দুবাই, 31 মে : করোনা সংক্রমণ রুখতে ভারত থেকে যাত্রীবাহী উড়ান পরিষেবায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল সংযুক্ত আরব আমিরশাহি ৷ রবিবার এই মেয়াদ বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হল ৷
ভারতে করোনার বাড়বাড়ন্তের জেরে প্রাথমিকভাবে 25 এপ্রিল থেকে উড়ান পরিষেবায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ৷
রবিবার এমিরেটস তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে জানায়, 30 জুন পর্যন্ত ভারত থেকে যাত্রীবাহী উড়ান পরিষেবা স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরশাহী ৷
আরও পড়ুন : 10 জুন পর্যন্ত তেলাঙ্গানায় লকডাউন, বাড়ল ওড়িশা-হরিয়ানাতেও
গত 14 দিনের মধ্যে যে সমস্ত যাত্রী ভারতে যাতায়াত করেছেন তাঁদের অন্য কোনও জায়গা থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে যাতায়াত গৃহীত হবে না বলেও জানানো হয়েছে ৷ এছাড়াও বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির নাগরিক যাঁদের গোল্ডেন ভিসা আছে এবং কূটনৈতিক মিশনের সদস্য যাঁরা করোনা বিধি মেনে চলেন একমাত্র তাঁদের ভ্রমণের জন্য ছাড় দেওয়া হবে ৷
প্রসঙ্গত, এমিরেটস এর আগে ঘোষণা করেছিল যে 14 জুন পর্যন্ত উড়ান পরিষেবায় স্থগিতাদেশ চলবে ৷