ETV Bharat / international

Taliban : প্রাক্তন প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে বৈঠক তালিবান কমান্ডারের

আফগানিস্তানে সরকার গঠনের জন্য প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করলেন তালিবান কমান্ডার তথা হক্কানি জঙ্গি সংগঠনের নেতা আনাস হক্কানি ৷ যে বৈঠকে পুরাতন সরকারের শান্তিদূত হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ ৷ ইংল্যান্ডে আফগানিস্তানের শরণার্থীদের পুনর্বাসনের কথা ঘোষণা করল বরিস জনসনের সরকার ৷ আজ একটি বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে ব্রিটিশ সরকার ৷ অন্যদিকে, মঙ্গলবার রাতে কাতার থেকে কান্দাহারে পৌঁছেছেন তালিবানের ডেপুটি কমান্ডার মৌলবি খাইরুল্লা খাইরখওয়া সহ মোট 8 তালিবান নেতা ৷

Taliban Commander Anas Haqqani met with Former Afghanistan President Hamid Karzai and Peace Envoy Abdullah Abdullah in Kabul
প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই’র সঙ্গে বৈঠক তালিবান কমান্ডার আনাস হক্কানি’র
author img

By

Published : Aug 18, 2021, 5:46 PM IST

কাবুল, 18 অগস্ট : আফগানিস্তানে সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিল তালিবানের শীর্ষ নেতৃত্ব ৷ জঙ্গি সংগঠন তালিবানের কমান্ডার তথা হক্কানি জঙ্গি সংগঠনের নেতা আনাস হক্কানি প্রাক্তন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই এবং আব্দুলাহ আব্দুলাহ’র সঙ্গে বৈঠকে বসেছেন ৷ তালিবান সরকার গঠনের জন্য তাঁদের সঙ্গে ওই জঙ্গি নেতা বৈঠক করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টোলো নিউজ ৷

তালিবানের তরফে জানানো হয়েছে, আজকের ওই বৈঠকে হামিদ কারজাইয়ের সঙ্গে পুরাতন সরকারের শান্তিদূত হিসেবে আব্দুল্লাহ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, তালিবানের কাবুল দখলে এই হক্কানি নেটওয়ার্কের জঙ্গি সংগঠন প্রধান ভূমিকা নিয়েছে ৷ এই জঙ্গি সংগঠন মূলত পাকিস্তানের সীমান্ত এলাকায় সবচেয়ে শক্তিশালী এবং আফগানিস্তানে বড় নাশকতামূলক হামলার পিছনে এই তালিবানের এই হক্কানি নেটওয়ার্ক যুক্ত ছিল ৷

অন্যদিকে, আফগানিস্তানে তালিবানি শাসনকে পুরোদমে কায়েম করতে, মঙ্গলবার কান্দাহার পৌঁছান তালিবানের ডেপুটি লিডার মোল্লা আব্দুল গনি বারাদর ৷ দোহায় তালিবানের রাজনৈতিক দফতরের সদস্য মৌলবি খাইরুল্লা খাইরখওয়া এ কথা জানিয়েছেন ৷ তাঁর কথায়, মোল্লা আব্দুল গনি বারাদর সহ মোট 8 জন তালিবানি শীর্ষ নেতা মঙ্গলবার কাতার থেকে কান্দাহার পৌঁছে গিয়েছেন ৷ তাঁরা সেখান থেকে কাবুল যাবেন এবং তালিবানি রাজ স্থাপনের প্রক্রিয়া শুরু করবে ৷

আরও পড়ুন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ

এই পরিস্থিতির আফগানদের পুনর্বাসনের কথা ঘোষণা করল ব্রিটিশ সরকার ৷ যে সকল আফগান নাগরিক শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য আফগানিস্তান ছাড়তে চায়, তাঁদের ইংল্যান্ড সরকার পুনর্বাসন দেবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ আজ তিনি নিজে টুইট করে এ কথা জানিয়েছেন ৷ যেখানে তিনি বলেছেন, আফগান নাগরিকদের প্রতি তাঁর দেশের একটি অঙ্গীকার রয়েছে ৷ আর তাঁরা তা পালন করতে পেরে সম্মানিতবোধ করছেন ৷

  • We have an enduring commitment to the Afghan people, and we will honour it.

    A new resettlement scheme will create a safe and legal route for those in most need to come and live safely in the UK.

    — Boris Johnson (@BorisJohnson) August 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Imran Khan : আফগানবাসীর পাশে থাকতে বিশ্বকে আর্জি ইমরানের

ইংল্যান্ড সরকারের তরফে আজ এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, পুনর্বাসন চুক্তি অনুযায়ী আফগানিস্তানের শরণার্থীদের ইংল্যান্ডে আশ্রয় দেওয়া হবে ৷ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সব আফগান নাগরিক বাধ্য হয়ে নিজেদের দেশ ছাড়ছেন, প্রথম বছরে তাঁদের মধ্যে 5 হাজার জনকে পুনর্বাসন দেওয়া হবে ইংল্যান্ডে ৷ এর পর দীর্ঘ সময়ের জন্য ধীরে ধীরে মোট 20 হাজার জনকে আশ্রয় দেওয়া হবে ৷

এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটে লিখেছেন, ‘‘আমরা নতুন পুনর্বাসন প্রকল্পে নিরাপদে এবং আইনের মাধ্যমে ইংল্যান্ডে প্রবেশের রাস্তা করে দেব ৷ যাতে সবাই নিরাপদে ইংল্যান্ডে এসে থাকতে পারেন ৷’’

কাবুল, 18 অগস্ট : আফগানিস্তানে সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিল তালিবানের শীর্ষ নেতৃত্ব ৷ জঙ্গি সংগঠন তালিবানের কমান্ডার তথা হক্কানি জঙ্গি সংগঠনের নেতা আনাস হক্কানি প্রাক্তন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই এবং আব্দুলাহ আব্দুলাহ’র সঙ্গে বৈঠকে বসেছেন ৷ তালিবান সরকার গঠনের জন্য তাঁদের সঙ্গে ওই জঙ্গি নেতা বৈঠক করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টোলো নিউজ ৷

তালিবানের তরফে জানানো হয়েছে, আজকের ওই বৈঠকে হামিদ কারজাইয়ের সঙ্গে পুরাতন সরকারের শান্তিদূত হিসেবে আব্দুল্লাহ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, তালিবানের কাবুল দখলে এই হক্কানি নেটওয়ার্কের জঙ্গি সংগঠন প্রধান ভূমিকা নিয়েছে ৷ এই জঙ্গি সংগঠন মূলত পাকিস্তানের সীমান্ত এলাকায় সবচেয়ে শক্তিশালী এবং আফগানিস্তানে বড় নাশকতামূলক হামলার পিছনে এই তালিবানের এই হক্কানি নেটওয়ার্ক যুক্ত ছিল ৷

অন্যদিকে, আফগানিস্তানে তালিবানি শাসনকে পুরোদমে কায়েম করতে, মঙ্গলবার কান্দাহার পৌঁছান তালিবানের ডেপুটি লিডার মোল্লা আব্দুল গনি বারাদর ৷ দোহায় তালিবানের রাজনৈতিক দফতরের সদস্য মৌলবি খাইরুল্লা খাইরখওয়া এ কথা জানিয়েছেন ৷ তাঁর কথায়, মোল্লা আব্দুল গনি বারাদর সহ মোট 8 জন তালিবানি শীর্ষ নেতা মঙ্গলবার কাতার থেকে কান্দাহার পৌঁছে গিয়েছেন ৷ তাঁরা সেখান থেকে কাবুল যাবেন এবং তালিবানি রাজ স্থাপনের প্রক্রিয়া শুরু করবে ৷

আরও পড়ুন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ

এই পরিস্থিতির আফগানদের পুনর্বাসনের কথা ঘোষণা করল ব্রিটিশ সরকার ৷ যে সকল আফগান নাগরিক শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য আফগানিস্তান ছাড়তে চায়, তাঁদের ইংল্যান্ড সরকার পুনর্বাসন দেবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ আজ তিনি নিজে টুইট করে এ কথা জানিয়েছেন ৷ যেখানে তিনি বলেছেন, আফগান নাগরিকদের প্রতি তাঁর দেশের একটি অঙ্গীকার রয়েছে ৷ আর তাঁরা তা পালন করতে পেরে সম্মানিতবোধ করছেন ৷

  • We have an enduring commitment to the Afghan people, and we will honour it.

    A new resettlement scheme will create a safe and legal route for those in most need to come and live safely in the UK.

    — Boris Johnson (@BorisJohnson) August 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Imran Khan : আফগানবাসীর পাশে থাকতে বিশ্বকে আর্জি ইমরানের

ইংল্যান্ড সরকারের তরফে আজ এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, পুনর্বাসন চুক্তি অনুযায়ী আফগানিস্তানের শরণার্থীদের ইংল্যান্ডে আশ্রয় দেওয়া হবে ৷ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সব আফগান নাগরিক বাধ্য হয়ে নিজেদের দেশ ছাড়ছেন, প্রথম বছরে তাঁদের মধ্যে 5 হাজার জনকে পুনর্বাসন দেওয়া হবে ইংল্যান্ডে ৷ এর পর দীর্ঘ সময়ের জন্য ধীরে ধীরে মোট 20 হাজার জনকে আশ্রয় দেওয়া হবে ৷

এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটে লিখেছেন, ‘‘আমরা নতুন পুনর্বাসন প্রকল্পে নিরাপদে এবং আইনের মাধ্যমে ইংল্যান্ডে প্রবেশের রাস্তা করে দেব ৷ যাতে সবাই নিরাপদে ইংল্যান্ডে এসে থাকতে পারেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.