ETV Bharat / international

লাহোরে তাবলিঘি জামাতের জমায়েতে যোগদান, মৃত্যু ফৈজ়লাবাদ চ্যাপ্টার হেডের

পাকিস্তান প্রশাসনের তরফে প্রথমে তাবলিঘি জামাতের পাঁচদিনের এই অনুষ্ঠান বাতিল করার জন্য বলা হয়েছিল । এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা হাজারেরও বেশি মানুষের সমাগম হয় ।

author img

By

Published : Apr 19, 2020, 1:56 PM IST

Updated : Apr 19, 2020, 3:34 PM IST

faisalabad
ফয়সালাবাদ

লাহোর, 19 এপ্রিল: কোরোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে তাবলিঘি জামাতের ফৈজ়লাবাদ প্রধানের । নাম সুহাইব রুমি (69)। তিনি ফৈজ়লাবাদের চ্যাপ্টার হেড। গত মাসে লাহোরে তাবলিঘির অনুষ্ঠানের জমায়েতে তিনিও ছিলেন । ফৈজ়লাবাদের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলি জানিয়েছেন, রুমির পরিবারের আরও পাঁচ সদস্য কোরোনায় আক্রান্ত। তাদের মধ্যে রয়েছে দুই নাতি-নাতনি । পরিবারের সব সদস্যকেই ফৈজ়লাবাদের আইলোশন কেন্দ্রে পাঠানো হয়েছে ।

পঞ্জাব স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, তবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগদানকারীদের নমুনা পরীক্ষায় 1100 জনের কোরোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে । গতমাসে লাহোরের তবলিঘি জামাতের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বহু মানুষ । তাঁদের প্রত্যেককে খুঁজে বের করা হয় প্রশাসনের তরফে । তারপর কোয়ারানটাইন কেন্দ্রে পাঠানো হয় । জামাতের এই অনুষ্ঠানে এত মানুষের জমায়েতের কারণে কোরোনা আক্রান্তের সংখ্যা একলাফে বহুগুণ বেড়ে গেছে ।

পাকিস্তান প্রশাসনের তরফে প্রথমে তাবলিঘি জামাতের পাঁচদিনের এই অনুষ্ঠান বাতিল করার জন্য বলা হয়েছিল । এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা হাজারেরও বেশি মানুষের সমাগম হয় । শুধু পাকিস্তানেই নয়, তাবলিঘির অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষদের মধ্যে কোরোনা ভাইরাস বাহক এমন অনেকজন ভারত, মালয়েশিয়া এবং ব্রুনেইতে ছড়িয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে ।

এদিকে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, পঞ্জাব জেলে কোরোনা আক্রান্তের সংখ্যা 100-তে পৌঁছেছে । শুক্রবার শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে কোরোনা আক্রান্তের সংখ্যা 7,260 জন । মৃত্যু হয়েছে 137 জনের । লাহোর কার্ডিয়াক হাসপাতালে 12 জন ডাক্তার, নার্স ও প্যারামেডিক কোরোনায় আক্রান্ত হয়েছেন । পঞ্জাব সরকারের তরফে জানানো হয়েছে, 110 জন ডাক্তার, নার্স ও প্যারামেডিক দেশজুড়ে কোরোনায় আক্রান্ত হয়েছেন । শুক্রবার যুব ডাক্তার অ্যাসোসিয়েশন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে । অভিযোগ, তাদের পর্যাপ্ত সুরক্ষা কিট দেওয়া হচ্ছে না । পঞ্জাব ইনস্টিটিউট অফ কার্ডিওলজিতে (PIC) কাজ করা 250 জন ডাক্তার, নার্স ও প্যারামেডিকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

লাহোর, 19 এপ্রিল: কোরোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে তাবলিঘি জামাতের ফৈজ়লাবাদ প্রধানের । নাম সুহাইব রুমি (69)। তিনি ফৈজ়লাবাদের চ্যাপ্টার হেড। গত মাসে লাহোরে তাবলিঘির অনুষ্ঠানের জমায়েতে তিনিও ছিলেন । ফৈজ়লাবাদের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলি জানিয়েছেন, রুমির পরিবারের আরও পাঁচ সদস্য কোরোনায় আক্রান্ত। তাদের মধ্যে রয়েছে দুই নাতি-নাতনি । পরিবারের সব সদস্যকেই ফৈজ়লাবাদের আইলোশন কেন্দ্রে পাঠানো হয়েছে ।

পঞ্জাব স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, তবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগদানকারীদের নমুনা পরীক্ষায় 1100 জনের কোরোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে । গতমাসে লাহোরের তবলিঘি জামাতের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বহু মানুষ । তাঁদের প্রত্যেককে খুঁজে বের করা হয় প্রশাসনের তরফে । তারপর কোয়ারানটাইন কেন্দ্রে পাঠানো হয় । জামাতের এই অনুষ্ঠানে এত মানুষের জমায়েতের কারণে কোরোনা আক্রান্তের সংখ্যা একলাফে বহুগুণ বেড়ে গেছে ।

পাকিস্তান প্রশাসনের তরফে প্রথমে তাবলিঘি জামাতের পাঁচদিনের এই অনুষ্ঠান বাতিল করার জন্য বলা হয়েছিল । এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা হাজারেরও বেশি মানুষের সমাগম হয় । শুধু পাকিস্তানেই নয়, তাবলিঘির অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষদের মধ্যে কোরোনা ভাইরাস বাহক এমন অনেকজন ভারত, মালয়েশিয়া এবং ব্রুনেইতে ছড়িয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে ।

এদিকে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, পঞ্জাব জেলে কোরোনা আক্রান্তের সংখ্যা 100-তে পৌঁছেছে । শুক্রবার শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে কোরোনা আক্রান্তের সংখ্যা 7,260 জন । মৃত্যু হয়েছে 137 জনের । লাহোর কার্ডিয়াক হাসপাতালে 12 জন ডাক্তার, নার্স ও প্যারামেডিক কোরোনায় আক্রান্ত হয়েছেন । পঞ্জাব সরকারের তরফে জানানো হয়েছে, 110 জন ডাক্তার, নার্স ও প্যারামেডিক দেশজুড়ে কোরোনায় আক্রান্ত হয়েছেন । শুক্রবার যুব ডাক্তার অ্যাসোসিয়েশন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে । অভিযোগ, তাদের পর্যাপ্ত সুরক্ষা কিট দেওয়া হচ্ছে না । পঞ্জাব ইনস্টিটিউট অফ কার্ডিওলজিতে (PIC) কাজ করা 250 জন ডাক্তার, নার্স ও প্যারামেডিকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

Last Updated : Apr 19, 2020, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.