ETV Bharat / international

Boat Capsized in China : দক্ষিণ-পশ্চিম চিনে নৌকাডুবিতে মৃত অন্তত 10 - বেজিং

দক্ষিণ-পশ্চিম চিনে নৌকাডুবিতে মৃত্যু হল অন্তত 10 জনের ৷ শনিবার সন্ধেয় দুর্ঘটনাটি ঘটার পর থেকে এখনও পর্যন্ত 31 জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজ রয়েছেন পাঁচজন ৷ উদ্ধারকাজ ও তদন্ত চলছে ৷

Capsized river boat leaves 10 dead in southwest China
Boat Capsized in China : দক্ষিণ-পশ্চিম চিনে নৌকাডুবিতে মৃত অন্তত 10
author img

By

Published : Sep 19, 2021, 8:05 PM IST

বেজিং, 19 সেপ্টেম্বর : নৌকাডুবিতে প্রাণ গেল কমপক্ষে 10 জনের ৷ উপরন্তু, দুর্ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না পাঁচজনের ৷ তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনের একটি নদীতে ৷

আরও পড়ুন : Missile tests : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

শনিবারের সন্ধে ৷ দক্ষিণ-পশ্চিম চিনের গুইজহউ প্রদেশের (Guizhou Province) ওই নদীবন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই বেসামাল হয়ে উল্টে যায় নৌকাটি ৷ সিসি ক্যামেরায় গোটা দৃশ্যটিই ধরা পড়েছে ৷ তা দেখে প্রশাসনের প্রাথমিক অনুমান, প্রবল হাওয়াই এই দুর্ঘটনার কারণ ৷ তবে এর পিছনে অন্য কোনও কাহিনি আছে কিনা, সেই বিষয়ে নিশ্চিত হতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, আর কিছুদিনের মধ্যেই চিনে শুরু হবে উৎসবের মরশুম ৷ শরতের মাঝামাঝি প্রতি বছরই চিনে এই উৎসব হয় ৷ তার ঠিক আগেই এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরি হয়েছে ৷ উল্লেখ্য, মধ্য শরতের এই উৎসবে পরিবারের সব সদস্যরা একত্রিত হন ৷ রেস্তরাঁয় খাওয়া-দাওয়ার পাশাপাশি চলে গল্প, আড্ডা ৷

আরও পড়ুন : Cow Toilet Training: অবাক হলেও সত্যি, টয়লেট করে নিজেই ফ্লাশ টানছে গরু

সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার জন্য আরও একটি কারণকেও দায়ী করেছেন অনুসন্ধানকারীরা ৷ তাঁদের অভিযোগ, দুর্ঘটনার সময় নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল ৷ এমনিতে নৌকাটিতে সর্বাধিক 40 জন যাত্রী ওঠার কথা ৷ কিন্তু তাতে সওয়ার ছিলেন কমপক্ষে 46 জন ৷ দুর্ঘটনার পর এখনও পর্যন্ত মোট 31 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তাঁদের মধ্য়ে অধিকাংশই পড়ুয়া ৷ বাকিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে ৷ তবে বৃষ্টিতে উদ্ধারকাজ চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনকে ৷

বেজিং, 19 সেপ্টেম্বর : নৌকাডুবিতে প্রাণ গেল কমপক্ষে 10 জনের ৷ উপরন্তু, দুর্ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না পাঁচজনের ৷ তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনের একটি নদীতে ৷

আরও পড়ুন : Missile tests : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

শনিবারের সন্ধে ৷ দক্ষিণ-পশ্চিম চিনের গুইজহউ প্রদেশের (Guizhou Province) ওই নদীবন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই বেসামাল হয়ে উল্টে যায় নৌকাটি ৷ সিসি ক্যামেরায় গোটা দৃশ্যটিই ধরা পড়েছে ৷ তা দেখে প্রশাসনের প্রাথমিক অনুমান, প্রবল হাওয়াই এই দুর্ঘটনার কারণ ৷ তবে এর পিছনে অন্য কোনও কাহিনি আছে কিনা, সেই বিষয়ে নিশ্চিত হতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, আর কিছুদিনের মধ্যেই চিনে শুরু হবে উৎসবের মরশুম ৷ শরতের মাঝামাঝি প্রতি বছরই চিনে এই উৎসব হয় ৷ তার ঠিক আগেই এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরি হয়েছে ৷ উল্লেখ্য, মধ্য শরতের এই উৎসবে পরিবারের সব সদস্যরা একত্রিত হন ৷ রেস্তরাঁয় খাওয়া-দাওয়ার পাশাপাশি চলে গল্প, আড্ডা ৷

আরও পড়ুন : Cow Toilet Training: অবাক হলেও সত্যি, টয়লেট করে নিজেই ফ্লাশ টানছে গরু

সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার জন্য আরও একটি কারণকেও দায়ী করেছেন অনুসন্ধানকারীরা ৷ তাঁদের অভিযোগ, দুর্ঘটনার সময় নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল ৷ এমনিতে নৌকাটিতে সর্বাধিক 40 জন যাত্রী ওঠার কথা ৷ কিন্তু তাতে সওয়ার ছিলেন কমপক্ষে 46 জন ৷ দুর্ঘটনার পর এখনও পর্যন্ত মোট 31 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তাঁদের মধ্য়ে অধিকাংশই পড়ুয়া ৷ বাকিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে ৷ তবে বৃষ্টিতে উদ্ধারকাজ চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.