ETV Bharat / international

Earthquake Hits Japan : খেলনার মতো দুলছে ট্রেন, জাপানে প্রবল ভূমিকম্পে জারি সুনামি সতর্কতা - Earthquake Hits Japan

গতকাল স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতের কিছুটা আগেই কেঁপে উঠল ফুকুশিমা উপকূল ৷ এমনকি রাজধানী টোকিয়োতেও পৌঁছাল সেই তীব্র কম্পন (Earthquake Hits Japan) ৷

A train in the capital Tokyo rocking violently
ভূমিকম্পে বেঁকে গিয়েছে ট্রেন
author img

By

Published : Mar 17, 2022, 9:23 AM IST

টোকিয়ো, 17 মার্চ : প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ৷ বুধবার মধ্যরাতের খানিক আগে 7.4 তীব্রতার ভূকম্পনে কেঁপে ওঠে ফুকুশিমার উপকূল অঞ্চল ৷ রাজধানী টোকিয়োর 275 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে কম্পন ৷ ঘটনায় অন্ততপক্ষে 4 জন মারা গিয়েছেন এবং 94 জন আহত হয়েছেন ৷ 60 কিমি গভীর এই তীব্র ভূকম্পনের পর সুনামি নিয়ে সতর্কতা জারি করেছে জাপান সরকার (Tsunami alert as 7.4 magnitude earthquake hit Fukushima coast in Japan) ৷

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Prime Minister Fumio Kishida) জানিয়েছেন, আগামী 2-3 দিন আরও বেশি তীব্রতার ভূমিকম্প হতে পারে ৷ জাপানের উত্তরপূর্ব উপকূলীয় অঞ্চল থেকে সুনামির সতর্কবার্তা প্রত্যাহার করে বিদ্যুৎ চালু করা হয়েছে ৷ যদিও বাকি অঞ্চলে মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় ৷

আরও পড়ুন : ফুকুশিমার নিউক্লিয়ার প্ল্যান্টের লক্ষ লক্ষ টন বিষাক্ত জল ছাড়বে জাপান, বিশ্বজুড়ে তোলপাড়

ভূমিকম্পের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে টোকিও অন্ধকারে ডুবে গিয়েছে ৷ তার মধ্যে পুলিশের লাল আলোয় গাড়ি চলাচল করছে ৷ টোকিয়োয় একটি চলন্ত ট্রেন ভূমিকম্পের তীব্রতায় লাইনচ্যুত হয়ে যায় ৷ কোথাও খেলনা গাড়ির মতো দুলছে আস্ত ট্রেন ৷ ফুকুশিমার এমনই একটি শিহরণ জাগানো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ রাস্তায় ফাটল ধরেছে ৷ সুপারমার্কেটে তাক থেকে জিনিস ছিটকে পড়ছে মেঝেয় ৷

টোকিয়োর একটি বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর প্রায় 20 লক্ষ বাড়িতে বিদ্যুৎ ছিল না ৷ এর মধ্যে 70 হাজার শুধুমাত্র রাজধানী টোকিয়োতে ৷ এখনও পর্যন্ত স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7.40 পর্যন্ত প্রায় 38 হাজার 500 টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জানিয়েছে আরও একটি বিদ্যুৎ সংস্থা ৷

এই ভূমিকম্প 2011-র 11 মার্চের ভয়াবহ সুনামির স্মৃতি ফিরিয়ে এনেছে ৷ 18 হাজার 500 জন হয় নিখোঁজ, অথবা মারা গিয়েছেন ৷ তছনছ হয়ে গিয়েছিল জাপান ৷ প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার'-এ অবস্থিত জাপানে ভূমিকম্প, সুনামি হওয়ার সম্ভাবনা বেশি ৷ ঠিক 11 বছর পর 16 মার্চ ফের তীব্র ভূকম্পনে কেঁপে উঠল ফুকুশিমা উপকূল ৷

টোকিয়ো, 17 মার্চ : প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ৷ বুধবার মধ্যরাতের খানিক আগে 7.4 তীব্রতার ভূকম্পনে কেঁপে ওঠে ফুকুশিমার উপকূল অঞ্চল ৷ রাজধানী টোকিয়োর 275 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে কম্পন ৷ ঘটনায় অন্ততপক্ষে 4 জন মারা গিয়েছেন এবং 94 জন আহত হয়েছেন ৷ 60 কিমি গভীর এই তীব্র ভূকম্পনের পর সুনামি নিয়ে সতর্কতা জারি করেছে জাপান সরকার (Tsunami alert as 7.4 magnitude earthquake hit Fukushima coast in Japan) ৷

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Prime Minister Fumio Kishida) জানিয়েছেন, আগামী 2-3 দিন আরও বেশি তীব্রতার ভূমিকম্প হতে পারে ৷ জাপানের উত্তরপূর্ব উপকূলীয় অঞ্চল থেকে সুনামির সতর্কবার্তা প্রত্যাহার করে বিদ্যুৎ চালু করা হয়েছে ৷ যদিও বাকি অঞ্চলে মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় ৷

আরও পড়ুন : ফুকুশিমার নিউক্লিয়ার প্ল্যান্টের লক্ষ লক্ষ টন বিষাক্ত জল ছাড়বে জাপান, বিশ্বজুড়ে তোলপাড়

ভূমিকম্পের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে টোকিও অন্ধকারে ডুবে গিয়েছে ৷ তার মধ্যে পুলিশের লাল আলোয় গাড়ি চলাচল করছে ৷ টোকিয়োয় একটি চলন্ত ট্রেন ভূমিকম্পের তীব্রতায় লাইনচ্যুত হয়ে যায় ৷ কোথাও খেলনা গাড়ির মতো দুলছে আস্ত ট্রেন ৷ ফুকুশিমার এমনই একটি শিহরণ জাগানো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ রাস্তায় ফাটল ধরেছে ৷ সুপারমার্কেটে তাক থেকে জিনিস ছিটকে পড়ছে মেঝেয় ৷

টোকিয়োর একটি বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর প্রায় 20 লক্ষ বাড়িতে বিদ্যুৎ ছিল না ৷ এর মধ্যে 70 হাজার শুধুমাত্র রাজধানী টোকিয়োতে ৷ এখনও পর্যন্ত স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7.40 পর্যন্ত প্রায় 38 হাজার 500 টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জানিয়েছে আরও একটি বিদ্যুৎ সংস্থা ৷

এই ভূমিকম্প 2011-র 11 মার্চের ভয়াবহ সুনামির স্মৃতি ফিরিয়ে এনেছে ৷ 18 হাজার 500 জন হয় নিখোঁজ, অথবা মারা গিয়েছেন ৷ তছনছ হয়ে গিয়েছিল জাপান ৷ প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার'-এ অবস্থিত জাপানে ভূমিকম্প, সুনামি হওয়ার সম্ভাবনা বেশি ৷ ঠিক 11 বছর পর 16 মার্চ ফের তীব্র ভূকম্পনে কেঁপে উঠল ফুকুশিমা উপকূল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.