ETV Bharat / international

চিনে ছুরির হামলায় হত 7

author img

By

Published : Dec 27, 2020, 6:32 PM IST

চিনের এক গণমাধ্যমে রবিবার প্রকাশিত হয়েছে, ছুরির হামলায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে চিনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশে । হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Seven killed in knife attack in China
Seven killed in knife attack in China

বেজিং, 27 ডিসেম্বর : কমপক্ষে 7 জন প্রাণ হারিয়েছেন ছুরির হামলায় । রবিবার চিনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের ঘটনা, আধিকারিকরা জানিয়েছেন ।

রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এটি কাইয়ুয়ান শহরের ঘটনা । ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন । আহতদের মধ্যে 1 জন পুলিশকর্তাও রয়েছেন, যিনি আক্রমণকারীকে ধরতে ব্যস্ত ছিলেন । সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । কিন্তু তাদের পরিস্থিতি জানা সম্ভব হয়নি ।

আরও পড়ুন : যুবকের ছুরির আঘাতে মুম্বইতে জখম কনস্টেবল ও দুই পুলিশ অফিসার

অন্যান্য দেশের তুলনায় চিনে হিংসাত্মক অপরাধ খুবই বিরল । কিন্তু সম্প্রতি সময়ে ছুরি ও কুড়ুলের হামলার ঘটনা সামনে এসেছে । চিনা আইনে রয়েছে, আগ্নেয়াস্ত্র বিক্রয় কিংবা দখল সম্পূর্ণ নিষিদ্ধ । সাধারণ মানুষকে ছুরি কিংবা বাড়িতে বানানো বিষ্ফোরক দিয়ে হামলাও নিষিদ্ধ রয়েছে ।

আরও পড়ুন : বেলুড় স্টেশনে যুবতিকে ছুরির কোপ !

অতীতে এধরণের হামলাকারীদের মানসিকভাবে অসুস্থ বলে ধরা হত । বিগত কয়েক বছরে চিনের বিভিন্ন অঞ্চল থেকে ছুরি হামলার খবর পাওয়া গেছে । হামলাকারীরা সাধারণত কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় কিংবা সাধারণ মানুষের মধ্যে হিংসা ছড়ানোর জন্য হামলা চালাচ্ছে ।

বেজিং, 27 ডিসেম্বর : কমপক্ষে 7 জন প্রাণ হারিয়েছেন ছুরির হামলায় । রবিবার চিনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের ঘটনা, আধিকারিকরা জানিয়েছেন ।

রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এটি কাইয়ুয়ান শহরের ঘটনা । ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন । আহতদের মধ্যে 1 জন পুলিশকর্তাও রয়েছেন, যিনি আক্রমণকারীকে ধরতে ব্যস্ত ছিলেন । সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । কিন্তু তাদের পরিস্থিতি জানা সম্ভব হয়নি ।

আরও পড়ুন : যুবকের ছুরির আঘাতে মুম্বইতে জখম কনস্টেবল ও দুই পুলিশ অফিসার

অন্যান্য দেশের তুলনায় চিনে হিংসাত্মক অপরাধ খুবই বিরল । কিন্তু সম্প্রতি সময়ে ছুরি ও কুড়ুলের হামলার ঘটনা সামনে এসেছে । চিনা আইনে রয়েছে, আগ্নেয়াস্ত্র বিক্রয় কিংবা দখল সম্পূর্ণ নিষিদ্ধ । সাধারণ মানুষকে ছুরি কিংবা বাড়িতে বানানো বিষ্ফোরক দিয়ে হামলাও নিষিদ্ধ রয়েছে ।

আরও পড়ুন : বেলুড় স্টেশনে যুবতিকে ছুরির কোপ !

অতীতে এধরণের হামলাকারীদের মানসিকভাবে অসুস্থ বলে ধরা হত । বিগত কয়েক বছরে চিনের বিভিন্ন অঞ্চল থেকে ছুরি হামলার খবর পাওয়া গেছে । হামলাকারীরা সাধারণত কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় কিংবা সাধারণ মানুষের মধ্যে হিংসা ছড়ানোর জন্য হামলা চালাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.