পেশোয়ার, 4 মার্চ : পাকিস্তানের পেশোওয়ারে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন অন্তত 30 জন ৷ জখম হয়েছেন আরও 50 জন ৷ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানাচ্ছে, শুক্রবার জুম্মার নমাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে (Peshawar Mosque Blast) ৷
উদ্ধারকারী দলের এক সদস্য জানান, স্থানীয় কিসসা খোয়ানি বাজারে একটি জামিয়া মসজিদে এদিন শুক্রবারের নমাজ চলছিল ৷ ঠিক সেই সময়ই বিস্ফোরণটি ঘটে ৷
এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷ পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর তথ্য অনুযায়ী, এখানকার লেডি রিডিং হাসপাতালে 30টি দেহ নিয়ে যাওয়া হয় ৷ পাশাপাশি জখমদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর ৷
ক্যাপিটাল সিটি পুলিশের আধিকারিক ইজাজ আহসান জানান, এদিন মসজিদে নমাজ চলাকালীন দুই দুষ্কৃতী ঢোকার চেষ্টা করে ৷ দুই নিরাপত্তারক্ষীর উপর গুলি চালায় ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ৷ অন্যজন গুরুতর জখম হয়েছেন ৷ এই গুলিচালনার পরই বিস্ফোরণটি ঘটে ৷