ETV Bharat / international

Taliban : অপহরণ ! কাবুল বিমানবন্দরে অপেক্ষারত ভারতীয়দের তুলে নিয়ে গেল তালিবান : সূত্র

আফগানিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে ৷

Taliban
Taliban
author img

By

Published : Aug 21, 2021, 12:53 PM IST

Updated : Aug 21, 2021, 1:46 PM IST

কাবুল, 21 অগস্ট : কাবুল বিমানবন্দর থেকে প্রায় 150 জনকে অপরহণ করল তালিবানরা ৷ তার মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক ৷ আফগানিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা যাচ্ছে ৷ দেশে ফেরার জন্য কাবুল বিমানবন্দরের কাছে অপেক্ষা করছিলেন ভারতীয় নাগরিকরা ৷ সেখান থেকে তাঁদের অপহরণ করে তালিবানরা ৷

আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা এই খবর টুইট করেছেন ৷ তাঁরা জানাচ্ছেন, 100 থেকে 150 জন মানুষ অপহৃত হয়েছেন ৷ এবং তাঁদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক ৷ আজ সকালে ভারতীয় বায়ুসেনার C-130J বিমান কাবুল বিমানবন্দর থেকে 85 জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তানে উড়ে যায় ৷ বিমানটি তাজিকিস্তানে নিরাপদে ল্যান্ড করেছে ৷ বেশিরভাগ ভারতীয়কে কাবুল থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল ৷ আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার C-130J বিমান উড়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে এই অপরহণের ঘটনা ঘটে ৷ কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন ওই ভারতীয়রা ৷

যদিও অপহরণের বিষয়টি অস্বীকার করেছে তালিবানরা ৷ তালিবানদের মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াস্ক আফগান সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর অস্বীকার করেছে ৷ তাঁর বক্তব্য, কাবুল বিমানবন্দরের বাইরে আমাদের পাহারা রয়েছে ৷ বিমানবন্দরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ৷ কাউকে অপহরণ করা হয়নি ৷

আরও পড়ুন : Taliban defeat : আফগানিস্তানের তিনটি জেলায় হার, পিছু হঠছে তালিবানরা ?

  • #BREAKING: Over 150, mostly Indian citizens, abducted near Kabul airport.
    Men affiliated with the Taliban have abducted over 150 people, mostly Indian citizens, from an area close to Hamid Karzai International Airport earlier this morning, a source confirmed to Kabul Now. pic.twitter.com/IYuiWWnHmL

    — Kabul Now (@KabulNow) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফগানিস্তান থেকে ভারতীয় দূতাবাসের বেশিরভাগ কর্মীকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ৷ তার মধ্যে 1000 জনের মতো নাগরিক এখনও আফগানিস্তানের বিভিন্ন শহরে আটকে রয়েছেন ৷ যুদ্ধবিধ্বস্ত দেশে এমন কঠিন পরিস্থিতির তাঁদের খুঁজে বের করাটাই চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে ৷ কাবুলের একটি গুরুদ্বারায় আশ্রয় নিয়েছেন 200 জন শিখ এবং হিন্দু ভারতীয় নাগরিক ৷

কাবুল, 21 অগস্ট : কাবুল বিমানবন্দর থেকে প্রায় 150 জনকে অপরহণ করল তালিবানরা ৷ তার মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক ৷ আফগানিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা যাচ্ছে ৷ দেশে ফেরার জন্য কাবুল বিমানবন্দরের কাছে অপেক্ষা করছিলেন ভারতীয় নাগরিকরা ৷ সেখান থেকে তাঁদের অপহরণ করে তালিবানরা ৷

আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা এই খবর টুইট করেছেন ৷ তাঁরা জানাচ্ছেন, 100 থেকে 150 জন মানুষ অপহৃত হয়েছেন ৷ এবং তাঁদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক ৷ আজ সকালে ভারতীয় বায়ুসেনার C-130J বিমান কাবুল বিমানবন্দর থেকে 85 জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তানে উড়ে যায় ৷ বিমানটি তাজিকিস্তানে নিরাপদে ল্যান্ড করেছে ৷ বেশিরভাগ ভারতীয়কে কাবুল থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল ৷ আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার C-130J বিমান উড়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে এই অপরহণের ঘটনা ঘটে ৷ কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন ওই ভারতীয়রা ৷

যদিও অপহরণের বিষয়টি অস্বীকার করেছে তালিবানরা ৷ তালিবানদের মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াস্ক আফগান সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর অস্বীকার করেছে ৷ তাঁর বক্তব্য, কাবুল বিমানবন্দরের বাইরে আমাদের পাহারা রয়েছে ৷ বিমানবন্দরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ৷ কাউকে অপহরণ করা হয়নি ৷

আরও পড়ুন : Taliban defeat : আফগানিস্তানের তিনটি জেলায় হার, পিছু হঠছে তালিবানরা ?

  • #BREAKING: Over 150, mostly Indian citizens, abducted near Kabul airport.
    Men affiliated with the Taliban have abducted over 150 people, mostly Indian citizens, from an area close to Hamid Karzai International Airport earlier this morning, a source confirmed to Kabul Now. pic.twitter.com/IYuiWWnHmL

    — Kabul Now (@KabulNow) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফগানিস্তান থেকে ভারতীয় দূতাবাসের বেশিরভাগ কর্মীকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ৷ তার মধ্যে 1000 জনের মতো নাগরিক এখনও আফগানিস্তানের বিভিন্ন শহরে আটকে রয়েছেন ৷ যুদ্ধবিধ্বস্ত দেশে এমন কঠিন পরিস্থিতির তাঁদের খুঁজে বের করাটাই চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে ৷ কাবুলের একটি গুরুদ্বারায় আশ্রয় নিয়েছেন 200 জন শিখ এবং হিন্দু ভারতীয় নাগরিক ৷

Last Updated : Aug 21, 2021, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.