ETV Bharat / international

Panjshir Valley : পঞ্জশিরের দিকে এগোচ্ছে কয়েকশো তালিবান, তৈরি মাসুদরাও - afghanistan crisis

পঞ্জশিরের বিদ্রোহী নেতারা শান্তিপূর্ণ আলোচনার আশা করছেন ৷ তবে তাঁর বাহিনী যে তালিবানদের মোকাবিলায় তৈরি আছেন সেকথাও স্পষ্ট করে দিয়েছেন আহমেদ মাসুদ ৷

Panjshir Valley
Panjshir Valley
author img

By

Published : Aug 23, 2021, 10:39 AM IST

কাবুল, 23 অগস্ট : গোটা আফগানিস্তান প্রায় দখল করে নিলেও একটা জায়গায় দাঁত ফোটাতে পারেনি তালিবানরা ৷ সেটা হল পঞ্জশির উপত্যকা ৷ 20 বছর আগেও পঞ্জশির দখল করার স্বপ্ন সফল হয়নি তালিবানের ৷ তাই আফগানিস্তান সাদা পতাকায় মুড়ে দেওয়ার পর এবার বিদ্রোহীদের গড় পঞ্জশির ঘাঁটির দিকে এগোচ্ছে কয়েকশো তালিবান ৷ বিদ্রোহীদের হটিয়ে উপত্যকা দখল করাই লক্ষ্য তাদের ৷ পঞ্জশিরের দিকে তালিবানদের রওনা হওয়ার খবরে তৈরি হয়ে রয়েছে আহমেদ মাসুদ বাহিনীও ৷

তালিবানের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, "ইসলামিক এমিরেটের কয়েকশো মুজাহিদিন পঞ্জশিরের দিকে যাচ্ছে ৷ স্থানীয় প্রশাসন এই জায়গা শান্তিপূর্ণভাবে তালিবানদের হাতে তুলে দিতে অস্বীকার করেছে ৷ তাই লড়ে পঞ্জশির দখল করাই লক্ষ্য ৷" বিভিন্ন সংবাদ সংস্থার খবর অনুযায়ী, কাবুলের উত্তর পূর্বে অবস্থিত এই উপত্যকায় অস্ত্রশস্ত্র নিয়ে টহল দিচ্ছে মাসুদ বাহিনী ৷ পথেঘাটে পঞ্চশির ন্যাশনাল রেজিস্টেন্ট ফ্রন্টের পতাকা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আফগান শিশুদের ঘোরাফেরা করতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : Pro-Taliban post : তালিবানের প্রতি ভালোবাসা ব্যক্ত করে গ্রেফতার যুবক

তালিবানরা আফগানিস্তান দখল করার পর প্রাণ বাঁচাতে হাজারো আফগান পঞ্জশিরে চলে এসে তালিবান প্রতিরোধ আন্দোলনে যোগ দিয়েছেন ৷ আফগানিস্তানের এই উপত্যকা অঞ্চলে তালিবান বিরোধিতায় প্রচুর মানুষ একজোট হয়েছেন ৷ যাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আফগান ন্যাশনাল আর্মির জওয়ান ৷ তাঁদের নেতৃত্বে রয়েছেন নর্দান অ্যালায়েন্সের প্রধান প্রাক্তন মুজাহিদিন কমান্ডার আহমেদ শাহ মাসুদ ৷ তাঁর সঙ্গে রয়েছেন নিজেকে আফগানিস্তানের কেয়ারটেকার রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা আমরুল্লাহ সালেহ ৷

কাবুল, 23 অগস্ট : গোটা আফগানিস্তান প্রায় দখল করে নিলেও একটা জায়গায় দাঁত ফোটাতে পারেনি তালিবানরা ৷ সেটা হল পঞ্জশির উপত্যকা ৷ 20 বছর আগেও পঞ্জশির দখল করার স্বপ্ন সফল হয়নি তালিবানের ৷ তাই আফগানিস্তান সাদা পতাকায় মুড়ে দেওয়ার পর এবার বিদ্রোহীদের গড় পঞ্জশির ঘাঁটির দিকে এগোচ্ছে কয়েকশো তালিবান ৷ বিদ্রোহীদের হটিয়ে উপত্যকা দখল করাই লক্ষ্য তাদের ৷ পঞ্জশিরের দিকে তালিবানদের রওনা হওয়ার খবরে তৈরি হয়ে রয়েছে আহমেদ মাসুদ বাহিনীও ৷

তালিবানের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, "ইসলামিক এমিরেটের কয়েকশো মুজাহিদিন পঞ্জশিরের দিকে যাচ্ছে ৷ স্থানীয় প্রশাসন এই জায়গা শান্তিপূর্ণভাবে তালিবানদের হাতে তুলে দিতে অস্বীকার করেছে ৷ তাই লড়ে পঞ্জশির দখল করাই লক্ষ্য ৷" বিভিন্ন সংবাদ সংস্থার খবর অনুযায়ী, কাবুলের উত্তর পূর্বে অবস্থিত এই উপত্যকায় অস্ত্রশস্ত্র নিয়ে টহল দিচ্ছে মাসুদ বাহিনী ৷ পথেঘাটে পঞ্চশির ন্যাশনাল রেজিস্টেন্ট ফ্রন্টের পতাকা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আফগান শিশুদের ঘোরাফেরা করতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : Pro-Taliban post : তালিবানের প্রতি ভালোবাসা ব্যক্ত করে গ্রেফতার যুবক

তালিবানরা আফগানিস্তান দখল করার পর প্রাণ বাঁচাতে হাজারো আফগান পঞ্জশিরে চলে এসে তালিবান প্রতিরোধ আন্দোলনে যোগ দিয়েছেন ৷ আফগানিস্তানের এই উপত্যকা অঞ্চলে তালিবান বিরোধিতায় প্রচুর মানুষ একজোট হয়েছেন ৷ যাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আফগান ন্যাশনাল আর্মির জওয়ান ৷ তাঁদের নেতৃত্বে রয়েছেন নর্দান অ্যালায়েন্সের প্রধান প্রাক্তন মুজাহিদিন কমান্ডার আহমেদ শাহ মাসুদ ৷ তাঁর সঙ্গে রয়েছেন নিজেকে আফগানিস্তানের কেয়ারটেকার রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা আমরুল্লাহ সালেহ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.