ETV Bharat / international

Taliban: রাষ্ট্রসঙ্ঘে আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি সুহেল শাহিন - রাষ্ট্রসঙ্ঘ

শেষমেশ রাষ্ট্রসঙ্ঘে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করল নতুন তালিবান সরকার ৷ দোহায় তাদের মুখপাত্র সুহেল শাহিনকে বেছে নিয়েছে তালিবান সরকার ৷

রাষ্ট্রসঙ্ঘে তালিবান প্রতিনিধি
রাষ্ট্রসঙ্ঘে তালিবান প্রতিনিধি
author img

By

Published : Sep 22, 2021, 12:30 PM IST

কাবুল, 22 সেপ্টেম্বর : রাষ্ট্রসঙ্ঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত (UN ambassador) নিযুক্ত হলেন সুহেল শাহিন (Sohail Shaheen) ৷ মঙ্গলবার তালিবান সরকার তাদের দোহার মুখপাত্র সুহেলকে এই পদে নিযুক্ত করেছে ৷ ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের (Islamic Emirates of Afghanistan) টুইটারে এ কথা জানিয়ে টুইট করেছে তালিবান সরকার ৷

টুইটে জানানো হয়েছে, "আইইএ সুহেল শাহিনকে রাষ্ট্রসঙ্ঘে আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করল ৷" ব্রিটেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে তালিবান বিশ্বের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে চায় ৷ এই খবর প্রকাশের পরে এমন সিদ্ধান্ত নেয় তালিবান সরকার ৷ ইতিমধ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও (Emir Sheikh Tamim bin Hamad Al Thani) দুনিয়ার নেতাদের কাছে তালিবানদের বয়কট না করার আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন : SAARC : তালিবান প্রতিনিধিত্ব চায় পাকিস্তান, বিরোধিতায় বাতিল নিউ ইয়র্কে সার্ক সম্মেলন

রাষ্ট্রসঙ্ঘে নেতাদের কাছে আমির জোর দিয়ে বলেন, "তালিবানদের সঙ্গে কথা চালিয়ে যাওয়াটা জরুরি ৷ কারণ বয়কটের ফল শুধুমাত্র মেরুকরণ আর প্রতিক্রিয়া হবে ৷ পরিবর্তে আলোচনা করলে ভাল ফল মিলতে পারে ৷"

এদিকে শনিবার নিউ ইয়র্কে সার্ক গোষ্ঠীর অন্তর্ভুক্ত বিদেশমন্ত্রীদের বৈঠক বাতিল হয়েছে ৷ সার্ক-এর অন্যতম সদস্য দেশ পাকিস্তান প্রস্তাব দিয়েছিল বৈঠকে আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে ডাকা হোক ৷ কিন্তু ভারত-সহ বেশ কিছু দেশ এ বিষয়ে বিরোধিতা করায় বাতিল করতে হয়েছে সার্ক গোষ্ঠীর সম্মেলন ৷ জানা গিয়েছে, তালিবান সরকারের নবনিযুক্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিও (Amir Khan Muttaqi) রাষ্ট্রসঙ্ঘের বা রাষ্ট্রসঙ্ঘ অনুমোদিত কোনও রকম অনুষ্ঠানে অংশ নিতে রাজি নন ৷ এর মধ্যে এমন ঘোষণা প্রশ্ন তোলে বইকি ৷

কাবুল, 22 সেপ্টেম্বর : রাষ্ট্রসঙ্ঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত (UN ambassador) নিযুক্ত হলেন সুহেল শাহিন (Sohail Shaheen) ৷ মঙ্গলবার তালিবান সরকার তাদের দোহার মুখপাত্র সুহেলকে এই পদে নিযুক্ত করেছে ৷ ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের (Islamic Emirates of Afghanistan) টুইটারে এ কথা জানিয়ে টুইট করেছে তালিবান সরকার ৷

টুইটে জানানো হয়েছে, "আইইএ সুহেল শাহিনকে রাষ্ট্রসঙ্ঘে আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করল ৷" ব্রিটেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে তালিবান বিশ্বের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে চায় ৷ এই খবর প্রকাশের পরে এমন সিদ্ধান্ত নেয় তালিবান সরকার ৷ ইতিমধ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও (Emir Sheikh Tamim bin Hamad Al Thani) দুনিয়ার নেতাদের কাছে তালিবানদের বয়কট না করার আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন : SAARC : তালিবান প্রতিনিধিত্ব চায় পাকিস্তান, বিরোধিতায় বাতিল নিউ ইয়র্কে সার্ক সম্মেলন

রাষ্ট্রসঙ্ঘে নেতাদের কাছে আমির জোর দিয়ে বলেন, "তালিবানদের সঙ্গে কথা চালিয়ে যাওয়াটা জরুরি ৷ কারণ বয়কটের ফল শুধুমাত্র মেরুকরণ আর প্রতিক্রিয়া হবে ৷ পরিবর্তে আলোচনা করলে ভাল ফল মিলতে পারে ৷"

এদিকে শনিবার নিউ ইয়র্কে সার্ক গোষ্ঠীর অন্তর্ভুক্ত বিদেশমন্ত্রীদের বৈঠক বাতিল হয়েছে ৷ সার্ক-এর অন্যতম সদস্য দেশ পাকিস্তান প্রস্তাব দিয়েছিল বৈঠকে আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে ডাকা হোক ৷ কিন্তু ভারত-সহ বেশ কিছু দেশ এ বিষয়ে বিরোধিতা করায় বাতিল করতে হয়েছে সার্ক গোষ্ঠীর সম্মেলন ৷ জানা গিয়েছে, তালিবান সরকারের নবনিযুক্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিও (Amir Khan Muttaqi) রাষ্ট্রসঙ্ঘের বা রাষ্ট্রসঙ্ঘ অনুমোদিত কোনও রকম অনুষ্ঠানে অংশ নিতে রাজি নন ৷ এর মধ্যে এমন ঘোষণা প্রশ্ন তোলে বইকি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.