কাবুল, 15 অগস্ট : আফগানিস্তান (Afghanistan)-র দখল নিল তালিবান ৷ সূত্রের খবর, শান্তিপূর্ণভাবে তালিবানের হাতে ক্ষমতা হস্তান্তর করছে আফগান সরকার ৷ আর সেই মতো রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফাও দিচ্ছেন আশরাফ ঘানি ৷ আর আফগানিস্তানের নয়া অন্তর্বর্তী সরকার (Taliban formed an interim government)-র প্রধান হচ্ছেন তালিবানের আলি আহমেদ জালালি (Ali Ahmed Jalali) ৷ সংবাদ সংস্থা খামা প্রেসের তরফে এমনটা জানানো হয়েছে ৷ আফগান ওই সংবাদ সংস্থার তরফে বলা হয়েছে, হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন আবদুল্লাহ আবদুল্লাহ জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তালিবান শাসিত অন্তর্বর্তী আফগানিস্তান সরকারের প্রধান হতে চলেছেন আলি আহমেদ জালালি ৷
প্রসঙ্গত, দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রী আব্দুল সাত্তার মীরজাকওয়াল একটি ভিডিয়ো বার্তায় কাবুলের নাগরিকদের আশ্বস্ত করেছেন, যে তালিবান কাবুলের নাগরিকদের কোনও ক্ষতি করবে না ৷ তাঁরা সম্পূর্ণ নিরাপদ ৷ তারা কাবুল শহর এবং সেখানকার নাগরিকদের তাঁদের আন্তর্জাতিক জোটের সাহায্যে রক্ষা করবে ৷ সেখানে তিনি এও বলেছেন, কাবুলে কোনওরকম হামলা হবে না ৷ এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে ৷ এমনকি নিরাপত্তাবাহিনী নারগিরকদের নিরাপত্তার দিকে নজর রাখবে ৷
এর আগে তালিবানের তরফেও একটি বিবৃতি জারি করা হয়েছিল ৷ যেখানে তালিবানের তরফে আশ্বস্ত করে বলা হয়েছিল, কাবুলের নাগরিকদের ভয় পাওয়ার কারণ নেই ৷ তারা আফগান সেনার রাজধানীতে ঢুকতে চায় না ৷ তালিবানরা শান্তিপূর্ণভাবে কাবুলের দিকে এগিয়ে যাবে ৷ খামা নিউজের তরফে এমনই জানানো হয়েছে ৷ কিন্তু, বাস্তবে তেমনটা হয়নি বলে জানা গিয়েছে ৷ কোনওরকম বাধা না পেয়ে তালিবান চতুর্দিক থেকে কাবুলের ভিতরে ঢুকতে শুরু করে ৷ এমনকি কাবুলের রাস্তায় গুলির শব্দও শোনা গিয়েছে বলে খবর ৷ এই পরিস্থিতিতে তালিবানের শীর্ষ নেতৃত্ব কড়া অবস্থান নিয়েছে বলে টোলো নিউজের তরফে জানানো হয়েছে ৷ তালিবানের তরফে তাদের সদস্যদের উদ্দেশ্যে নির্দেশ জারি করা হয়েছে যে, তারা যেন কাবুল শহরে ঢোকার চেষ্টা না করে ৷ শহরের প্রবেশদ্বারে তাদের অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Afghanistan : তালিবানিদের দখলে কান্দাহার, পরবর্তী লক্ষ্য কাবুল
এই পরিস্থিতিতে রাশিয়া এবং তার সদস্য দেশগুলি রাষ্ট্রসংঘে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকার চেষ্টা করছে ৷ রাশিয়ার তরফে আফিগানিস্তানের হয়ে বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ তাঁদের সংবাদ মাধ্যম স্পুটনিককে এমনই জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আমরা জরুরি বৈঠক ডাকার জন্য বোঝাতে পেরেছি ৷ কিন্তু, এতে পরিস্থিতিতে কোনও বদল আসবে না ৷ এটা নিয়ে আমাদের আগে ভাবা দরকার ছিল ৷ তাহলে আমাদের এখন আলোচনায় বসতে হত না ৷"