ETV Bharat / international

South Korea Corona Surge : দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা সংক্রমণ ছয় লক্ষ পার - দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী দক্ষিণ কোরিয়ায় ৷ সঙ্গে করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন (South Korea Corona Surge) ৷

South Korea Corona Infection Surges
দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা সংক্রমণ
author img

By

Published : Mar 17, 2022, 12:09 PM IST

সিওল, 17 মার্চ : দক্ষিণ আফ্রিকা, ভারত সামলেছে, কিন্তু দক্ষিণ কোরিয়া ওমিক্রন ঢেউয়ে বিপর্যস্ত ৷ দেশে দৈনিক করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে ৷ সঙ্গে দোসর ওমিক্রন ভ্যারিয়্যান্ট (South Korea sees record surge in daily Corona infeciton) ৷

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 6 লক্ষেরও বেশি নাগরিক ৷ এই সংখ্যা দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ কোরিয়া ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি-র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 17 মার্চ দেশে 6 লক্ষ 21 হাজার 328 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ মারা গিয়েছেন 429 জন ৷ একদিনে 55 শতাংশ বেড়েছে সংক্রমণ ৷

কেডিসিএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার মোট করোনা সংক্রমণ 82 লক্ষ 50 হাজার 592 ৷ তবে দেশের স্বাস্থ্য মন্ত্রক যে হিসেব দিচ্ছে, আসল সংক্রমণের সংখ্যা তার তুলনায় অনেক বেশি বলে মনে করা হচ্ছে ৷ আর এই সংক্রমণ আঞ্চলিক ৷

আরও পড়ুন : Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ আড়াই হাজারে

দেশের দৈনিক সংক্রমণ 4 লক্ষ থাকার সময়েই দক্ষিণ কোরিয়া সরকার আশা করেছিল, তা নিয়ন্ত্রণে আনতে পারা যাবে ৷ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার 24 ঘণ্টায় 293 জনের মৃত্যু হয়েছে ৷ মাসখানেক আগে পূর্বাভাস মিলেছিল মার্চের মাঝামাঝি 1 লক্ষ 40 হাজার থেকে 2 লক্ষ 70 হাজারের মধ্যে থাকবে দৈনিক সংক্রমণের সংখ্যা ৷ তা পেরিয়ে পৌঁছেছে 6 লক্ষে ৷

সরকার এবার শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, কোনও জায়গায় 6 জন অবধি জমায়েতের মতো বিধিনিষেধগুলি নিয়ে নতুন কিছু চিন্তা করবে কি ? জানা যাবে শুক্রবারে ৷

সিওল, 17 মার্চ : দক্ষিণ আফ্রিকা, ভারত সামলেছে, কিন্তু দক্ষিণ কোরিয়া ওমিক্রন ঢেউয়ে বিপর্যস্ত ৷ দেশে দৈনিক করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে ৷ সঙ্গে দোসর ওমিক্রন ভ্যারিয়্যান্ট (South Korea sees record surge in daily Corona infeciton) ৷

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 6 লক্ষেরও বেশি নাগরিক ৷ এই সংখ্যা দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ কোরিয়া ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি-র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 17 মার্চ দেশে 6 লক্ষ 21 হাজার 328 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ মারা গিয়েছেন 429 জন ৷ একদিনে 55 শতাংশ বেড়েছে সংক্রমণ ৷

কেডিসিএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার মোট করোনা সংক্রমণ 82 লক্ষ 50 হাজার 592 ৷ তবে দেশের স্বাস্থ্য মন্ত্রক যে হিসেব দিচ্ছে, আসল সংক্রমণের সংখ্যা তার তুলনায় অনেক বেশি বলে মনে করা হচ্ছে ৷ আর এই সংক্রমণ আঞ্চলিক ৷

আরও পড়ুন : Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ আড়াই হাজারে

দেশের দৈনিক সংক্রমণ 4 লক্ষ থাকার সময়েই দক্ষিণ কোরিয়া সরকার আশা করেছিল, তা নিয়ন্ত্রণে আনতে পারা যাবে ৷ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার 24 ঘণ্টায় 293 জনের মৃত্যু হয়েছে ৷ মাসখানেক আগে পূর্বাভাস মিলেছিল মার্চের মাঝামাঝি 1 লক্ষ 40 হাজার থেকে 2 লক্ষ 70 হাজারের মধ্যে থাকবে দৈনিক সংক্রমণের সংখ্যা ৷ তা পেরিয়ে পৌঁছেছে 6 লক্ষে ৷

সরকার এবার শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, কোনও জায়গায় 6 জন অবধি জমায়েতের মতো বিধিনিষেধগুলি নিয়ে নতুন কিছু চিন্তা করবে কি ? জানা যাবে শুক্রবারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.