ETV Bharat / international

Afghanistan Unrest : বিমানে উঠতে হুড়োহুড়ি, কমপক্ষে মৃত 5; চরম অরাজকতা কাবুলে - আফগানিস্তান

সড়কপথে আফগানিস্তান ছাড়ার উপায় নেই ৷ তাই হাজার হাজার মানুষের গন্তব্য ছিল বিমানবন্দর ৷ হামিদ কারজাই বিমানবন্দরের রানওয়ের মধ্যে অপেক্ষা করতে দেখা যায় প্রচুর মানুষকে ৷

Kabul
Kabul
author img

By

Published : Aug 16, 2021, 1:17 PM IST

Updated : Aug 16, 2021, 3:52 PM IST

কাবুল, 16 অগস্ট : কেউ বিমানে ওঠার সিঁড়ির গা বেয়ে চড়ার চেষ্টা করলেন ৷ কেউ সামনে জনকে ঠেলে ফেলে উপরে উঠে গেলেন ৷ যেনতেন প্রকারেণ একবার বিমানে উঠতে পারলেই বাঁচোয়া ৷ আজ সকালে কাবুল বিমানবন্দরে এমনই শিউরে ওঠা দৃশ্য দেখা গিয়েছে ৷ বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড় ৷ টিকিট নেই, ভিসা নেই ৷ কিন্তু সবার মাথায় একটাই চিন্তা, প্রাণ বাঁচাতে হলে আফগানিস্তান ছাড়তে হবে ৷ আর তাই বিমানে ওঠার এমন মরিয়া চেষ্টা ৷

গতকাল থেকেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জনস্রোত দেখা গিয়েছে ৷ রবিবার দুপুরে শোনা যায়, কাবুলে ঢুকে পড়েছে তালিবানরা ৷ সড়কপথে আফগানিস্তান ছাড়ার উপায় নেই ৷ তাই হাজার হাজার মানুষের গন্তব্য ছিল বিমানবন্দর ৷ হামিদ কারজাই বিমানবন্দরের রানওয়ের মধ্যে অপেক্ষা করতে দেখা যায় প্রচুর মানুষকে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকান সেনা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় ৷ তারপরই দেখা যায় বিমানে ওঠার ফ্রন্ট ডোরের সিঁড়িতে ওঠার জন্য রীতিমতো হুড়োহুড়ি করছে মানুষ ৷ অনেকে আবার রানওয়ের মধ্যে ঘোরাঘুরি করতে থাকেন ৷ দেখে মনে হচ্ছিল সব আশা ছেড়ে দিয়েছেন ৷ ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেইসব ছবি, ভিডিয়ো আঁতকে ওঠার মতো ৷ যা দেখে নেটিজেনদের প্রশ্ন, আদৌ কি এই বিমান উড়বে ?

সেরকমই এক ভিডিয়ো টুইট করে একজন লিখেছেন, "সকাল 7:45-এ আফগানিস্তানের পরিস্থিতি দেখুন ৷ গুলিতে কয়েকজনের মারা যাওয়ার খবর ছড়াতেই বিমানে ওঠার হুড়োহুড়ি লেগেছে ৷ যে কোনও মূল্যে আফগানিস্তান ছাড়তে হবে তাঁদের ৷ তালিবানদের হাতে থেকে মুক্ত হতে হবে ৷" অন্য একজন লিখেছেন, "কোনও সাহায্য নেই ৷ নিরাপত্তা নেই ৷ এই নিরপরাধ মানুষগুলোর জীবন বাঁচাতে কিছু করুন ৷" একটি ভিডিয়োতে আবার দেখা যাচ্ছে, বিমানবন্দরের বাইরে ইতিউতি পড়ে রয়েছে দেহ ৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত কাবুল বিমানবন্দরে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন : Ashraf Ghani : রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছি, আফগানবাসীর উদ্দেশে বার্তা গনির

এদিকে আজ থেকে কাবুল বিমানবন্দর থেকে উড়ান চালাতে অস্বীকার করে বিমানসংস্থাগুলি ৷ গতকাল দুটি এয়ার মিসাইল চলায় এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আজ দুপুর 12:50 নাগাদ কাবুল থেকে দিল্লির এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়ার কথা ছিল ৷ কিন্তু পরে তা বাতিল হয়ে যায় ৷ আমেরিকা, ব্রিটিশ, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলি আফগানিস্তানের এয়ারস্পেস ব্যবহার করতে চাইছে না ৷ কাবুলে থাকা ভারতীয় দূতাবাসের কর্মী এবং আধিকারিকরা রবিবার রাতেই আফগানিস্তানের রাজধানী ছেড়ে দিয়েছেন ৷

কাবুল, 16 অগস্ট : কেউ বিমানে ওঠার সিঁড়ির গা বেয়ে চড়ার চেষ্টা করলেন ৷ কেউ সামনে জনকে ঠেলে ফেলে উপরে উঠে গেলেন ৷ যেনতেন প্রকারেণ একবার বিমানে উঠতে পারলেই বাঁচোয়া ৷ আজ সকালে কাবুল বিমানবন্দরে এমনই শিউরে ওঠা দৃশ্য দেখা গিয়েছে ৷ বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড় ৷ টিকিট নেই, ভিসা নেই ৷ কিন্তু সবার মাথায় একটাই চিন্তা, প্রাণ বাঁচাতে হলে আফগানিস্তান ছাড়তে হবে ৷ আর তাই বিমানে ওঠার এমন মরিয়া চেষ্টা ৷

গতকাল থেকেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জনস্রোত দেখা গিয়েছে ৷ রবিবার দুপুরে শোনা যায়, কাবুলে ঢুকে পড়েছে তালিবানরা ৷ সড়কপথে আফগানিস্তান ছাড়ার উপায় নেই ৷ তাই হাজার হাজার মানুষের গন্তব্য ছিল বিমানবন্দর ৷ হামিদ কারজাই বিমানবন্দরের রানওয়ের মধ্যে অপেক্ষা করতে দেখা যায় প্রচুর মানুষকে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকান সেনা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় ৷ তারপরই দেখা যায় বিমানে ওঠার ফ্রন্ট ডোরের সিঁড়িতে ওঠার জন্য রীতিমতো হুড়োহুড়ি করছে মানুষ ৷ অনেকে আবার রানওয়ের মধ্যে ঘোরাঘুরি করতে থাকেন ৷ দেখে মনে হচ্ছিল সব আশা ছেড়ে দিয়েছেন ৷ ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেইসব ছবি, ভিডিয়ো আঁতকে ওঠার মতো ৷ যা দেখে নেটিজেনদের প্রশ্ন, আদৌ কি এই বিমান উড়বে ?

সেরকমই এক ভিডিয়ো টুইট করে একজন লিখেছেন, "সকাল 7:45-এ আফগানিস্তানের পরিস্থিতি দেখুন ৷ গুলিতে কয়েকজনের মারা যাওয়ার খবর ছড়াতেই বিমানে ওঠার হুড়োহুড়ি লেগেছে ৷ যে কোনও মূল্যে আফগানিস্তান ছাড়তে হবে তাঁদের ৷ তালিবানদের হাতে থেকে মুক্ত হতে হবে ৷" অন্য একজন লিখেছেন, "কোনও সাহায্য নেই ৷ নিরাপত্তা নেই ৷ এই নিরপরাধ মানুষগুলোর জীবন বাঁচাতে কিছু করুন ৷" একটি ভিডিয়োতে আবার দেখা যাচ্ছে, বিমানবন্দরের বাইরে ইতিউতি পড়ে রয়েছে দেহ ৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত কাবুল বিমানবন্দরে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন : Ashraf Ghani : রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছি, আফগানবাসীর উদ্দেশে বার্তা গনির

এদিকে আজ থেকে কাবুল বিমানবন্দর থেকে উড়ান চালাতে অস্বীকার করে বিমানসংস্থাগুলি ৷ গতকাল দুটি এয়ার মিসাইল চলায় এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আজ দুপুর 12:50 নাগাদ কাবুল থেকে দিল্লির এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়ার কথা ছিল ৷ কিন্তু পরে তা বাতিল হয়ে যায় ৷ আমেরিকা, ব্রিটিশ, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলি আফগানিস্তানের এয়ারস্পেস ব্যবহার করতে চাইছে না ৷ কাবুলে থাকা ভারতীয় দূতাবাসের কর্মী এবং আধিকারিকরা রবিবার রাতেই আফগানিস্তানের রাজধানী ছেড়ে দিয়েছেন ৷

Last Updated : Aug 16, 2021, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.