কাবুল, 18 অগস্ট : আফগানিস্তানে সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিল তালিবানের শীর্ষ নেতৃত্ব ৷ জঙ্গি সংগঠন তালিবানের কমান্ডার তথা হক্কানি জঙ্গি সংগঠনের নেতা আনাস হক্কানি প্রাক্তন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই এবং আব্দুলাহ আব্দুলাহ’র সঙ্গে বৈঠকে বসেছেন ৷ তালিবান সরকার গঠনের জন্য তাঁদের সঙ্গে ওই জঙ্গি নেতা বৈঠক করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টোলো নিউজ ৷
তালিবানের তরফে জানানো হয়েছে, আজকের ওই বৈঠকে হামিদ কারজাইয়ের সঙ্গে পুরাতন সরকারের শান্তিদূত হিসেবে আব্দুল্লাহ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, তালিবানের কাবুল দখলে এই হক্কানি নেটওয়ার্কের জঙ্গি সংগঠন প্রধান ভূমিকা নিয়েছে ৷ এই জঙ্গি সংগঠন মূলত পাকিস্তানের সীমান্ত এলাকায় সবচেয়ে শক্তিশালী এবং আফগানিস্তানে বড় নাশকতামূলক হামলার পিছনে এই তালিবানের এই হক্কানি নেটওয়ার্ক যুক্ত ছিল ৷
-
Photos: Anas Haqqani, a member of the Taliban's political office, met with Hamid Karzai and Abdullah Abdullah in #Kabul today, sources said. #Afghanistan pic.twitter.com/mndPU3lq1h
— TOLOnews (@TOLOnews) August 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Photos: Anas Haqqani, a member of the Taliban's political office, met with Hamid Karzai and Abdullah Abdullah in #Kabul today, sources said. #Afghanistan pic.twitter.com/mndPU3lq1h
— TOLOnews (@TOLOnews) August 18, 2021Photos: Anas Haqqani, a member of the Taliban's political office, met with Hamid Karzai and Abdullah Abdullah in #Kabul today, sources said. #Afghanistan pic.twitter.com/mndPU3lq1h
— TOLOnews (@TOLOnews) August 18, 2021
অন্যদিকে, আফগানিস্তানে তালিবানি শাসনকে পুরোদমে কায়েম করতে, মঙ্গলবার কান্দাহার পৌঁছান তালিবানের ডেপুটি লিডার মোল্লা আব্দুল গনি বারাদর ৷ দোহায় তালিবানের রাজনৈতিক দফতরের সদস্য মৌলবি খাইরুল্লা খাইরখওয়া এ কথা জানিয়েছেন ৷ তাঁর কথায়, মোল্লা আব্দুল গনি বারাদর সহ মোট 8 জন তালিবানি শীর্ষ নেতা মঙ্গলবার কাতার থেকে কান্দাহার পৌঁছে গিয়েছেন ৷ তাঁরা সেখান থেকে কাবুল যাবেন এবং তালিবানি রাজ স্থাপনের প্রক্রিয়া শুরু করবে ৷
আরও পড়ুন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ
এই পরিস্থিতির আফগানদের পুনর্বাসনের কথা ঘোষণা করল ব্রিটিশ সরকার ৷ যে সকল আফগান নাগরিক শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য আফগানিস্তান ছাড়তে চায়, তাঁদের ইংল্যান্ড সরকার পুনর্বাসন দেবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ আজ তিনি নিজে টুইট করে এ কথা জানিয়েছেন ৷ যেখানে তিনি বলেছেন, আফগান নাগরিকদের প্রতি তাঁর দেশের একটি অঙ্গীকার রয়েছে ৷ আর তাঁরা তা পালন করতে পেরে সম্মানিতবোধ করছেন ৷
-
We have an enduring commitment to the Afghan people, and we will honour it.
— Boris Johnson (@BorisJohnson) August 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A new resettlement scheme will create a safe and legal route for those in most need to come and live safely in the UK.
">We have an enduring commitment to the Afghan people, and we will honour it.
— Boris Johnson (@BorisJohnson) August 18, 2021
A new resettlement scheme will create a safe and legal route for those in most need to come and live safely in the UK.We have an enduring commitment to the Afghan people, and we will honour it.
— Boris Johnson (@BorisJohnson) August 18, 2021
A new resettlement scheme will create a safe and legal route for those in most need to come and live safely in the UK.
আরও পড়ুন : Imran Khan : আফগানবাসীর পাশে থাকতে বিশ্বকে আর্জি ইমরানের
ইংল্যান্ড সরকারের তরফে আজ এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, পুনর্বাসন চুক্তি অনুযায়ী আফগানিস্তানের শরণার্থীদের ইংল্যান্ডে আশ্রয় দেওয়া হবে ৷ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সব আফগান নাগরিক বাধ্য হয়ে নিজেদের দেশ ছাড়ছেন, প্রথম বছরে তাঁদের মধ্যে 5 হাজার জনকে পুনর্বাসন দেওয়া হবে ইংল্যান্ডে ৷ এর পর দীর্ঘ সময়ের জন্য ধীরে ধীরে মোট 20 হাজার জনকে আশ্রয় দেওয়া হবে ৷
এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটে লিখেছেন, ‘‘আমরা নতুন পুনর্বাসন প্রকল্পে নিরাপদে এবং আইনের মাধ্যমে ইংল্যান্ডে প্রবেশের রাস্তা করে দেব ৷ যাতে সবাই নিরাপদে ইংল্যান্ডে এসে থাকতে পারেন ৷’’