ETV Bharat / international

ভারত-চিন সীমান্তে উত্তেজনা, সোশাল মিডিয়ায় চিনা দ্রব্য বয়কটের ডাক - boycott china

সোশাল মিডিয়া ছেয়ে গেছে #boycottchinaproduct, #boycottmadeinindia-র মতো একাধিক চিন বিরোধী হ্যাশট্যাগে । চিনের বিরুদ্ধে সোশাল মিডিয়ার এই যুদ্ধের সেনায় সাধারণ নাগরিকদের সঙ্গে নাম আছে মিলন্দ সোমান থেকে শুরু করে সোনাম ওয়াংচুকের মতো পরিচিত ব্যক্তিদেরও ।

India and china border tension
ভারত-চিন দ্বন্দ্ব
author img

By

Published : Jun 1, 2020, 10:50 PM IST

দিল্লি, 1 জুন : সিকিম সেক্টরের নাকু লা পাসের কাছে সম্প্রতি ভারতীয় সেনার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান চিনা সেনা । অল্পবিস্তর হাতাহাতিও হয় । জখম হন দুইপক্ষের কমপক্ষে 150 জন । এরপর থেকেই সীমান্তে সেনার সংখ্যা বাড়াতে থাকে দুই পক্ষই । আর এটাকে কেন্দ্র করেই চিনা দ্রব্য বয়কটের ডাক দেয় সোশাল মিডিয়া । সোশাল মিডিয়া ছেয়ে গেছে #boycottchinaproduct, #boycottmadeinindia-র মতো একাধিক চিন বিরোধী হ্যাশট্যাগে । চিনের বিরুদ্ধে সোশাল মিডিয়ার এই যুদ্ধের সেনায় সাধারণ নাগরিকদের সঙ্গে নাম আছে মিলন্দ সোমান থেকে শুরু করে সোনাম ওয়াংচুকের মতো পরিচিত ব্যক্তিদেরও ।

সোনাম ওয়াংচুক । তাঁর কাজের দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল জনপ্রিয় ছবি "থ্রি ইডিয়টস ।" কিছু দিন আগে তিনি ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করেন । সীমান্তে ভারত-চিন সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি । তারপরেই দেশবাসীর কাছে চিনা দ্রব্য বর্জনের অনুরোধ করেন তিনি ।

ওয়াংচুক বলেন, "সীমান্তে উত্তেজনা তৈরির জন্য প্রতিশোধ হিসেবে ভারতবাসীর চিন দ্রব্য বর্জন করা উচিত । যখন সীমান্তে আমাদের সেনা চিনের সঙ্গে লড়াই করছে তখন আমরা চিনা পণ্য কিনছি । আর তার ফলে চিন আরও অর্থ রোজগার করছে । তারপর সেই অর্থই সেনায় ব্যবহার করছে ।"

ওয়াংচুকের ওই ভিডিয়ো নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সর্বত্র । সোশাল মিডিয়ায় ছেয়ে যায় #boycottchina, #boycottmadeinchina, #boycottchineseapps-সহ একাধিক চিন বিরোধী হ্যাসট্যাগ । আজ রাত 9 টা থেকে 10-টার মধ্যে শুধুমাত্র টুইটারে এই হ্যাসট্যাগুলো দিয়ে 1 হাজার 39 টুইট করা হয়েছে ।

টুইটার থেকে ফেসবুক সব জায়গায় এই হ্যাস ট্যাগ ব্যবহার করে চিনা দ্রব্য বর্জনের ডাক দেয় নেটিজ়েনরা । এতে অংশ নেন মিলান্দ সোমানের মতো জনপ্রিয় অভিনেতা ও মডেলও । ফোন থেকে ডিলিট করে দেন একটি চিনা অ্যাপ ।

  • Why Boycott Chinese products?
    - Chinese companies provide user data to their Govt.(Huawei-Of course not proved!)
    - Freedom of speech in China is questionable! Nothing goes out🤐
    - If we go with the conspiracy theories, the below picture speaks for itself!#BoycottChineseProducts pic.twitter.com/Ge6EqqN7Aa

    — Yogesh Shiradkar (@yogeshhh5) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ট্রেন্ডকে বজায় রেখে অনেকে টুইটারে জানান, সব কিছুরই বিকল্প আছে । তাই এই চিনা দ্রব্যগুলিরও অনায়াসে বর্জন সম্ভব । কেউ আবার জানালেন, দ্বিগুণ দাম দিয়ে হলেও ভারতে তৈরি পণ্য কিনতে তিনি রাজি । কেউ আবার ছবির মাধ্যমে বোঝাতে চাইলেন, কীভাবে চিন ভারতের টাকা নিয়েই তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করছেন ।

সোশাল মিডিয়ায় চিনা দ্রব্য বর্জনের ডাক দেওয়া হলেও তা বাস্তবে কতটা সম্ভব তা এখনও আলোচনার বিষয় । ভারতবাসী আদৌ বেশি দামে হলেও ভারতে তৈরি জিনিস কিনতে সক্ষম ও রাজি কি না তাও প্রশ্নের দাবি রাখে ।

দিল্লি, 1 জুন : সিকিম সেক্টরের নাকু লা পাসের কাছে সম্প্রতি ভারতীয় সেনার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান চিনা সেনা । অল্পবিস্তর হাতাহাতিও হয় । জখম হন দুইপক্ষের কমপক্ষে 150 জন । এরপর থেকেই সীমান্তে সেনার সংখ্যা বাড়াতে থাকে দুই পক্ষই । আর এটাকে কেন্দ্র করেই চিনা দ্রব্য বয়কটের ডাক দেয় সোশাল মিডিয়া । সোশাল মিডিয়া ছেয়ে গেছে #boycottchinaproduct, #boycottmadeinindia-র মতো একাধিক চিন বিরোধী হ্যাশট্যাগে । চিনের বিরুদ্ধে সোশাল মিডিয়ার এই যুদ্ধের সেনায় সাধারণ নাগরিকদের সঙ্গে নাম আছে মিলন্দ সোমান থেকে শুরু করে সোনাম ওয়াংচুকের মতো পরিচিত ব্যক্তিদেরও ।

সোনাম ওয়াংচুক । তাঁর কাজের দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল জনপ্রিয় ছবি "থ্রি ইডিয়টস ।" কিছু দিন আগে তিনি ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করেন । সীমান্তে ভারত-চিন সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি । তারপরেই দেশবাসীর কাছে চিনা দ্রব্য বর্জনের অনুরোধ করেন তিনি ।

ওয়াংচুক বলেন, "সীমান্তে উত্তেজনা তৈরির জন্য প্রতিশোধ হিসেবে ভারতবাসীর চিন দ্রব্য বর্জন করা উচিত । যখন সীমান্তে আমাদের সেনা চিনের সঙ্গে লড়াই করছে তখন আমরা চিনা পণ্য কিনছি । আর তার ফলে চিন আরও অর্থ রোজগার করছে । তারপর সেই অর্থই সেনায় ব্যবহার করছে ।"

ওয়াংচুকের ওই ভিডিয়ো নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সর্বত্র । সোশাল মিডিয়ায় ছেয়ে যায় #boycottchina, #boycottmadeinchina, #boycottchineseapps-সহ একাধিক চিন বিরোধী হ্যাসট্যাগ । আজ রাত 9 টা থেকে 10-টার মধ্যে শুধুমাত্র টুইটারে এই হ্যাসট্যাগুলো দিয়ে 1 হাজার 39 টুইট করা হয়েছে ।

টুইটার থেকে ফেসবুক সব জায়গায় এই হ্যাস ট্যাগ ব্যবহার করে চিনা দ্রব্য বর্জনের ডাক দেয় নেটিজ়েনরা । এতে অংশ নেন মিলান্দ সোমানের মতো জনপ্রিয় অভিনেতা ও মডেলও । ফোন থেকে ডিলিট করে দেন একটি চিনা অ্যাপ ।

  • Why Boycott Chinese products?
    - Chinese companies provide user data to their Govt.(Huawei-Of course not proved!)
    - Freedom of speech in China is questionable! Nothing goes out🤐
    - If we go with the conspiracy theories, the below picture speaks for itself!#BoycottChineseProducts pic.twitter.com/Ge6EqqN7Aa

    — Yogesh Shiradkar (@yogeshhh5) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ট্রেন্ডকে বজায় রেখে অনেকে টুইটারে জানান, সব কিছুরই বিকল্প আছে । তাই এই চিনা দ্রব্যগুলিরও অনায়াসে বর্জন সম্ভব । কেউ আবার জানালেন, দ্বিগুণ দাম দিয়ে হলেও ভারতে তৈরি পণ্য কিনতে তিনি রাজি । কেউ আবার ছবির মাধ্যমে বোঝাতে চাইলেন, কীভাবে চিন ভারতের টাকা নিয়েই তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করছেন ।

সোশাল মিডিয়ায় চিনা দ্রব্য বর্জনের ডাক দেওয়া হলেও তা বাস্তবে কতটা সম্ভব তা এখনও আলোচনার বিষয় । ভারতবাসী আদৌ বেশি দামে হলেও ভারতে তৈরি জিনিস কিনতে সক্ষম ও রাজি কি না তাও প্রশ্নের দাবি রাখে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.