ETV Bharat / international

করাচিতে পাকিস্তান বিরোধী বিক্ষোভ

সিন্ধুদেশ স্বাধীনতা আন্দোলনের আওতায় রাজনৌতিক বক্তৃতায় পাকিস্তানের হস্তক্ষেপ না করার দাবিতে সিন্ধি কর্মী ও জাতীয়তাবাদীদের বিক্ষোভ করাচিতে ।

author img

By

Published : Nov 10, 2020, 2:14 PM IST

karachi
karachi

করাচি, 9 নভেম্বর : পাকিস্তান তাঁদের জমি অবৈধ দখল করছে এই অভিযোগে রবিবার করাচির রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন সিন্ধি কর্মী-সমর্থকেরা। সিন্ধুদেশ স্বাধীনতা আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। পাকিস্তানের থেকে মুক্তির লক্ষেই এই বিক্ষোভ প্রদর্শন বলে দাবি আন্দোলনকারীদের।

"সিন্ধুদেশ আমাদের দৃষ্টি, লক্ষ্য, নিয়তি এবং মাতৃভূমি" লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে এদিন আন্দোলন করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি যে সমস্ত সিন্ধি জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মী ও নেতাদের অপহরণ, খুন করা হয় তাঁদের ছবি নিয়েও বিক্ষোভে সামিল হন একাধিক কর্মী-সমর্থকেরা।

সিন্ধি জাতীয়তাবাদী দল জিয়ো সিন্ধ মুত্তাহিদা মাহাজ়-এর চেয়ারম্যান শফি বুরফাত বলেন, “সিন্ধু পাঞ্জাবি সাম্রাজ্যবাদের উপনিবেশ এবং এর নৃশংসতা ও অত্যাচারের শিকার। পাকিস্তানের পঞ্জাব প্রদেশ আমাদের সমুদ্র, নদী, জাতীয় সম্পদ, জমি, তেল, গ্যাস, কয়লা, বন্দরসমূহ এবং সমুদ্র দ্বীপপুঞ্জ সহ আমাদের প্রাকৃতিক এবং খনিজ সম্পদগুলিকে অব্যাহতভাবে শোষণ করছে, লুট করছে। সর্বশেষ সত্তর-পঁচাত্তর ধরে লুণ্ঠন করে আসছে। বিগত 73 বছর ধরে দুই হাত দিয়ে এই কাজ চালিয়ে আসছে। 1971 সালে বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়ার পরে এখানে পাকিস্তানের অস্তিত্বের রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক ও ঐতিহাসিক কোনও ভিত্তি নেই।"

পাকিস্তানের সংবিধানে সিন্ধুকে তার প্রদেশ হিসাবে স্বীকৃতি দিলেও, সিন্ধি জাতীয়তাবাদী কর্মীরা বলেছেন, এই অঞ্চলটি কয়েক দশক ধরে রাষ্ট্রের নৃশংসতার শিকার হয়েছে। এই অঞ্চলে বসবাসকারী হিন্দু, খ্রিস্টান, আহমদি এবং অন্য সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

করাচি, 9 নভেম্বর : পাকিস্তান তাঁদের জমি অবৈধ দখল করছে এই অভিযোগে রবিবার করাচির রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন সিন্ধি কর্মী-সমর্থকেরা। সিন্ধুদেশ স্বাধীনতা আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। পাকিস্তানের থেকে মুক্তির লক্ষেই এই বিক্ষোভ প্রদর্শন বলে দাবি আন্দোলনকারীদের।

"সিন্ধুদেশ আমাদের দৃষ্টি, লক্ষ্য, নিয়তি এবং মাতৃভূমি" লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে এদিন আন্দোলন করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি যে সমস্ত সিন্ধি জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মী ও নেতাদের অপহরণ, খুন করা হয় তাঁদের ছবি নিয়েও বিক্ষোভে সামিল হন একাধিক কর্মী-সমর্থকেরা।

সিন্ধি জাতীয়তাবাদী দল জিয়ো সিন্ধ মুত্তাহিদা মাহাজ়-এর চেয়ারম্যান শফি বুরফাত বলেন, “সিন্ধু পাঞ্জাবি সাম্রাজ্যবাদের উপনিবেশ এবং এর নৃশংসতা ও অত্যাচারের শিকার। পাকিস্তানের পঞ্জাব প্রদেশ আমাদের সমুদ্র, নদী, জাতীয় সম্পদ, জমি, তেল, গ্যাস, কয়লা, বন্দরসমূহ এবং সমুদ্র দ্বীপপুঞ্জ সহ আমাদের প্রাকৃতিক এবং খনিজ সম্পদগুলিকে অব্যাহতভাবে শোষণ করছে, লুট করছে। সর্বশেষ সত্তর-পঁচাত্তর ধরে লুণ্ঠন করে আসছে। বিগত 73 বছর ধরে দুই হাত দিয়ে এই কাজ চালিয়ে আসছে। 1971 সালে বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়ার পরে এখানে পাকিস্তানের অস্তিত্বের রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক ও ঐতিহাসিক কোনও ভিত্তি নেই।"

পাকিস্তানের সংবিধানে সিন্ধুকে তার প্রদেশ হিসাবে স্বীকৃতি দিলেও, সিন্ধি জাতীয়তাবাদী কর্মীরা বলেছেন, এই অঞ্চলটি কয়েক দশক ধরে রাষ্ট্রের নৃশংসতার শিকার হয়েছে। এই অঞ্চলে বসবাসকারী হিন্দু, খ্রিস্টান, আহমদি এবং অন্য সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.