ETV Bharat / international

শ্রীলঙ্কায় আটকে পড়া পর্যটকদের খাবার-আশ্রয় ক্যাফে মালিকের

লকডাউনের কারণে আটকে পড়া পর্যটকদের সাহায্য করলেন শ্রীলঙ্কার এক ক্যাফে মালিক ।

author img

By

Published : Jun 5, 2020, 8:05 PM IST

ছবি
ছবি

কলম্বো, 5 জুন : প্রচুর পর্যটক ঘুরতে এসেছিলেন শ্রীলঙ্কায় । উপভোগ করতে চেয়েছিলেন এখানকার জঙ্গল, পাহাড়, ঝরনার মতো প্রাকৃতিক পরিবেশ । কিন্তু তখনই বাধা হয়ে দাঁড়াল কোরোনা । জারি হল লকডাউন । ফলে, সেখানেই আটকে গেলেন ওই সকল পর্যটক ।

লকডাউনের কারণে একে একে বাতিল হয়ে যাচ্ছিল সমস্ত বিমান পরিষেবা । চিন্তার ভাঁজ পড়ছিল দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের কপালে । সেই আটকে এই সকল পর্যটকদের উদ্ধার করতে আসেন দর্শনা রত্নায়াকে ।

শ্রীলঙ্কার একটি ক্যাফে শপের মালিক এই দর্শনা রত্নায়াকে । তিনি বিনা খরচে আটকে পড়া অনেক পর্যটকদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করে দেন ।

31 বছর বয়সি অ্যামেরিকান ক্রুজ লাইনের বিনোদন পরিচালক বলেন, " আমরা অভিভূত । এখানকার স্থানীয়রা যেভাবে আমাদের সাহায্য করেছে ভাষায় প্রকাশ করা যায় না । তাঁরা বিনা খরচে আমাদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে । অথচ আমরা আসছি পাশ্চাত্য সমাজ থেকে । যেখানে আমাদের এই সুবিধা দেওয়া হয় না । উপরন্তু সব কিছুর জন্য আমাদের নিজেদের খরচ করতে হয় । "

শ্রীলঙ্কা সরকার কোরোনা রোধে 20 মার্চ দেশব্যাপী কারফিউ জারি করে । এর পাশাপাশি দেশের পুরো অঞ্চল সিল করে দেওয়া হয় । রাজধানী কলম্বোর পূর্বে 200 কিলোমিটার (120 মাইল) পূর্বে এলা এলাকায় আটকে পড়ে থাকা 11 টি দেশের 40 জন পর্যটকদের মধ্যে ছিলেন ডিগমেটিচ। এই অঞ্চলটি বিখ্যাত তার ট্রেকিং এর জন্য় । ডিগমেটিচও এখানে এসেছিলেন একই উদ্দেশে । তবে লকডাউনের জেরে আটকে পড়ায় ধীরে ধীরে তাঁর আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে থাকে । শুধু ডিগমেটিচ নয়, বাকি পর্যটকদেরও একই অবস্থা হয় । সেই সময় সাহায্য করতে এগিয়ে আসেন দর্শনা । 13 বছর আগে তিনি ফলের রসের দোকান থেকে শুরু করলেও বর্তমানে ব্যবসায় লাভের কারণে তিনি সেই দোকানকে রেস্তরাঁয় পরিণত করেন । এর সঙ্গে একটি বুটিক হোটেলও খোলেন । তাঁর রেস্তরাঁয় 72 জন কর্মচারী কাজ করেন ।

লকডাউন জারি হওয়ার পর তিনি আটকে পড়া পর্যটকদের একটি লিস্ট প্রস্তুত করেন । সঙ্গে তাঁদের বিনা খরচে খাবার ও থাকার ব্যবস্থা করে দেন । দর্শনা জানান, " আমাদের জীবিকা পর্যটকদের উপর নির্ভর করে । এখন এই পরিস্থিতিতে আমাদের উচিত পর্যটকদের পাশে দাঁড়ানো । শুধু অর্থই সব নয় । আমাদের উচিত সকলকে সাহায্য করা ।" শুধু এতটাই নয়, এর সঙ্গে তিনি 5 মিলিয়ন টাকা অনুদান করেন সেই সকল টুর গাইডদের জন্য যাঁদের রোজগার বন্ধ হয়ে গেছে কারফিউর জন্য ।

দর্শনা বলেছিলেন, শ্রীলঙ্কার গৃহযুদ্ধের জন্য কয়েক দশক ধরে পর্যটনে ব্যাপক প্রভাব ফেলেছিল । যার কারণে দেশে পর্যটকদের আসা কমে গেছে । 25 বছর ধরে সংখ্যালঘু তামিল সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদীরা পৃথক রাষ্ট্রের জন্য লড়াই করেছিল । 2009 সালে সরকারি বাহিনী সেই বিদ্রোহ কড়া হাতে দমন করে । জাতিসংঘের অনুমান অনুযায়ী প্রায় ১ লাখ মানুষ মারা গেছিল তখন । যুদ্ধ শেষের পর এলার পর্যটকদের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে । তাদের রোজগার পুনরায় শুরু হয়েছে । তাই পর্যটকদের সাহায্যে তিনি এইভাবে বারবার এগিয়ে আসবেন ।

কলম্বো, 5 জুন : প্রচুর পর্যটক ঘুরতে এসেছিলেন শ্রীলঙ্কায় । উপভোগ করতে চেয়েছিলেন এখানকার জঙ্গল, পাহাড়, ঝরনার মতো প্রাকৃতিক পরিবেশ । কিন্তু তখনই বাধা হয়ে দাঁড়াল কোরোনা । জারি হল লকডাউন । ফলে, সেখানেই আটকে গেলেন ওই সকল পর্যটক ।

লকডাউনের কারণে একে একে বাতিল হয়ে যাচ্ছিল সমস্ত বিমান পরিষেবা । চিন্তার ভাঁজ পড়ছিল দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের কপালে । সেই আটকে এই সকল পর্যটকদের উদ্ধার করতে আসেন দর্শনা রত্নায়াকে ।

শ্রীলঙ্কার একটি ক্যাফে শপের মালিক এই দর্শনা রত্নায়াকে । তিনি বিনা খরচে আটকে পড়া অনেক পর্যটকদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করে দেন ।

31 বছর বয়সি অ্যামেরিকান ক্রুজ লাইনের বিনোদন পরিচালক বলেন, " আমরা অভিভূত । এখানকার স্থানীয়রা যেভাবে আমাদের সাহায্য করেছে ভাষায় প্রকাশ করা যায় না । তাঁরা বিনা খরচে আমাদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে । অথচ আমরা আসছি পাশ্চাত্য সমাজ থেকে । যেখানে আমাদের এই সুবিধা দেওয়া হয় না । উপরন্তু সব কিছুর জন্য আমাদের নিজেদের খরচ করতে হয় । "

শ্রীলঙ্কা সরকার কোরোনা রোধে 20 মার্চ দেশব্যাপী কারফিউ জারি করে । এর পাশাপাশি দেশের পুরো অঞ্চল সিল করে দেওয়া হয় । রাজধানী কলম্বোর পূর্বে 200 কিলোমিটার (120 মাইল) পূর্বে এলা এলাকায় আটকে পড়ে থাকা 11 টি দেশের 40 জন পর্যটকদের মধ্যে ছিলেন ডিগমেটিচ। এই অঞ্চলটি বিখ্যাত তার ট্রেকিং এর জন্য় । ডিগমেটিচও এখানে এসেছিলেন একই উদ্দেশে । তবে লকডাউনের জেরে আটকে পড়ায় ধীরে ধীরে তাঁর আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে থাকে । শুধু ডিগমেটিচ নয়, বাকি পর্যটকদেরও একই অবস্থা হয় । সেই সময় সাহায্য করতে এগিয়ে আসেন দর্শনা । 13 বছর আগে তিনি ফলের রসের দোকান থেকে শুরু করলেও বর্তমানে ব্যবসায় লাভের কারণে তিনি সেই দোকানকে রেস্তরাঁয় পরিণত করেন । এর সঙ্গে একটি বুটিক হোটেলও খোলেন । তাঁর রেস্তরাঁয় 72 জন কর্মচারী কাজ করেন ।

লকডাউন জারি হওয়ার পর তিনি আটকে পড়া পর্যটকদের একটি লিস্ট প্রস্তুত করেন । সঙ্গে তাঁদের বিনা খরচে খাবার ও থাকার ব্যবস্থা করে দেন । দর্শনা জানান, " আমাদের জীবিকা পর্যটকদের উপর নির্ভর করে । এখন এই পরিস্থিতিতে আমাদের উচিত পর্যটকদের পাশে দাঁড়ানো । শুধু অর্থই সব নয় । আমাদের উচিত সকলকে সাহায্য করা ।" শুধু এতটাই নয়, এর সঙ্গে তিনি 5 মিলিয়ন টাকা অনুদান করেন সেই সকল টুর গাইডদের জন্য যাঁদের রোজগার বন্ধ হয়ে গেছে কারফিউর জন্য ।

দর্শনা বলেছিলেন, শ্রীলঙ্কার গৃহযুদ্ধের জন্য কয়েক দশক ধরে পর্যটনে ব্যাপক প্রভাব ফেলেছিল । যার কারণে দেশে পর্যটকদের আসা কমে গেছে । 25 বছর ধরে সংখ্যালঘু তামিল সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদীরা পৃথক রাষ্ট্রের জন্য লড়াই করেছিল । 2009 সালে সরকারি বাহিনী সেই বিদ্রোহ কড়া হাতে দমন করে । জাতিসংঘের অনুমান অনুযায়ী প্রায় ১ লাখ মানুষ মারা গেছিল তখন । যুদ্ধ শেষের পর এলার পর্যটকদের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে । তাদের রোজগার পুনরায় শুরু হয়েছে । তাই পর্যটকদের সাহায্যে তিনি এইভাবে বারবার এগিয়ে আসবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.