ETV Bharat / international

Bangladesh violence : ফেসবুকে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি, বাংলাদেশে ধৃত আরও 1, সবমিলিয়ে গ্রেফতার প্রায় 600

author img

By

Published : Oct 23, 2021, 9:50 PM IST

এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 600 জন গ্রেফতার হয়েছেন বাংলাদেশে । পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে মেনে নিয়েছে সে দেশের সরকারও । হিংসায় লিপ্ত সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মিলেছে ।

second-key-suspect-behind-Durga-Puja-violence-against-Hindus-arrested-in-bangladesh
বাংলাদেশে ধৃত আরও ১

ঢাকা, 23 অক্টোবর : শারোদৎসব চলাকালীন সাম্প্রদায়িক হিংসার ঘটনায় আরও এক জন গ্রেফতার বাংলাদেশে । তিনি হিংসার অন্যতম চক্রী বলে সন্দেহ তদন্তকারীদের । শনিবার ওই ব্যক্তিকে গ্রেফতার করে সে দেশের চটজলদি অপরাধ দমন সংস্থার আধিকারিকরা । অভিযুক্তের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে ।

মধ্য তিরিশের ওই ধৃতের নাম সৈকত মণ্ডল । শনিবার ঢাকার উপকণ্ঠে গাজিপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে । তদন্তকারীরা জানিয়েছেন, হামলার পর ফেসবুক লাইভ করেছিলেন সৈকত । তা নিয়ে নেটমাধ্যমে উস্কানিও দিয়েছিলেন । এর আগে, শুক্রবার ইকবাল হোসেন নামের বছর 35-এর এক ব্যক্তিকে কক্সবাজার থেকে গ্রেফতার হন ।

আরও পড়ুন: Sheikh Hasina: বাংলাদেশে হিংসা রুখতে কড়া পদক্ষেপ হাসিনার

কুমিল্লার দুর্গাপুজোর প্যান্ডেলে ইকবালই কোরান রেখে এসেছিলেন বলে অভিযোগ । আপাতত সাত দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাঁকে । গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ইকবালকে জিজ্ঞাসাবাদ করবেন । আরও এক ধৃত মহম্মদ ফয়েজকে বাংলাদেশের ডিজিটাল সিকিয়োরিটি আইনে গ্রেফতার করা হয়েছে । নেটমাধ্যমে তিনি তিনি হিংসায় ইন্ধন দেন বলে অভিযোগ ।

দুর্গাপুজো চলাকালীন প্যান্ডেলে হনুমানের মূর্তির কোলে কোরান রাখা নিয়ে অশান্তির সূত্রপাত । নেটমাধ্যমে ওই ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে । তাতে কোরানের অবমাননার অভিযোগে শয়ে শয়ে বিক্ষুব্ধ রাস্তায় নেমে আসেন ।

আরও পড়ুন: Bill Gates: বিলাসী বিয়ে জেনিফারের, মেয়ে-জামাইয়ের ছবি পোস্ট করলেন বিল গেটস

এর পরই হামলা চালানো হয় একাধিক পুজোর প্যান্ডেলে । বেছে বেছে সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালানো হয় । আগুন ধরিয়ে দেওয়া হয় হিন্দু ধর্মাবলম্বীদের কমপক্ষে 70টি বাড়ি এবং দোকানে । ধৃত সৈকতের ফেসবুক পোস্ট দেখেই কাতারে কাতারে মানুষ হিংসায় লিপ্ত হন বলে দাবি বাংলাদেশ পুলিশের ।

এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 600 জন গ্রেফতার হয়েছেন বাংলাদেশে । পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে মেনে নিয়েছে সে দেশের সরকারও । হিংসায় লিপ্ত সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মিলেছে । হামলাকারীদের কড়া শাস্তির দাবিতে শনিবারও সেখানে পথে নামেন মানুষ । ঢাকার শাহবাগ এলাকায় অনশন এবং অবরোধে বসেন সংখ্যালঘু হিন্দুরা । বাংলাদেশ হিন্দু-বৌদ্ধিক-ক্রিশ্চান ঐক্য সংগঠনও দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে শামিল হয়েছে ।

ঢাকা, 23 অক্টোবর : শারোদৎসব চলাকালীন সাম্প্রদায়িক হিংসার ঘটনায় আরও এক জন গ্রেফতার বাংলাদেশে । তিনি হিংসার অন্যতম চক্রী বলে সন্দেহ তদন্তকারীদের । শনিবার ওই ব্যক্তিকে গ্রেফতার করে সে দেশের চটজলদি অপরাধ দমন সংস্থার আধিকারিকরা । অভিযুক্তের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে ।

মধ্য তিরিশের ওই ধৃতের নাম সৈকত মণ্ডল । শনিবার ঢাকার উপকণ্ঠে গাজিপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে । তদন্তকারীরা জানিয়েছেন, হামলার পর ফেসবুক লাইভ করেছিলেন সৈকত । তা নিয়ে নেটমাধ্যমে উস্কানিও দিয়েছিলেন । এর আগে, শুক্রবার ইকবাল হোসেন নামের বছর 35-এর এক ব্যক্তিকে কক্সবাজার থেকে গ্রেফতার হন ।

আরও পড়ুন: Sheikh Hasina: বাংলাদেশে হিংসা রুখতে কড়া পদক্ষেপ হাসিনার

কুমিল্লার দুর্গাপুজোর প্যান্ডেলে ইকবালই কোরান রেখে এসেছিলেন বলে অভিযোগ । আপাতত সাত দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাঁকে । গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ইকবালকে জিজ্ঞাসাবাদ করবেন । আরও এক ধৃত মহম্মদ ফয়েজকে বাংলাদেশের ডিজিটাল সিকিয়োরিটি আইনে গ্রেফতার করা হয়েছে । নেটমাধ্যমে তিনি তিনি হিংসায় ইন্ধন দেন বলে অভিযোগ ।

দুর্গাপুজো চলাকালীন প্যান্ডেলে হনুমানের মূর্তির কোলে কোরান রাখা নিয়ে অশান্তির সূত্রপাত । নেটমাধ্যমে ওই ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে । তাতে কোরানের অবমাননার অভিযোগে শয়ে শয়ে বিক্ষুব্ধ রাস্তায় নেমে আসেন ।

আরও পড়ুন: Bill Gates: বিলাসী বিয়ে জেনিফারের, মেয়ে-জামাইয়ের ছবি পোস্ট করলেন বিল গেটস

এর পরই হামলা চালানো হয় একাধিক পুজোর প্যান্ডেলে । বেছে বেছে সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালানো হয় । আগুন ধরিয়ে দেওয়া হয় হিন্দু ধর্মাবলম্বীদের কমপক্ষে 70টি বাড়ি এবং দোকানে । ধৃত সৈকতের ফেসবুক পোস্ট দেখেই কাতারে কাতারে মানুষ হিংসায় লিপ্ত হন বলে দাবি বাংলাদেশ পুলিশের ।

এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 600 জন গ্রেফতার হয়েছেন বাংলাদেশে । পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে মেনে নিয়েছে সে দেশের সরকারও । হিংসায় লিপ্ত সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মিলেছে । হামলাকারীদের কড়া শাস্তির দাবিতে শনিবারও সেখানে পথে নামেন মানুষ । ঢাকার শাহবাগ এলাকায় অনশন এবং অবরোধে বসেন সংখ্যালঘু হিন্দুরা । বাংলাদেশ হিন্দু-বৌদ্ধিক-ক্রিশ্চান ঐক্য সংগঠনও দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে শামিল হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.