরকারের

এই সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়া ভারতে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেয় ৷ যাতে দেশে করোনা সংক্রমণের সংখ্যা না বাড়ে ৷ বিগত দশ দিন ধরে ব্রিটেনও ভারত থেকে কোনো যাত্রীকে ইউকে-তে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ ব্রিটিশ আর আইরিশ নাগরিক যাঁরা ভারত থেকে ইংল্যান্ডে যাচ্ছেন, তাঁদের হোটেলে কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূল্যক ৷

নিউ দিল্লি, 29 এপ্রিল: যত দ্রুত সম্ভব ভারত ছেড়ে চলে আসতে পরামর্শ দিয়েছে আমেরিকা সরকার ৷ ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতিতে এদেশে বসবাসকারী আমেরিকার নাগরিকদের দেশে ফিরে আসতে এই বার্তা দিয়েছে বাইডেন সরকার ৷

আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেটের জারি করা চারটি স্তরের পরামর্শের মধ্যে সবচেয়ে বেশি বার বলা হয়েছে, ভারতে যাবেন না অথবা ভারত ছেড়ে চলে আসুন যত তাড়াতাড়ি সম্ভব ৷ এই দপ্তর জানিয়েছে, ভারত আর আমেরিকার মধ্যে সরাসরি 14টি বিমান চালু আছে, আর অন্য ভাবে গোটা ইউরোপের মাধ্যমে পৌঁছানো যাবে আমেরিকায় ৷

আরও পড়ুন: মনে হচ্ছে আপনারা চাইছেন মানুষ মারা যাক, কেন্দ্রকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

সরকারি হিসেব অনুযায়ী, বুধবার করোনা সংক্রমণ বেড়ে হয়েছে 3,60,960 ৷ এর সঙ্গে মারা গিয়েছেন 3293 জন ৷ এই দুটো সংখ্যাই রেকর্ড ৷ বর্তমানে ভারতের সংক্রমণের হার বিশ্বের সব দেশের থেকে বেশি ৷

দেশে ফিরতে পরামর্শ আমেরিকা সরকারের
দেশে ফিরতে পরামর্শ আমেরিকা সরকারের

এই সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়া ভারতে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেয় ৷ যাতে দেশে করোনা সংক্রমণের সংখ্যা না বাড়ে ৷ বিগত দশ দিন ধরে ব্রিটেনও ভারত থেকে কোনো যাত্রীকে ইউকে-তে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ ব্রিটিশ আর আইরিশ নাগরিক যাঁরা ভারত থেকে ইংল্যান্ডে যাচ্ছেন, তাঁদের হোটেলে কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূল্যক ৷

Last Updated : Apr 29, 2021, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.